SUPER USER PART 2 : এক পদ্ধতিতেই রুট করুন আন্ড্রয়েড এর সকল ডিভাইস।

এই টিউটোরিয়াল টা আসলে আমি করতে চাইছিলাম না দেখছি অনেকের রুট নিয়ে সমস্যা, সমস্যা হওয়ারই কথা কারন বিভিন্ন version বিভিন্ন নিয়মে রুট করতে হয়।।

আজ যে টিউটোরিয়াল টা লিখব সেই নিয়মে সব সেট রুট করা যাবে কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে আপনার সেট এর আগে cwm বানানো থাকতে হবে। সেটা আপনি না বানালেও দেখবেন অন্য কেও বানিয়ে রেখেছে। আপনার কাজ হচ্ছে সেটা গুগল মামাকে জিজ্ঞাসা করে বাহির করা। চলুন তাহলে শুরু করা যাক।
যা যা দরকার :-
১/ SP FLASH TOOLS (এখান থেকে ডাউনলোড করুন)

২/ Driver(এখান থেকে ডাউনলোড করুন।)

৩/ CWM (clockworkmod recovery)

৪/ Update-SuperSu.zip (Download link)

স্টেপ ১:- চলুন তাহলে আগে পিসি ড্রাইভার ইনিস্টল করি।। ১মে My computer এ গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে Manage এ ক্লিক করলে নিচের মত একটি Window Show করবে |

তারপর এখান থেকে "Device Manager " ক্লিক করলে
নিচের মত আর একটি Window দেখতে পাবেন।

সেখান থেকে Other Device অথবা যেকোনো option সিলেক্ট করে Action ক্লিক করে Add legacy hardware
ক্লিক করুন।

Next এ ক্লিক করুন

এখান থেকে "Install the hardware that I Manually select from a list (Advance) " অপশন টি মার্ক করে Next এ ক্লিক করুন।

আবার Next এ ক্লিক করুন

এবার এখান থেকে "Have Disk " এ

Browse এ ক্লিক করে Driver করলে প্রবেশ করলে এরকম ৩টি ফাইল দেখতে পাবেন সেখান থেকে আপনি যে Windows ব্যবহার করেন সেটি সিলেক্ট করুন

 

 

এবার আপনার কম্পিউটার 64 bit হলে 64 bit আর 32 bit হলে 32 bit ফাইল টি সিলেক্ট করে Open এ ক্লিক করে ok Press করুন।

 

এবার এখান থেকে MediaTek preloader USB VCOM PORT সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

সব কিছু ঠিক থাকলে নিচের মত window show করবে Finish এ ক্লিক করে বেরিয়ে আসুন।

স্টেপ ২ :- এবার আসি মূল কাজে।
১মে SP Flash tools open করে
আপনার Device এর scatter File টি Firmware এর ভিতর এ পাবেন। এবার SP flash tools থেকে Scatter-loading এ ক্লিক করে Scatter file টি দেখিয়ে দিন।

 

 

 

এবার সব গুলা অপশন Mark করা থাকলে Recovery বাদে সব গুলো unmark করে দিন।

Recovery অপশন ঠিক ডানে লাল কালি দিয়ে underline করা অংশ অর্থাৎ Location এ ক্লিক করলে আপনার সেট এর ডাউনলোড করা Custom recovery অর্থাৎ cwm টি দেখিয়ে দিন।

 

এবার এখান থেকে Download অপশন এ ক্লিক করুন।

তারপর আপনার সেট এর ব্যাটারি খুলে USB CABLE দিয়ে PC সঙে কানেক্ট করলে একটু পরেই Sp flash tools load নেয়া শুরু করবে এবং Flash complete হলে ছোট একটি হলুদ রংয়ের পপ আপ window শো করবে। হয়ে গেল Cwm install করা।

 

 

 

স্টেপ ৩:-    এবার সেট এ ব্যাটারি ঢুকিয়ে Power button এবং Volume up button প্রেস করে Recovery Mode এ প্রবেশ করুন।

cwm থেকে install zip from sdcard>choose zip from sdcard এ গিয়ে আপনার ডাউনলোড করা Update suprersu.zip ফাইল টা install দিন। এবার Reboot দিন, দেখবেন Superuser apps টি চলে এসেছে। আজকে এ পর্যন্তই পরবর্তিতে দেখা হবে ভিন্ন কোনো টিউটোরিয়াল নিয়ে সবাই কে ধন্যবাদ।

আমার একটা ছোট ব্লগ আছে চাইলে ঘুরে আসতে পারেন http://www.droiddevbd.blogspot.com

বিশেষ দ্রষ্টব্য :- আপনার সেট এর কোনো প্রকার জন্য ক্ষতির জন্য লেখক অথবা টেকটিউনস দায়ি থাকবে না, সম্পুর্ন নিজ দায়িত্ব এ করবেন।

SUPER USER PART 1:-অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যেভাবে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বাহির করবেন।

SUPER USER PART 2 : এক পদ্ধতিতেই রুট করুন আন্ড্রয়েড এর সকল ডিভাইস।

SUPER USER PART 3:- যেভাবে এন্ড্রয়েড মোবাইলের বুট এনিমেশন পরিবর্তন করবেন।

Level New

আমি শামীম জাহান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক্বের উপকার হবে । তবে আপনার দেয়া স্ক্রীন শর্ট গুলা ভালো ভাবে আসে নি এবং ড্রাইভার এই লিঙ্ক টা ডিরেক্ট দিলে ভালো হতো

    সব স্ক্রীন শর্ট ত একবারে ক্লিয়ার, আপনার ব্রাউজার এ বোধ হয় image quality low করা আছে অথবা অন্য ব্রাউজার use করে দেখতে পারেন।।

http://www.mediafire.com/view/db90s1610dpaajm/tt.PNG এই খানে আমি একটা স্ক্রীন শর্ট দিলাম। ফ্ল্যাশ দিতে গিলে এই রকম দেখাসসে । একটা সমাধান দিন

Level 0

My mobile is HTC Desire HD, is it work?

apni Driver install dite giya aktu besi kosto kore felLen. Ai kajta “ADB Driver” diye khub sohojei kora jay. Ar root korar jonno “KingoRoot” khub e kajer. Brand-NonBrand sob root kora jay.

Framaroot দিয়ে রুট করেছিলাম, এখন সুপার ইউজার ওপেন করলে দেখায় there is no Su binary
installed , and supersu cannot install it, this is a
problem”

What can i do? Help plzz