ইয়াহুর বাজে থীম নিতান্তই বিরক্তিকরই নয়, ব্যবহারের প্রায় অনুপযোগী

সম্প্রতি ইয়াহু তাদের লোগো পরিবর্তন করেছে ।  ইতিপূর্বে তারা কয়েক দফা থীম ও পরিবর্তন করেছে।  কিন্তু এ থীম এর সবচেয়ে বাজে বৈশিষ্ট্য হচ্ছে কম্পোজসহ অন্যান্য সকল অপশনগুলোতে একসেস করা নিতান্তই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়িয়েছে ।  শুধু তাই নয়, বর্তমান থীম থেকে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোন ব্যবস্থাই রাখা হয়নি ।  তাই বাধ্য হয়েই অতিরিক্ত ডিজাইন সম্বলিত ইয়াহুর এ নতুন ইন্টারফেস এ কাজ করতে হচ্ছে সকল ইয়াহু একাউন্ট ব্যবহারকারীকে।

কোন মেইল করার জন্য কম্পোজ এ ক্লিক করা, ইনবক্স এ মেইল চেক করা, প্রয়োজনীয় অপশনগুলো খুজে বের করা নিয়ে তৈরী হয় জটিলতা ।  অনেক ক্ষেত্রে কম্পোজ অপশনে ক্লিক করে কিছুক্ষণ বসে থাকতে হয়, যা নিতান্তই বিরক্তিকর ।  ইতোমধ্যে আমি আমার অফিসের মেইল নিয়েও সমস্যায় পড়েছি, খুব তাড়াতাড়ি একটি মেইল পাঠাতে গিয়ে বসে থাকতে থাকতে পরে বাধ্য হয়েই জিমেইল থেকে পাঠালাম ।

-

 

যারা ইয়াহু ব্যবহার করেন ইয়াহুর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অভিযোগগুলো করুন ।  প্রতিনিয়ত অভিযোগ প্রেরণের মাধ্যমে ইয়াহু তাদের বর্তমান থীম এর ইন্টারফেস হয়তোবা পরিবর্তন করতে সম্মত হবে।  সবাইকে ধন্যবাদ ।

 

সবার জন্য শুভ কামনা ।

আমার ব্লগ

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ওবায়েদ ভাই আমার একটা ইয়াহু অ্যাকাউন্ট deactivate হয়ে গেছে, কিছু করা যাবে কি? কোনও উপায় আছে কি? দয়া করে বললে উপকার হয়।