ইউটিউব চ্যানেলে সহজে ভিউ বৃদ্ধি করার উপায়!

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে ইউটিউব চ্যানেলে সহজে ভিউ বৃদ্ধি করার উপায় নিয়ে নতুন আরো একটি টিউনে। বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ভিউ এবং সাবস্ক্রাইব। আপনাদের ইউটিউব এসইও সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার ফলে এমন অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেলের সেক্টরে সফলতা অর্জন করতে পারে না। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া যেখানে আপনি নিজের তৈরি করা ভিডিও গুলো অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন পেশার মধ্যে এখন অন্যতম জনপ্রিয় পেশা ইউটিউবার। প্রথমবার নিজের ইউটিউব চ্যানেলের গ্রোথ হতে একটু দেরি হলেও ধীরে ধীরে ভিউ এবং সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে।

আপনি অল্প সময়ে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়ানোর বেশ কিছু কৌশল আছে। যখন আপনি সেই কৌশলগুলোকে নিজের ভিতর নিয়ে আসতে পারবেন। ঠিক তখন থেকে আপনি যেকোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন। ইউটিউব ভিডিও ভিউ বৃদ্ধি করার বিষয়ে লেখা প্রায় প্রত্যেক আর্টিকেলে আপনাদের সম্পূর্ণ ভাবে ও জরুরি এবং সব ধরনের তথ্য দেয়া হয়নি। ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য, আপনার ভিডিও গুলি লোকেদের কাছে প্রথমেই প্রচার করাতে হবে। আজ YouTube Search Algorithm এবং YouTube Dot Detections Capacity দিনের পর দিন অধিক উন্নত মানের হয়ে যাওয়ার ফলে, YouTube Search এর মাধ্যমে ভিউ পাওয়াটা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ইউটিউব প্লাটফর্মে আজ প্রতিযোগিতার যুগ। এই প্লাটফর্মে হাজার লক্ষ্য লোকেরা প্রায় একই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন। আপনি আপনার নিজের তৈরি করা ভিডিও গুলো থেকে আয় করার সুযোগও পাবেন। তবে এই জনপ্রিয়তার উপরে থাকা সাইটে ভিডিও সাইট থেকে আয় করা কি এতটাই সোজা? ভিডিও আপলোড করলেই কি ইউটিউবে ভিউ বাড়বে? আয় করা যাবে? আপনি বিষয়টি মোটেই সহজভাবে নিবেন না। আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য গাইডলাইন মেনে ভিডিও আপলোড করার পাশাপাশি ভালো কন্টেন্টের চাহিদা থাকতে হবে। তো চলুন তার আগে জেনে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিউনে আপনারা নতুন কী কী জানতে অথবা শিখতে পারবেন?

  1. ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করা দরকার কেন?
  2. কীভাবে ইউটিউব ভিউ বাড়ানো যায়
  3. ইউটিউব ভিডিওতে কীভাবে ভিউ আসে?
  4. আপনি কীভাবে ইউটিউব চ্যানেল বড় করবেন?
  5. আপনার ভিডিওতে কেন ভিউ আসছে না?
  6. ইউটিউব চ্যানেলের ভিডিওতে Audience এর আগ্রহ নাই!
  7. ইউটিউব ভিডিওর টাইটেল!
  8. ভিডিও ডেসক্রিপশন!
  9. ইউটিউবে সঠিক ট্যাগ ব্যবহার!
  10. আপনার ইউটিউব ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করবেন!
  11. আপনি ইউনিক থাম্বনেইল ব্যবহার করুন!
  12. Suggested video কী?
  13. কীভাবে ইউটিউব সাজেস্ট থেকে ভিউ আনবেন?
  14. সোশ্যাল সাইটে শেয়ার করা?

ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করা দরকার কেন?

আমরা সবাই ভিডিও আপলোড করি কেন? ৯০% এর বেশি আমার সাথে একমত হবেন যে কারণ অনলাইনে ইনকাম করার ইচ্ছা থেকেই ইউটিউবার হওয়ার চেষ্টা করা। আপনারা সবাই জানেন ইউটিউব থেকে আয় করার সবচেয়ে বড় উপায় হলো গুগল অ্যাডসেন্স। আপনাকে ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে ১২ সাসের মধ্যেই ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ হাজার ওয়াচটাইম পূরণ করতে হবে। ৪০০০ হাজার ঘণ্টা ওয়াচটাইম মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সর্বমোট ৪০০০ হাজার ঘণ্টা লোকেরা দেখতে হবে। আপনি হয়ত জেনে থাকবেন, ইউটিউব প্রতি ভিডিও অন্ততপক্ষে ৩০ সেকেন্ড দেখলে তবেই এক মিনিট ভিউ কাউন্ট করা হয়। যদি কেউ ৩০ সেকেন্ডের কম সময় ভিডিওটি দেখে তবে ইউটিউব সেই ভিডিওটি কাউন্ট করবে না।

আমি ধরে নিলাম আপনি ইউটিউব থেকে আপনার চ্যানেলের মনিটাইজেশন পেয়ে গেছেন। তারপর আপনার করণীয় কি হতে নিশ্চয় আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ বাড়ানোর জন্য কোন উপায় খুঁজতে হবে? অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ বাড়াতে হবে। আপনি দোকানে জিনিস রাখলে লাভ হবে? এবং দোকানের জিনিস বিক্রি করতে হবে তো? এবং আপনি দোকানের জিনিস যত বিক্রয় করবেন তত লাভ। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ইনকাম করার জন্য হলেও ইউটিউব ভিউ প্রয়োজন। কারণ আপনার ভিডিওতে ভিউ না হলে অ্যাড ইম্প্রেশন হবে না, আর অ্যাড ইম্প্রেশন না হলে আপনি টাকা পাবেন না। তাই সহজ কথায় বলতে গেলে ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনার ভিডিও অথবা চ্যানেলে ভিজিটর অথবা ভিউ দরকার।

কীভাবে ইউটিউব ভিউ বাড়ানো যায়?

ইউটিউবের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে শুরুর দিকে অনেক বেশি পরিশ্রম করতে হবে৷ কারণ একটি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিও হাজার হাজার অথবা মিলিয়ন মিলিয়ন ভিউ আসে না। ভিডিওতে ভালো পরিমাণ কিছু ভিজিটর আনতে আপনার কয়েকটি কার্যক্রম আপনাকে অনেক সহায়তা করতে পারে। আপনি সামান্য একটু কষ্ট করলে আপনার নতুন চ্যানেলের ভিডিওতেও অনেক ভিজিটর আনতে পারবেন। ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে প্রধান ৪টি সোর্স থেকে ভিউ আসে।

  • চ্যানেল সাবস্ক্রাইবার থেকে ভিউ আসে
  • ট্রেন্ডিং/ ভাইরাল
  • সার্চ রেজাল্ট থেকে
  • শেয়ার / ব্যাকলিংক

ইউটিউব চ্যানেলের ভিউ নিয়ে আসার এই ৪টি সোর্সের মধ্যে সার্চ রেজাল্ট এবং সাবস্ক্রাইবার হলো সবচেয়ে ভালো মাধ্যম। আপনি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারলে তাদের কাছে প্রথমে আপনার প্রতিটি ভিডিও পৌঁছে যাবে। কিন্তু আপনাকে সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য ভিডিও র‍্যাক করতে হবে। ভিডিও অল্প সময়ে অনেক বেশি সার্চ ভিজিটর আনতে আপনার ভিডিওগুলো SEO করতে পারেন। এতে অনেক ভালো ফলাফল পাবেন।

ইউটিউব ভিডিওতে কীভাবে ভিউ আসে?

আপনাকে সবার আগে ইউটিউব চ্যানেলের অ্যালগরিদম সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ ইউটিউব হলো একটি প্রোগ্রামিং রোবট। ইউটিউব চ্যানেলে পূর্বে থেকেই প্রোগ্রামিং সেটআপ করা থাকে, যা পুনরাবৃত্তি ঘটতে থাকে। এখন আপনাদের জানার বিষয় হলো, আমরা যখন কোন ভিডিও আপলোড করি। তখন সেই ভিডিওকে কেন্দ্র করে ইউটিউব কোন কোন কাজ গুলো করে থাকে। সেই কাজগুলোর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হবে। আপনি যখন ইউটিউব চ্যানেলে কোন ভিডিও আপলোড করবেন। ইউটিউব সবার আগে আপনার সাবস্ক্রাইব এর নিউজফিডে আপনার ভিডিওকে শো করবে। যাকে আমরা বলতে পারি, ইউটিউব ব্রাউজার Feature। ইউটিউব ব্রাউজার ফিচার থেকে আপনার ভিডিওতে কীরকম CTR আসছে, কত মিনিট Watch time আসছে ইউটিউব সেই ডাটাগুলো রেকর্ড করে রাখে।

আপনি যদি আপনার সাবস্ক্রাইবার এর কাছ থেকে আপনার ভিডিওতে CTR ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন। ইউটিউবের অ্যালগরিদম তখন আপনার সেই ভিডিওকে আরো কিছু দর্শকের কাছে পাঠিয়ে দিবে। তখন ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওর সাবস্ক্রাইবার ছাড়া অন্য মানুষ দেখে কিনা তা চেক করবে। তখন ইউটিউবের অ্যালগরিদম বাড়তি দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছানোর পর যদি আপনার ভিডিওটি ভালো পারফর্ম করে। তাহলে আপনার ভিডিওকে ইউটিউবের অ্যালগরিদম আরো বাড়তি দর্শকের ‍নিউজফিডে পাঠিয়ে দিবে। এইভাবে ধীরে ধীরে আপনার ভিডিওটি ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওটি ভাইরাল করে দিবে।

আপনি কীভাবে ইউটিউব চ্যানেল বড় করবেন?

আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি থাকি প্রায় ইউটিউব চ্যানেলের শুরুতে এবং শেষে বলে থাকে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা সবাই লাইক, টিউমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অনেকে লাইক, টিউমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকে এবং আবার অনেকে বিরক্তিবোধ করে। আমরা সবাই জানি ইউটিউবের যেকোনো চ্যানেল বড় হয়ে থাকে লাইক, টিউমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করার মাধ্যমে হয়ে থাকে। আপনার ইউটিউব চ্যানেলের একটি ভিউ আপনার কাছে অনেক মূল্যবান।

কারণ আপনারা যারা ইউটিউব করে থাকেন তাদের জন্য প্রতিটি ভিউ অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া যে ভিডিওগুলো অনেক জনপ্রিয় সেই ভিডিও গুলো আপনি দেখতে চাইবেন। যে ভিডিওতে অনেক ভিউ হয়েছে সেই ভিডিও আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। নিয়মিত সেই সকল ভিডিও নিয়েই কাজ করুন। এতে আপনি তুলনামূলকভাবে অনেক অল্প সময়ের মাঝে অনেক বেশি সফলতা পাবেন। হয়ত শুরুতে একটু কষ্ট হবে। তবে সেই কষ্ট মেনে নিয়ে নিয়মিত কাজ করতে পারলে সফলতা নিশ্চিত।

আপনার ভিডিওতে কেন ভিউ আসছে না?

আমি মনে করি আপনি ইউটিউব চ্যানেলের সব Rules মেনে তারপর আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছেন। কিন্তু তারপরও আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ আসছে না। এই সমস্যা শুধু আপনার না, অনেক ইউটিউবার এই সমস্যায় পড়ে থাকেন। তাহলে আপনার প্রশ্ন হলো কেন ইউটিউব ভিডিওতে ভিউ আসছে না। ইউটিউব ভিডিওতে ভিউ না আসা সমস্যার সমাধান কি? আমার দীর্ঘদিনের ইউটিউব চ্যানেলের কাজ করার অভিজ্ঞতা থেকে মনে হয়। আপনার ইউটিউব ভিডিওতে ভিউ না আসার বেশ কিছু কারণ হতে পারে। আমি সেই কারণগুলো পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরবো। আমার পরামর্শ হলো আপনার ইউটিউবে ভিউ না আসার কারণ আপনাকে খুঁজে বের করতে হবে।

ইউটিউব চ্যানেলের ভিডিওতে Audience এর আগ্রহ নাই। আপনার ইউটিউব ভিডিওতে ভিউ না আসার আর একটি কারণ হলো আপনার ভিডিওতে দর্শকদের আগ্রহ নাই। যদি আপনি এমন কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন যা দর্শকদের আগ্রহ নাই। যা দর্শকরা দেখতে চায় না। আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন। আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউ আসবে। কারণ ফানি ভিডিও সবাই দেখতে চাই। অন্যদিকে আপনি যদি ইউটিউব চ্যানেলে বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট নিয়ে ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভিউ আসবে না। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কম ভিউ আসবে।

ইউটিউব ভিডিওর টাইটেল সুন্দর করুন

আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওর টাইটেল স্পষ্ট ও সংক্ষিপ্ত রাখবেন। আপনাকে একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় একটার ভিডিও পিছনে অনেক সময় দিতে হয় তারপর একটি সুন্দর ভিডিও তৈরি করা সম্ভব হয়। আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলেন। কিন্তু আপনার আপলোড করা ভিডিওর সাথে যদি টাইটেল না মিলে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। তুলনামূলক কম ভিউ আসবে। কোন দর্শক যদি ভিডিওর টাইটেল দেখে আসে যদি টাইটেল অনুযায়ী ভিডিও না দেখে তারা তাড়াতাড়ি আপনার ভিডিও বন্ধ করে দেয়। যা আপনার ইউটিউব চ্যানেলের র‍্যাক হারানোর কারণ হতে পারে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন ইউটিউব কোন টপিক সার্চ করার সময় প্রথমেই আপনার ভিডিওর টাইটেলটাই দেখবে। তাই আপনাকে ইউটিউব ভিডিও টাইটেল স্পষ্ট করে দিতে হবে। আবার একই সাথে রিসার্চ করার কিওয়ার্ড আপনার টাইটেলের সাথে রাখবেন। তাহলে যখন কোন ভিজিটর কোন কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করবে তখন আপনার চ্যানেলে যদি সেই ভিডিওটি থেকে থাকে তাহলে আপনার ভিডিওটি সার্চ রেজাল্টের প্রথমে শো করার সম্ভাবনা অনেক বেশি থাকে। যার ফলে ফ্রিতেই গুগল থেকেও অনেক ভালো পরিমাণ ভিজিটর পাবেন।

ভিডিও ডেসক্রিপশন দিন

আপনাকে টাইটেল দিয়ে বুঝানোর পাশাপাশি প্রতিটি ভিডিওর বিষয় বস্তু বুঝাতে ইউটিউব আমাদের ভিডিওতে ডেসক্রিপশন অপশন ব্যবহার করতে বলে। যা আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ একটি এসইও ফিচার। এতে আপনার ভিউ বাড়ার পাশাপাশি আপনার ভিডিওটি খুঁজে পেতে দর্শকদের সুবিধাও হবে। কারণ এখানে আপনি কিওয়ার্ড এর পাশাপাশি রিলেটেড কিওয়ার্ড গুলোও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। আপনি ভিডিওর ডেসক্রিপশনে দিতে পারেন। মোবাইল দিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করা এই কিওয়ার্ডের পাশাপাশি আপনি দিতে পারেন ইউটিউব থেকে আয়, ইউটিউব থেকে টাকা উপার্জন ইত্যাদি।

এমন রিলেটেড কিওয়ার্ড আপনার ভিডিওকে মাল্টি কিওয়ার্ডে Rank করার সুযোগ করে দিতে পারে। কিন্তু অলসতা কিংবা না জেনে আমরা অনেকেই এই সুবিধা ভোগ করি না। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ভিডিও Description ৫০০ থেকে ৮০০ শব্দের মধ্যে রাখতে হবে। আপনি ডেসক্রিপশন লিখার সময় অবশ্যই ভিডিও রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন। আপনি চাইলে ভিডিওর Description এই আপনি বিভিন্ন হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন। আবার এটিও মনে রাখবেন ভিডিও বিষয় ছাড়া আলাদা কোন বিষয় অথবা কিওয়ার্ড দিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্স লেখার কারণে আপনার ভিডিওতে স্টাইক অথবা ভিডিও ডাউন হয়ে যেতে পারে।

ভিডিওতে সঠিক ট্যাগ ব্যবহার করুন

আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন তারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা প্রতিটি ভিডিওর সাথে ট্যাগ দিতে হয়। এখানে প্রচলিত যে ভুলটি আমরা করি সেটি হলো অনেকেই না বুঝে সঠিক ট্যাগ ব্যবহারের পরিবর্তে আপনি আপনি ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করে থাকেন। আপনার উদ্দেশ্য হলো ভিডিওর সাথে ট্যাগ দেওয়ার কারণ সার্চ রেজাল্টে রিচ করা। আপনি ইউটিউব ভিডিও আপলোড করার সময় এলোমেলো ট্যাগটি সাথে অপরটির সম্পর্কহীন ট্যাগ ব্যবহার করা হয়, তখন ইউটিউব আপনার ভিডিওর আসল বিষয়বস্তু নিয়ে কনফিউজড হয়ে যায়।

ইউটিউবে আপলোড করা ভিডিওটি থেকে ভিউ আসা কিংবা আপনার ভিডিও র‍্যাক করার পরিবর্তে সার্চ রেজাল্ট থেকেই হারিয়ে যায়। আমরা যখন ইউটিউব ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তখন সবচেয়ে ভালো কিওয়ার্ড টি মেইন কিওয়ার্ড হিসেবে নিয়েছি। কিন্তু আরো অনেক কিওয়ার্ড ছিল যেগুলো দিয়েও সার্চ করা হয়। কিন্তু আমরা প্রধান কিওয়ার্ড হিসেবে বিবেচনা করি নাই। ধরুন, আমাদের একটি ভিডিওর মেইল কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেছিলাম "কম দামে ভালো পিসি ২০২৪" তাহলে আমাদের ট্যাগগুলো হতে পারে।

  • কম দামে ভালো কম্পিউটার ২০২৪ বাংলাদেশ।
  • কম দামে ভালো গেমিং কম্পিউটার।
  • অল্প টাকার মধ্যে ভালো পিসি ইত্যাদি।

এইরকম আরো কিছু ট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করবেন। আপনার ইউটিউবে ভিডিওর ভিউ বাড়ানোর প্রধান কার্যকরী উপায়। এতে আপনার ভিডিও এর জন্য হালকা পাতলা ভাবে কিছুটা SEO হয়ে যাবে। যা আপনার সেই ভিডিওকে র‍্যাংক করানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷

আপনার ইউটিউব ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করবেন

আমরা ইউটিউব চ্যানেলে শুধু বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষার ভিডিও দেখি বিষয়টা এমন নয়। যদি মুভি বিষয়ক বিভিন্ন টিপস নিতে ইউটিউবে সার্চ করেন তবে দেখবেন বেশিরভাগ ইউটিউব চ্যানেলে দেখা যায় হিন্দিতে। আপনি তো হিন্দিতে লিখে সার্চ করেননি, তারপরেও তাদের ভিডিও আসার কারণ সাবটাইটেল ব্যবহার। যদি আপনার ভিডিওতে সাবটাইটেল না থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভিউয়াররা আপনার ভিডিওটি এড়িয়ে যাবে। আপনার ভিডিও ইউটিউবে আপলোড করার সময় ইউটিউব মেশিন ট্রান্সলেট করা যায়। আপনার ইউটিউব চ্যানেলটি যদি বাংলা হয়, আপনি পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলে ইংরেজিতে ও লিখে দিন।

  • কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন। How to create a YouTube channel.

আপনার ভিডিওতে ইউনিক থাম্বনেইল ব্যবহার করুন

আপনারা যখন কোনোকিছু ইউটিউবে সার্চ করেন তখন আপনাদের চোখে সর্বপ্রথম ইউটিউব ভিডিওর Thumbnail এর দিকে চোখ পড়ে। প্রথম র‍্যাক এই থাকা ইউটিউব চ্যানেলের Thumbnail যদি দ্বিতীয়টির চেয়ে ভালো না হয়, তবে সাধারণত দ্বিতীয়টিতে বেশি ক্লিক পড়ে। আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও যে বিষয় নিয়ে Content তৈরি করেছেন তার সাথে মিল রেখে আপনি ইউটিউব চ্যানেলের জন্য thumbnail তৈরি করবেন। এতে করে আপনার ইউটিউব চ্যানেলের ভিউ বাড়বে। আপনার ইউটিউব চ্যানেলে thumbnail এই কখনই মিথ্যা তথ্য বা বানোয়াট কিওয়ার্ড ব্যবহার করবেন না। এতে করে সাধারণ দর্শকরা আপনার উপর বিরক্তিবোধ করবে।

আপনার ইউটিউব চ্যানেলের জন্য thumbnail তৈরি করা ক্ষেত্রে high quality Image ব্যবহার করা উচিত যেন যেকোনো বড় ডিভাইসেও ছবি ফেটে না যায়। আপনার ইউটিউব চ্যানেলের thumbnail এর ছবির সাইজ দুই এমবির কম নিতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের Thumbnail এর ছবির ফরম্যাট JPG, PNG, BMP or GIF. আপনার ইউটিউব চ্যানেলের ছবির রেজ্যুলেশান ১২৮০×৭২০। Thumbnail লিখা স্পষ্ট করার জন্য উজ্জ্বল কালার ব্যবহার করবেন যেমনঃ- Yellow, Red, orange, or Blue.

Suggested video কী?

আপনি যখন ইউটিউব কোন ভিডিও দেখবেন। তখন আপনি দেখতে পারবেন সেই ভিডিওর নিচে আরও যে ভিডিও গুলো দেখা যায়। মূলত তাকেই বলা হয় Suggested video. যখন আপনি কোনো ভিডিওকে Suggested list এই আনতে পারবেন। তখন সেই ইউটিউব ভিডিওতে অনেক ভিউ বাড়বে। যা আপনি কল্পনাও করতে পারবেন না। ইউটিউব প্লাটফর্মে যারা সফল তারা সবাই এই টেকনিক ব্যবহার করে সফলতা অর্জন করেছে। যদি আপনিও এই টেকনিক ফলো করে আপনার ভিডিওতে ভিউ বাড়াতে চান। তাহলে আপনাকে YouTube tag সম্পর্কে জানতে হবে। কারণ এই ট্যাগ এর মাধ্যমে ইউটিউব আপনার ভিডিওকে Suggest করবে।

কীভাবে ইউটিউব সাজেস্ট থেকে ভিউ আনবেন?

যখন আপনি এই টেকনিক ফলো করে আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর চেষ্টা করবেন। তখন আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এজন্য আপনাকে প্রথম কাজ করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও রিলেটেড এমন ইউটিউব চ্যানেলের নাম খুঁজে নিতে হবে। যে চ্যানেলের ভিডিওগুলোতে লক্ষ লক্ষ ভিউ আছে। মনে করুন আপনি গ্রাফিক্স ডিজাইনার নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করেন। এখন আপনাকে গ্রাফিক্স ডিজাইনার রিলেটেড ভিডিও ইউটিউব থেকে বের করতে হবে। তারপর ওই চ্যানেলের উক্ত ট্যাগগুলোকে আপনার ভিডিওতে বসিয়ে দিতে হবে।

  • অন্যের tag কপি করার পর সরাসরি আপনার ভিডিওতে ব্যবহার করবেন না। যদি আপনি এমনটা করেন তাহলে আপনার ভিডিও misleading metadata এর আওতায় পড়বে।

ইউটিউব ভিডিও সোশ্যাল সাইটে শেয়ার করা

আপনার ইউটিউব ভিডিওটি যদি আরো মানুষের কাছে শেয়ার করতে চান বিভিন্ন সোশ্যাল সাইটে যেমনঃ- ফেসবুক পেইজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে। গ্রুপে ভিডিও শেয়ার করা আপনার ভিডিওগুলো যখন আপনি ফেসবুকের গ্রুপে শেয়ার করবেন তখন মানুষ আপনার ভিডিও গুলো খুব স্বাভাবিক ভাবেই গ্রহণ করবেন। তবে যেকোনো ভিডিওই যেকোনো গ্রুপে শেয়ার করা যাবে না। দেখা যাবে গ্রুপের মেম্বার আপনার উপর বিরক্ত হয়ে রিপোর্টেও করতে পারে। আপনার ভিডিও যদি হয় মুভির তাহলে আপনি মুভি গ্রুপে শেয়ার করবেন। এতে করে আপনার ভিডিও শেয়ার অনেক বাড়বে তার সাথে ভিউ অনেক হবে।

ইউটিউব ভিডিও ব্লগারে শেয়ার করুন

আপনি যে বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ের উপরে আপনি আর্টিকেল লিখতে পারেন। সেই আর্টিকেলের ভিতরে আপনার ইউটিউবের ভিডিও script এর কিছু অংশ লিখে তারপর আপনার ব্লগে ইউটিউব ভিডিওর Embed কপি করে আর্টিকেলে বসিয়ে দিতে পারেন। ব্লগ আর্টিকেলে সংশ্লিস্ট ভিডিও থাকলে Rank করার সম্ভাবনা বেড়ে যায়। এতে করে আপনার ব্লগের ভিউ পাবেন তারপর আপনি ইউটিউবের ভিডিওর ভিউ বাড়বে।

Answer Site (প্রশ্ন উত্তর সাইট) ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য Answer site গুলোর তুলনা হয় না। এই সাইটগুলোতে যিনি প্রশ্ন করবেন তিনি আপনার ভিডিও দেখবে বিষয়টা তেমন না। এই উত্তরটি একটি ব্লগ রাইটিং এর মতো। যারা এই বিষয় নিয়ে প্রশ্ন করবে তারা সবাই আপনার ভিডিওটি দেখবে। এতে করে আপনার ইউটিউব ভিডিওতে প্রচুর ভিউ বাড়বে। এসব প্রশ্নোত্তর সাইটে ব্যাকলিংক যথেষ্ট শক্তিশালী হয়।

শেষ কথা

বন্ধুরা আপনারা যারা ইউটিউবিং করেন অথবা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, তারা সকলেই হয়ত জানেন একটু নতুন চ্যানেলকে অনেক বেশি জনপ্রিয় এবং ভাইরাল করতে কতটা কষ্ট করতে হয়। একটি নতুন চ্যানেল শুরুতেই শুধুমাত্র ভিডিও বানিয়ে আপলোড করে তা পাবলিশ করলে সাথে সাথে হাজার হাজার ভিউয়াস আসে না। ভিডিওতে হাজার হাজার ভিউয়ার্স আনতে হলে শুরুতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আপনি যখন অনেক বেশি পরিশ্রম করে নিজেকে উপযুক্ত করে নিতে পারবেন তখন ভিডিওতে ভিউয়ার্স আসা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। ভিডিও পাবলিশ করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউয়াস পাবেন ইনশাআল্লাহ।

তবে এই জিনিসটা পেতে হলে অবশ্যই আপনাকে ইউটিউবে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। ইউটিউবে কিছু কঠিন নিয়মগুলো আমি আপনাদের সাথে সহজ করে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশাকরি আজকের পোস্টটি আপনারা মনোযোগ সহকারে পড়ার কারণে নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারলেন। এছাড়াও আজকের ইউটিউব চ্যানেলে সহজে ভিউ বৃদ্ধি করার উপায় নিয়ে আপনাদের মনে কোন মন্তব্য থাকলে তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আপনার করা মন্তব্য গঠনমূলক হলে তা অবশ্যই আমি আমার টিউনে যুক্ত করে নেব।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, ইউটিউব চ্যানেলে সহজে ভিউ বৃদ্ধি করার উপায়! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস