YouTube এর টাকা যেভাবে ব্যাংক থেকে তুলবেন

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন

আপনারা অনেকেই Youtube থেকে টাকা ইনকাম করেন। এই টাকা টা আসে google adsense account এ, সেখান থেকে আমাদেরকে ব্যাংক একাউন্ট এ wire transfer করতে হয়। তাহলে টাকা তোলা যায়। আজকে আমি আপনাদেরকে এই প্রসেস টা সম্পর্কেই দেখাবো কিভাবে গুগল এডসেন্স এর টাকা নিজের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে টাকা তুলে আনবেন। ব্যাপার টা বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে গুগল এডসেন্স কি।

Google Adsense কি?

গুগল এডসেন্স গুগলের এমন একটি সার্ভিস যার দ্বারা advertiser রা টাকা দিয়ে যেকোনো বিজ্ঞাপণ ইন্টারনেটে দেখাতে পারেন এবং publisher রা নিজের blog, YouTube video তে গুগলের বিজ্ঞাপণ দেখিয়ে অনলাইন টাকা আয় করতে পারেন।

এইটা সোজাসোজি একটি advertising network যার দ্বারা ব্লগ এবং ওয়েবসাইট মালিকেরা বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয় করতে পারেন।

Advertiser তারা যারা গুগল কে টাকা দিয়ে নিজের বিজ্ঞাপণ ইন্টারনেটে দেখাতে চান।

Publishers তারা যারা গুগলের বিজ্ঞাপণ নিজের ব্লগ বা ভিডিওর মাধ্যমে লোকেদের দেখান।

তাই, এডসেন্স এমন একটি মাধ্যম যার দ্বারা আপনি অনলাইন টাকা আয় করতে পারবেন। কিন্তু, তার জন্য আগে আপনার একটি ব্লগ, ওয়েবসাইট, app বা YouTube চ্যানেল থাকতে হবে।

এই মাধ্যম গুলি ব্যবহার করে আপনি এডসেন্সের জন্য apply করতে পারবেন এবং এডসেন্সের বিজ্ঞাপণ দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

গুগল এডসেন্স কিভাবে টাকা দেয়?

যখন আমরা নিজের ব্লগ, ওয়েবসাইট, app বা ইউটুব ভিডিওতে এডসেন্সের বিজ্ঞাপণ লাগাই বা দেখাই তখন তাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপণ দেখানো হয়। আর, যখন আমাদের ব্লগ বা ভিডিওতে দর্শক (visitors) আসেন এবং তারা যখন সেই বিজ্ঞাপণ গুলি দেখে এবং তাতে ক্লিক করে তখন গুগল এডসেন্স সেই view বা click এর জন্য আপনাকে কিছু টাকা দেয়।

আর, এরকম করে বিজ্ঞাপণে view এবং ক্লিক হোতে হোতে যখন আপনার adsense একাউন্টে মোট ১০০$ (ডলার) হয়ে যায় তখন গুগল আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়।

এবার আমরা ভিডীও তে দেখবো কিভাবে এই এডসেন্স এর টাকা ব্যাংক একাউন্ট এ এড করবেন

 

সব শেষে টিউন টি আর ভিডিও টি ভালো লাগলে অবশ্যই এধরনের এনিমেশনে টেকনলোজিকাল কন্টেন্ট পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইলো।

-

By Focus Tech

Level 1

আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস