পার্ট১ গেমিং টপআপ ফ্রি ফায়ার, পাবজি রেডিমেড ডিজাইন ওয়েব সাইট বানিয়ে নিন

টিউন বিভাগ ওয়ার্ডপ্রেস
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন?

আজকে দেখাবো পাবজি, ফ্রি-ফায়ার গেমিং টপআপ ওয়েবসাইট কিভাবে বানাতে হয়।
এই টিউটোরিয়ালে পাবেন সম্পূর্ণ ফ্রি-তে রেডিমেড ডিজাইন গেমিং টপআপ ওয়েবসাইট এর ওয়ার্ডপ্রেস থিম তাও আবার এসইও রেডি। এই ডিজাইন থিম আপলোড দিলে আপনাদের কোন কষ্ট করা লাগবে না শুধুমাত্র নিজেদের প্রয়োজনে প্রাইস, পিকচার, লোগো, মোবাইল নম্বর, কন্টাক্ট ইনফর্মেশন আপডেট করে নিতে পারবেন।

যারা হোস্টিং ডোমেইন নিয়ে চিন্তিত তারা প্রথমে শুরু করতে পারেন খুব কম দামের হোস্টিং নিয়ে।
অনেক হোস্টিং প্রোভাইডার আছে যারা 300 টাকা থেকে 500 টাকায় 1 জিবি হোস্টিং কিংবা ৫ জিবি হোস্টিংও দিয়ে থাকে আর.xyz Domain 60 টাকা থেকে ১০০ টাকা।

ডেমো দেখে নিন:  ডেমো গেমিং টপআপ

Radymade Theme: Download

২ টা ফাইল ডাউনলোড দেন

Required 1GB Hosting

Minimum Space 700MB

তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল।
টিউটোরিয়ালে থাকছে ৭ টি ধাপ।
১. ওয়ার্ডপ্রেস ইন্সটল।
২. রেডিমেড থিম আপলোড।
৩. ওয়ার্ডপ্রেস ডাটাবেজ এডমিন নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ।
৪. থিম কাস্টমাইজ (হেডার-ফুটার, ইমেইল চেঞ্জ এবং)।
৫. উকমার্স সেটিং।
৬. প্রডাক্ট অ্যাড করা (প্রাইস চেঞ্জ - নতুন প্রডাক্ট অ্যাড)
৭. অন্যান্য চেন্জ।
১ নম্বর ধাপঃ ওয়ার্ডপ্রেস ইন্সটল (ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে জানলে ২ নম্বর ধাপ দেখুন)
যারা এই টিউটোরিয়ালটি দেখছেন তারা অবশ্যই ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে পারেন। আর যারা পারেন না তাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ইন্সটল দিবেন।

প্রথমে সিপ্যানেল ট লগইন করুন
একটু নিচে গেলে দেখতে পারবেন Softaculous app installer তার নিচে ওয়ার্ডপ্রেস লেখায় ক্লিক করুন।

 

এখন Install Now বাটনে ক্লিক করুন

 

আপনার ডোমেইন সিলেক্ট করুন এবং in dictionary বক্সে wp লেখা কেটে দিন।

 

NOTE: Site Settings এ Site Name এবং site Description, Admin Account এ Username, Password, Email যা আছে তাই থাক কারণ একটু পর রেডিমেড থিম আপলোড দিলে চেঞ্জ হয়ে যাবে।

একবারে সবার নিচে দেখুন ইনস্টল লেখা আছে ইনস্টল বাটনে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস ইন্সটল দেওয়া শেষ এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করুন।

 

 

login url : আপনার ডোমেইন.com/wp-admin
যেমন : wlcmobile.com/wp-admin

 

২ নম্বর ধাপঃ রেডিমেড থিম আপলোড।

রেডিমেড ডিজাইন থিম আপলোড দিতে গেলে সর্বপ্রথম আপনাদের wpvivid প্লাগিন ইনস্টল দিতে হবে।
ইন্সটল দেওয়ার জন্য প্রথমে মেনু থেকে Plugins > Add New ক্লিক করুন।

 

তারপর সার্চ বক্স থেকে সার্চ করুন wpvivid তারপর ইন্সটল করে একটিভ করুন।

 

অ্যাক্টিভ করার পর ডাইরেক প্লাগিনে নিয়ে যাবে একটু নিচে গিয়ে দেখতে পারবেন ব্যাকআপ আপলোড নামে দুইটা অপশন আছে  আপলোড এ ক্লিক করুন

 

 

Select File থেকে আমি যে ফাইল দুইটা দিছি তার মধ্যে যেকোনো একটা সিলেক্ট করুন তারপর আপলোড এ ক্লিক করুন আপলোড 100% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 

 

একটা ফাইল আপলোড হয়ে গেলে আবার সেম ভাবে আপলোডে ক্লিক করে > Select File ক্লিক করে দ্বিতীয় ফাইলটি আপলোড করুন।
দেখুন দ্বিতীয় নম্বর ফাইলটি আপলোড হয়ে গেছে এখন OK বাটনে ক্লিক করুন।

 

 

ওকে বাটনে ক্লিক দেওয়ার পর নিচের মত একটা Backup ফাইল শো করবে এবং Restore লেখায় ক্লিক করুন।

আবার Restore বাটনে ক্লিক করুন

 

একটি পপ-আপ সো হবে OK বাটনে ক্লিক করুন

 

Restore হওয়া শুরু করছে এখন কিছুক্ষণ অপেক্ষা করুন

 

 

দেখুন রিস্টোর হয়ে গেছে এখন OK বাটনে প্রেস করুন

এবার দেখুন এডমিন লগইন এ নিয়ে গেছে ভয় পাবেন না এখন আমরা এডমিন ইউজারনেম পাসওয়ার্ড চেঞ্জ করব।

 

তো আমাদের রেডিমেড থিম আপলোড দেওয়া শেষ।

৩ নম্বর ধাপঃ ওয়ার্ডপ্রেস ডাটাবেজ এডমিন নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ।

প্রথমে আপনার সি-প্যানেলে লগইন করুন
লগইন করার পর Databases থেকে phpMyAdmin এ ক্লিক করুন

এখন বামপাশের উপরের কোনায় Arrow তে ক্লিক করুন যদি না বোঝেন নিচের পিকচার গুলো দেখুন

 

ডাটাবেজের নাম এক নাও হতেও পারে আপনাদের যেটা আছে ওইটার উপরে ক্লিক করুন

একটু নিচে গিয়ে দেখেন wprd_users নাম আছে ওইটার উপরে ক্লিক করে ডান পাশের Arrow তে ক্লিক করুন নিচের পিকচারটি দেখে কাজ করুন।

 

যেখানে Admin লেখা আছে সেইটা এডিট করুন

নিচের 2 টি পিকচার ভালো করে দেখুন

 

 

ডানপাশের নিচে দেখুন GO লেখা আছে GO বাটনে ক্লিক করুন।

 

 

Admin Pass Change হয়ে গেছে।

এখন নতুন ট্যাব থুলুন

login url : আপনার ডোমেইন.com/wp-admin
যেমন : wlcmobile.com/wp-admin
এখন লগইন করুন।

লগইন হওয়ার পর আপনার সাইটটি ভিজিট করে দেখুন।
হ্যাঁ আপনি একটি রেডিমেট ওয়েবসাইট বানাতে পেরেছেন।

আজকে আমি তিনটি ধাপ টিউন করেছি।
বাকি আরও চারটি ধাপ পরবর্তী পার্টগুলো তে পাবেন।

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
যদি কেউ না বুঝেন তাহলে টিউমেন্ট করুন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।

তো আজকের টিউন এ পর্যন্তই - আল্লাহ-হাফেজ

Level 0

আমি নাইম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস