জেনে নিন, বর্তমান সময়ে আপনার ইউটিউব শুরু করা ঠিক হবে কি না

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

বর্তমান সময়ে আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনি একটা প্যারার মধ্যে ফেঁসে যেতে পারেন, অনেকেই আছেন ইউটিউবিং শুরু করার সময় এই পেরার মধ্যে ফেসে যায় এবং পরবর্তীতে কখনোই তারা youtube জার্নি তে সফল হতে পারে না। আপনি একবার ভেবে দেখুন আগেকার সময়ে যারা ইউটিউব শুরু করেছে তখনকার আবহাওয়া এবং বর্তমান ইউটিউব এর আবহাওয়া অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে, আগে যারা ইউটিউব শুরু করেছে তারা কিন্তু সহজেই সফলতা পেয়েছে আর এখন মার্কেট একটাই হার্ড হয়েছে যে কম্পিটিশন অনেকটাই বেড়ে গিয়েছে যে কারণে এখন আপনি যদি ইউটিউব শুরু করেন তাহলে কয়েক বছর আপনি অযথা সময় ব্যয় করবেন বরং কোন অবস্থাতেই আপনি সফলতা পাবেন না। আজকের এই টিউনে এমন কিছু টিপস থাকবে যা আপনার সামনের দিকের ইউটিউব জার্নিকে অনেকটাই হেল্প করবে।

Algorithm

Algorithm শব্দ আসলে কি সেটা অনেকেই কিন্তু জানেন। প্রত্যেক যে Social মিডিয়া রয়েছে তাদের কিন্তু Algorithm এর মাধ্যমে সিস্টেম চলছে। ইউটিউব যে প্ল্যাটফর্ম রয়েছে তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে তাদের মার্কেটপ্লেসের মেইন অডিয়েন্সকে জুড়ে রাখা, কারণ তাদের মেইন ইনকাম হচ্ছে এই অডিয়েন্সকে দিয়ে, অডিয়েন্সের কাছে Add দেখায় YouTube এই Add দেখিয়ে YouTube ও কিছু ইনকাম করতে পারে এবং ক্রিয়েটর রা ও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারে।

তাই ইউটিউব চাচ্ছে যে তাদের সব অডিয়েন্স এবং ক্রিয়েটার যেন সব সময় তাদের মার্কেটপ্লেসে Active থাকে কোন ভাবেই ইউটিউব ছেড়ে না চলে যায়, এখানে আবার মেইন বিষয় হলো যে আমরা যারা শুরুর দিকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি তখন আদের প্রত্যেকটা জিনিস কিন্তু শিখতে হয় তাই তো, এবার কি হয় আমরা শুরুর দিকে SEO শিখি ভালো করে টাইটেল দেওয়া, Description দেওয়া, ট্যাগ দেওয়া এবার আমরা যখন SEO করে একটা ভিডিও আপলোড করি সাথে থাম্বনেইল দেই এবং সেই ভিডিও গুলো যখন অডিয়েন্সের কাছে গিয়ে পোঁছায়, তাদের কাছে যদি ভিডিও ভালো সেক্ষেত্রে ভিডিও তারা শেয়ার করে, টিউমেন্ট করে, এবং সেই ভিডিও তে তারা বেশি পরিমাণ Watch Time দেয় তারপর Youtube যে Algorithm আছে সে অন্যের কাছে পৌঁছে দেয়।

এবার আপনার কন্টেন্ট যখন Friendly হবে তখন কিন্তু আপনার কন্টেন্ট অন্যের কাছে পৌঁছাবে, কিন্তু আপনার কন্টেন্ট যদি পাওয়ারফুল না হয় বা ভালো পরিমাণের না হয় তাহলে কিন্তু Youtube Algorithm আপনার কন্টেন্ট কে সাপোর্ট করবে না, তার জন্য আপনাকে কি করতে হবে তার দিকে ফোকাস রাখতে হবে, কারণ Algorithm এখন অনেক হার্ড হয়ে গিয়েছে।

২০১২, ২০১১৪, ২০১০ এরকম সময়ে মানুষ যখন কন্টেন্ট ক্রিয়েট করেছে তখন কিন্তু মানুষ এটাই দেখেছে, এখন কিন্তু সেটা কখনই হবে না এখন কম্পিটিশন বেড়ে গেছে। আপনি যে রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে দেখতে হবে আপনার কম্পিটিশন কি রকম আছে। আপনাকে কিন্তু আপনার কম্পিটিশনার দের সাথে মিট করে চলতে হবে। আপনাকে কিন্তু সব কিছুর মধ্যে একটা কোয়ালিটি মেইনটেইন করে চলতে হবে।

কোয়ালিটি এবং কোয়ান্টেটি কী?

শুরুর দিকে আমাদের কোয়ান্টিটির প্রয়োজন হয়, কিন্তু অনেকেই কোয়ান্টিটির দিকে ফলো করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে ফেলে। আপনি যদি দৈনিক ১টা করে ভিডিও Post করেন, এভাবে আপনি যদি পরস্পর ১০ দিন ভিডিও Post করেন তাহলে আমি আপনাদের বলব প্রথম দিনে যে ভিডিও Post করেছেন ১০ নম্বর দিনে যেন ভিডিও এর কোয়ালিটি ও এডিটিং চেঞ্জ হয়। এখন যেমন হাই প্রেস এডিট খুব চলছে।

আপনাকে মনে রাখতে হবে আপনি যে ভিডিও Post করবেন সেই ভিডিও যেন অডিয়েন্সের কোন ভাবেই বিরক্ত না লাগে। অডিয়েন্সদের যেভাবেই হোক আপনার ভিডিও তে আকর্ষণ করাতেই হবে হোক সেটা এডিটিং এর দ্বারা হোক সেটা আপনার ভয়েছ এর দ্বারা, হোক সেটা ফান করার মাধ্যমে।

আপনাকে Engage করতে হবে

আপনাকে মাঝে মাঝে আপনার ইউটিউবে লাইভ করতে হবে, আপনাকে কিউ এনে সেশন করতে হবে, আপনাকে টিউমেন্টের রিপ্লাই দিতে হবে অথবা আপনার ইন্সটাগ্রাম প্রোফাইলে বা ফেসবুক প্রোফাইলে মেসেজ করে যদি কেউ কিচ্ছু জানতে চায় তাহলে কিন্তু আপনাকে সঠিক টাইমে উত্তর দিতে হবে, আপনি যদি এগুলো মেইনটেইন করেন তাহলে অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড থাকবে। শুরুর দিকে কিন্তু সব কিছু মেইনটেইন করা যায়, সঠিক টাইমে সবার টিউমেন্টের রিপ্লাই করা যায়, পরে যখন চ্যানেল বড় হয়ে যায় তখন কিন্তু সব কিছু মেইনটেইন করতে অনেকটা অসুবিধা হয়ে পড়ে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি কিউ এনে সেশন করুন, আপনি রাতের বেলা শুয়ে যাবার আগে কিছু টিউমেন্টের রিপ্লাই করুন এতে করেই অডিয়েন্স আপনার সাথে ভালো পরিমাণে কানেক্ট থাকবে।

বর্তমান সময়ে অনেকেই কোন কাজ, চাকরি না পেয়ে অনলাইনে কিছু করার চেষ্টা করছেন, তাদের মধ্যে অনেকেই ইউটিউবিং করবেন বলে ভাবছেন, যারা ইউটিউবিং করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই টিউন। আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে, কোন দিক গুলো আপনাকে মেইনটেইন করে চলতে হবে এরকম কিছু টিপস নিয়ে আলোচনা করলাম আজকের এই টিউনে। আশাকরি আজকের এই টিউন সবার উপকারে আসবে।

আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও নতুন আরেকটি টিউনে নতুন আরেকটি টপিক নিয়ে, ভালো থাকুন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস