খুব সহজে ইউটিউবের ইন্ট্রো বানান কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

বর্তমানে এমন একটা সময় এসেছে যে সবাই চায় একজন ইউটিউবার হতে। ইউটিউবার হতে চাইলে কোনো সমস্যা নাই। তবে সমস্যা হয় যখন একটা ভিডিও তৈরী এবং সেই ভিডিওতে একটা ভালো মানের ইন্ট্রো ব্যবহার করতে চায় তখন। একটা ভালো মানের ইন্ট্রো তৈরী করার জন্য ভিডিও এডিটিং সম্পর্কে ভালো মানের ধারণা রাখতে হয়। যেটা সবার জানা থাকে না। যার কারণে অনেকের ভিডিওতে একটি ভালো মানের ইন্ট্রো দিতে পারে না। যাদের এই ধরনের সমস্যা হয় তাদের কথা মাথা রেখেই আজকের এই টিউনটি করা। আজকের টিউন এ আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনি আপনার ভিডিওয়ের জন্য ইন্ট্রো তৈরী করতে পারেন। শুধু সফটওয়্যার ছাড়াই না আপনার ইন্ট্রো তৈরী করতে কোনো প্রকার টাকার প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি একদম ফ্রীতে ইন্ট্রো তৈরী করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ইন্ট্রো তৈরী করার জন্য আমাদের একটি ওয়েবসাইট এর প্রয়োজন হবে। যার নাম হচ্ছে panzoid। ওয়েবসাইটটিতে ভিসিট করার জন্য এখানে ক্লিক করুন

এখানে কয়েকটা অপসন রয়েছে যেমন Trending Latest Top। এই অপসন গুলোতে আলাদা আলাদা ইন্ট্রো রয়েছে। কোথাও বর্তমানে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা রয়েছে। আবার কোথাও সব সময়ের জনপ্রিয় গুলো রয়েছে। যেকোনো একটা অপশনে গিয়ে আপনার পছন্দ মতো একটা ইন্ট্রো সিলেক্ট করে তার উপর ক্লিক করুন। এখানে ওয়েবসাইট এ শুধু আপনি ইন্ট্রো না outro ও পাবেন। যেটা ভিডিওয়ের শেষে দেখতে পাই। এই ওয়েবসাইট এর একটি ভালো দিক হলো আপনি এখানে সব কিছু তৈরী করা পেয়ে যাবেন। আপনাকে শুধু সেটা কিছুটা পরিবর্তন করতে হবে। তাহলেই হয়ে যাবে আপনার কাঙ্খিত ইন্ট্রোটা। ইন্ট্রো সিলেক্ট করে ক্লিক করার পরে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

এখানে আসার পরে ইন্ট্রোর নিচে থাকা Open in Clipmaker বাটনে ক্লিক করুন।

আপনারা যদি কখনো কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটার ইন্টারফেস দেখতে এডিটিং সফটওয়্যার গুলোর মতো। এখানেই আপনাকে আপনার ইন্ট্রোটাকে আপনার মতো কাস্টোমাইজে করে নিতে হবে। আমাদের মূলত ইন্ট্রোটাতে নামটা পরিবর্তন করতে হবে। বাকি সব কিছু একই থাকবে। তাদের দেওয়া নামটা পরিবর্তন করে আপনারটা দেওয়ার জন্য সাইডবারে থাকে অপসন গুলো থেকে চার নাম্বার অপশনটাতে ক্লিক করুন।

এখানে দেখতে পাবেন আপনার টেক্সটটা পরিবর্তন করার জন্য অপসন রয়েছে। আপনি প্রথমে টেক্সটটার উপরে ক্লিক করুন। তারপর দেখবেন নিচে একটা অংশ আসবে যেখানে প্রথম বক্সে আপনার টেক্সটটা রয়েছে। আপনি সেখান থেকে তাদের দেওয়া টেক্সটটা রিমুভ করে আপনার লিখে এন্টার দিন। এখন আপনার ইন্ট্রো তৈরী করা শেষ। দেখলেন কতটা সহজ ইন্ট্রো তৈরী করা। এখানে অনেক সেটিংস রয়েছে আপনি চাইলে সেগুলো পরিবর্তন করে দেখতে পারেন। তবে আমাদের প্রয়োজন নাই তাই আমরা অন্য কিছুতে হাত দিচ্ছি না। এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে ইন্ট্রো এর সাথে যে গান গুলো থাকে সেগুলো অনেক সময় কপিরাইট ফ্রি থাকে না। তাই আপনি ইন্ট্রোটা সেভ করার পরে গান গুলো পরিবর্তন করে ফেলবেন। যাইহোক আবার আসুন দেখি কিভাবে ইন্ট্রোটা আপনার কম্পিউটারে সেভ করা যায়।

সাইডবার এ থাকা ডাউনলোড আইকন এ ক্লিক করুন। আপনার সামনে ডাউনলোড করার একটি উইন্ডো ওপেন হবে। এখানে সেটিং গুলো যেভাবে আছে সেভাবে রেখে Start video render বাটনে ক্লিক করুন।

তারপর আপনার ইন্ট্রোটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। এখানে কিছু সময় নিবে। তাই অপেক্ষা করবেন। রেন্ডার সম্পন্ন হলে ইন্ট্রোটা আপনার কম্পিউটার এ সেভ হয়ে যাবে।

তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস