সেরা ইউটিউব চ্যানেল ও ভিডিও খুঁজে পাবার ৪ টি দুর্দান্ত মেথড

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন টেকটিউনস কমিউনিটি, আশা করছি ভাল আছেন সুস্থ আছেন৷ বরাবরের মতই আপনাদের সামনে হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব সহজ ভাবে ইউটিউব ব্যবহারের সেরা কিছু টিপস নিয়ে।

কোন কিছু জানা ও শেখার কাজে ইউটিউব চমৎকার এতে কোন সন্দেহ নেই। তবে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়াটাই হচ্ছে ঝামেলা। স্বাভাবিক ভাবেই নাম না জানলে আপনার জন্য সঠিক চ্যানেল খোঁজে পাওয়া কষ্টকর হবে। যদিও ইউটিউবে রেকোমেন্ডেশন নামে একটা ফিচার আছে যেখানে আগ্রহ অনুযায়ী ভিডিও দেখায় তবে সেটা সব সময় কাজে আসে না। বেশির ভাগ সময় ইউটিউবে একই  টপিকের উপর ভিডিও আসে। যেমন আপনি একই সাথে গিটার, ওয়েবসাইট ডিজাইন, SEO নিয়ে ভিডিও দেখেন, সেক্ষেত্রে এই তিন ক্যাটাগরিতে আপনি পর্যাপ্ত ভিডিও সাজেশন পাবেন না এটাই স্বাভাবিক। যদি আপনাকে গিটার, ওয়েবসাইট ডিজাইন, SEO এই টপিকের উপর সেরা ভিডিও এবং চ্যানেল গুলোর সাজেশন দেয়া হয়, তাহলে কেমন হবে? অবশ্যই ভাল! আর এটা নিয়ে আজকে কথা হবে, আমরা এখন দেখব কিভাবে আপনি আপনার জন্য সেরা ইউটিউব চ্যানেল ও ভিডিও গুলো খুঁজে পাবেন।

১. YouTube Trends

ইউটিউবের এই ডেডিকেটেড পেজটিতে সারাদিনের ট্রেন্ডিং টপিকের ভিডিও শো করে। এটি ১৫ মিনিট পর পর আপডেট হয়। সম সাময়িক বিষয় গুলোর উপর আপনি এখানে ভিডিও পেতে পারেন কিন্তু এটা আপনার রুচি অনুযায়ী ভিডিও সাজেস্ট করবে না।

ইউটিউব বলে, এই পেজটি লোকেশন অনুযায়ী অসংখ্য ক্যাটাগরিতে আলোচিত এবং জনপ্রিয় বিষয় গুলোর উপর করা ভিডিও শো করবে। এটা কোন পারসোনালাইজড সাজেশন নয়, আশেপাশে কি ঘটছে সেটাই জানতে সাহায্য করবে এটি। বামপাশে আপনি Music, Gaming, Sports, News, এর মত কিছু ক্যাটাগরিও পেয়ে যাবেন যার মাধ্যমে নির্দিষ্ট ভিডিও প্লে করতে পারবেন।

এটা গেলো ইউটিউবের ডিফল্ট ফিচার এবার আপনি যদি স্পেসিফিক কোন টপিকের উপর ভিডিও চান তাহলে নিচের মেথড গুলো ফলো করুন,

২. Channels Stack

আপনি কি ইউটিউবে এডুকেশনাল ভিডিও খুঁজছেন? তাহলে Channels Stack আপনার কাজে আসতে পারে। এর মাধ্যমে আপনি নিজের চাহিদা মত ভিডিও এবং চ্যানেল খুঁজে বের করতে পারেন। পেতে পারেন উপযুক্ত চ্যানেলের সাজেশন।

দারুণ এই Channels Stack সাইটে আপনি কোডিং, গিটার, ওয়েবসাইট ডিজাইন, ক্রাফট সহ আরও অনেক শিক্ষণীয় বিষয়ের উপর চ্যানেলের সাজেশন পাবেন।

এই প্রজেক্টটি তৈরি করেছে Alexander Olssen, এখন পর্যন্ত এখানে আপনি Creative, Technology, Business, এবং Lifestyle নামের ক্যাটাগরি থেকে আপনার জন্য সেরা ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে পারবেন।

Channels Stack

অফিসিয়াল ওয়েবসাইট @ Channels Stack

৩. Walnut TV

ইউটিউব রিকোমেন্ডেশন এবং সোশ্যাল মিডিয়া রেকোমেন্ডেশন এর কম্বিনেশন কতটা চমৎকার হতে পারে এটা প্রমাণ করেছে Walnut TV। Walnut TV একই সাথে ইউটিউব এবং Reddit এর সাজেশনের সমন্বয়ে দারুণ সব ভিডিও উপহার দিতে পারে। Walnut TV এর দারুণ ইন্টারফেসে আপনি বামপাশে পাবেন প্লেলিস্ট স্ক্রুলিং এর ব্যবস্থা এবং মাঝখানে ভিডিও প্লেয়ার।

Walnut আপনাকে গত ২৪ ঘণ্টার সেরা ভিডিও গুলো দেখাবে যেগুলো Reddit এর এলগোরিদম এর মাধ্যমে নির্বাচিত হয়েছে। আপনি চাইলেই Science, Documentaries, Music, Food, Crafts, ক্যাটাগরিতে ভিডিও দেখতে পারেন।

Walnut TV

অফিসিয়াল ওয়েবসাইট @ Walnut TV

৪. PocketTube

PocketTube একটি সাবস্ক্রাইভ ম্যানেজার এবং আপনার ইউটিউব ভিডিও অর্গানাইজিং টুল। এর মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও গুলো সাজানো গুছানো আকারে পাবেন। এটি একই সাথে Chrome, Firefox, Android এবং iOS অপারেটিং সিস্টেমে কাজ করে।

PocketTube ব্রাউজারে ইন্সটল দিয়ে ইউটিউবে ঢুকলে আপনি অতিরিক্ত কিছু ফিচার পাবেন যেগুলো আপনার ইউটিউব অভিজ্ঞতা আরও উন্নত করবে। যেমন উপরে ডানপাশের ট্যাগ আইকনে ক্লিক করে আপনি নির্দিষ্ট ট্যাগে ভিডিও গুলো দেখতে পারবেন। এটি আপনার প্লে-লিস্টকে নতুন ভাবে সাজাতে সাহায্য করবে।

এই টুলের আরেকটি চমৎকার সুবিধা হল, এখানে আপনার সাবস্ক্রাইভ করা চ্যানেল গুলো আলাদা আলাদা ফোল্ডারে সাঁঝাতে পারবেন। ফোল্ডার গুলো বামপাশে Subscription Groups এ থাকবে। আপনি চাইলে ফোল্ডার গুলোর ল্যাআউট এবং আইকনও চেঞ্জ করতে পারবেন।

PocketTube

অ্যাপ ডাউনলোড লিংক @ iOS Android

এক্সটেনশন লিংক @ Chrome Firefox

শেষ কথা

ইউটিউবের রেকোমেন্ডেড ভিডিও গুলো অনেকের কাছেই ভাল লাগে না। বিরক্তিকর আরেকটা বিষয় হচ্ছে হটাৎ প্রয়োজনে কোন টপিকের উপর ভিডিও দেখলে পরবর্তীতে এই ধরনের সাজেশনই আসতে থাকে। যারা ইউটিউবের এলগোরিদম নিয়ে সন্তুষ্ট নন তাদের কাছে উপরের ওয়েবঅ্যাপ বা টুল গুলো দারুণ লাগতে পারে।

তো কেমন হল আজকের টিউন জানাতে ভুলবেন না। কোন টুলটি আপনার কাছে বেশি ভাল লেগেছে সেটা টিউমেন্টের মাধ্যমে জানান। তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, নতুন কিছু জানলাম।

ধন্যবাদ ✅✌️✌️