অডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করার সহজ উপায়

আমি ধরে নিচ্ছি আপনি জানেন একটা  হাই কোয়ালিটি ভিডিওতে অডিওর গুরুত্ব কতটা। তারমানে ফ্রেশ অডিও শুধুমাত্র আপনাকে ভিডিও তৈরিতে সাহায্য করে না বরং দর্শকের মনে আপনার প্রতি একটা গুড ইম্প্রেশন তৈরি করে। ভালো অডিও থেকে আপনার প্রতি তাদের আত্মবিশ্বাস তৈরি হয় যা আপনার চ্যানেলের জন্য খুবই জরুরী এবং এটা ইউটিউব ক্যারিয়ারের উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ।

যেহেতু ক্রিস্টাল ক্লিয়ার অডিও প্রয়োজন তাই অডিও থেকে যত রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে যেমন ফ্যানের শব্দ, বাতাস ইত্যাদি নয়েজ গুলোকে রিমুভ করতে পারলে আপনার অডিও কোয়ালিটি সুন্দর হবে। পিসি এবং স্মার্টফোন  দুটোতেই  অডিও নয়েজ দূর করার জন্য অনলাইন এবং অফলাইন সফটওয়্যার রয়েছে। আজ আমি আপনাদেরকে স্মার্ট ফোন ব্যবহার করে অ্যাপ এর মাধ্যমে অডিও নয়েজ দূর করা দেখাব।

প্রথমে  প্লে স্টোরে গিয়ে Wave Editor লিখে সার্চ করুন।

এই অ্যাপটি ইন্সটল করে নিন।

অ্যাপটি ওপেন করার পর ব্রাউজ বাটনে ক্লিক করুন এবং একটি অডিও ফাইল সিলেক্ট করুন। এবার বর্গাকার বাটনে ক্লিক করুন এবং ইফেক্টস অপশনে যান।  ইফেক্টস এর ভিতর নয়েজ রিমুভ করার জন্য একটি ডিফল্ট সেটিং আগে থেকেই দেওয়া থাকবে। এটিই  আপনার জন্য সেরা। এবার ফাইল অপশনে যান এবং এক্সপোর্ট ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ শেষ। পেয়ে গেলেন একটি নয়েজ মুক্ত ফ্রেশ অডিও।

Level 0

আমি শেখ মোঃ সাইফুল্লাহ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুলনা থেকে শেখ মোঃ সাইফুল্লাহ বলছি । বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি নতুন। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস