WordPress Vs Blogger কোনটা ভালো

ওয়ার্ডপ্রেস VS ব্লগার কোনটি ভালো? প্রশ্নটি নিয়ে অনেকেই কন্ফিউশনে আছে, বর্তমানে অনলাইনে ওয়ার্ডপ্রেস এবং ব্লগারে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার। এবং ওয়ার্ডপ্রেস এবং ব্লগার দুইটিই সম্পূর্ণ ভিন্ন ধরনের ওয়েবসাইট। কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই।

একেকটাতে একেকরকম ফিউচার আছে, ওয়ার্ডপ্রেসে এটা আছে তো ব্লগারে নেই, ব্লগারে এটা আছে তো ওয়ার্ডপ্রেসে নেই।
তবে দুইটির মধ্যে ভালো কোনটি সেই প্রশ্নটির উত্তর আজকেই পেয়ে যাবেন।

ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস বর্তমানের খুব জনপ্রিয় একটি ওয়েবসাইট বিল্ডার। May 27, 2003 থেকে ওয়ার্ডপ্রেসটি অনলাইনে যাত্রা শুরু করে, আর এই অল্প কিছু সময়ের মধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠে ওয়ার্ডপ্রেস।

পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার ওয়ার্ডপ্রেস,

ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে ওয়ার্ডপ্রেস প্রাথমিক ভাবে প্রকাশ করেন,
পরবর্তীতে ধীরে ধীরে নানান ধরনের ভার্সন আপডেট এসেছে ওয়ার্ডপ্রেসের।

ওয়ার্ডপ্রেস একটি ফ্রী ব্লগিং সফটওয়্যার, তবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরী করতে হলে অবশ্যই হোস্টিং এবং ডোমোইন এর প্রয়োজন পড়বে।

হোস্টিং এবং ডোমেইন আপনি নানান স্থান থেকে ক্রয় করে অথবা নানান সার্ভার থেকে বিনামূল্যেও পেতে পারেন।

ওয়ার্ডপ্রেসের সুবিধা সমূহঃ

আসলে ওয়ার্ডপ্রেসের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তারপরেও ওয়ার্ডপ্রেসের প্রধান কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করছিঃ

• ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স সিএমএস বিধায় এর জন্য কোন অর্থ প্রদান করতে হয় না।
• ওয়ার্ডপ্রেসের রয়েছে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, যা অদক্ষ ব্যবহারকারীও খুব সহজেই এটা ব্যবহার করতে পারে।
• ওয়ার্ডপ্রেসের রয়েছে অগণিত থিম এবং প্লাগিন এর ফ্রি ডাইরেক্টরি, যা আপনার কাজকে করে তুলবে গতিময় এবং আরও সহজ।
• ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগসাইট, বিজনেস সাইট, ই-কমার্স সাইট, বিভিন্ন ওয়েব এপ্লিকেশন সাইট ইত্যাদি সহ যেকোনো ধরনের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায়।
• ওয়ার্ডপ্রেসের রয়েছে অসাধারন একটি টেক্সট এডিটর যেখানে আপনি একসাথে ভিজুয়াল এবং HTML ভিউতেই লিখতে পারবেন।
• ওয়ার্ডপ্রেসে রয়েছে বিল্ট-ইন মিডিয়া আপলোডার, যার মাধ্যমে খুব সহজেই লেখার মাঝে ছবি, অডিও, ভিডিও ইত্যাদি যুক্ত করতে পারবেন।
• ওয়ার্ডপ্রেসে রয়েছে ইউজার ফ্রেন্ডলি নেভিগেশন সিস্টেম। যা, আপনার ওয়েবসাটকে করে তুলবে সুন্দর এবং সহজ।
• ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটটিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের সাথে যুক্ত করতে পারবেন। এতে বিশ্বের সাথে আপনার ওয়েবসাইটটি পরিচিত হবে।
• ওয়ার্ডপ্রেস একটি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি CMS, ফলে সার্চ ইঞ্জিন গুলোতে আপনার ওয়েবসাইট থাকবে এক ধাপ এগিয়ে।
• ওয়ার্ডপ্রেসে রয়েছে ইউআরএল স্ট্রাকচার নিয়ন্ত্রন করার ব্যবস্থা। ফলে আপনি আপনার ইচ্ছামতো এটাকে পরিবর্তন করতে পারবেন।
• ওয়ার্ডপ্রেসের সব গুন এভাবে বলা সম্ভব না। আপনি এটা ব্যবহার করলেই এটার প্রেমে পরে যাবেন নিশ্চিত।

এগুলো হলো ওয়ার্ডপ্রেস এর কিছু সুবিধা, আরো অনেক গুলো সুবিধা আছে ওয়ার্ডপ্রেসে যেগুলো সব লিখে দেওয়া সম্ভব নয়, এটা আপনি নিজে ব্যবহার করলে দেখতে পারবেন।

এরপরে আসি ব্লগারে ওয়ার্ডপ্রেস এর বিষয় অনেকটাই জেনে নিলাম এবার জানতে হবে ব্লগারের কিছু বিষয় সম্পর্কে।

ব্লগার

ব্লগার এটি একটি সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরী কর্তা, বা বিল্ডার। তবে ওয়ার্ডপ্রেস এর দিক থেকে ব্লগার অনেক আগে থেকে অনলাইনে আছে।  August 23, 1999 থেকে ব্লগার অনলাইনে যাত্রা শুরু করেছে। পাইরা ল্যাবস, নামক এক ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম ব্লগার প্রকাশিত হয়।

কিন্তু ২০০৩ সাথে গুগল এই প্ল্যাটফর্মটিকে কিনে নেয় এবং গুগলের নিজস্ব সার্ভারে এটিকে হোস্ট করে।

এবার আসুন ব্লগারের কিছু সুবিধা সমূহ সম্পর্কে জেনে নেই।

ব্লগারের কিছু সুবিধা সমূহ

ওয়ার্ডপ্রেস এর মতো ব্লগারের ও অনেক গুলো সুবিধা আছে, তাহলে চলুন সুবিধা গুলো একে একে জেনে নেই।

• ব্লগার সম্পূর্ণ ফ্রিতে তৈরী করা যায়, এবং এটিতে হোস্টিং কিংবা ডোমেইন কিছুরই প্রয়োজন পড়ে না, এক কথায় সম্পূর্ণ ফ্রী ওয়েবসাইট তৈরীর প্লাটফর্ম ব্লগার।
• একজন নিবন্ধিত ব্যবহারকারী একটি অ্যাকাউন্টে ১০০ টি ব্লগ তৈরি করতে পারেন বিনামূল্যে।
• তাছাড়া ব্লগারে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার নিজের কাস্টম সাবডোমেইন blogspot.com,
• ব্লগারে কোডিং না জানা থাকলেও খুব সহজেই একটি থীম আপলোড করে ডিজাইন করা যায় সম্পূর্ণ ওয়েবসাইটটি।
• তবে ব্লগারে ওয়ার্ডপ্রেস এর মতো আলাদাভাবে প্লাগীন সিস্টেমটা নেই, এটিতে প্রত্যেকটি কাজ ব্লগারের নানান জায়গা থেকেই করা যায়।
• ব্লগারের রয়েছে অসাধারন একটি টেক্সট এডিটর যেখানে আপনি একসাথে ভিজুয়াল এবং HTML ভিউতেই লিখতে পারবেন।

ব্লগারেও আরো অনেক গুলো সুবিধা আছে, প্রত্যেকটি সুবিধা লিখে বলা সম্ভব নয়, ব্যবহার করলেই বুঝতে পারবেন।
পোস্টটি ভালো লাগলে ডোমেইন-হোস্টিং ব্যবসা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

পরিশেষে

পরিশেষে বলা যায় ওয়ার্ডপ্রেস এবং ব্লগার কেউ কারো থেকে কম নয়, দুটোরই নানান ফিচার আছে। তবে সবদিক বিবেচনা করে আমি বলব, ওয়ার্ডপ্রেসটা একটু বেশিই ভালো।
এর কিছু কারণ আছে, সেগুলোর মধ্যে অন্যতম ওয়ার্ডপ্রেসে প্লাগীন দিয়ে নানান নতুন নতুন সিস্টেম এড করা যায়।
আর একটি হলো ওয়ার্ডপ্রেস খুব সহজেই এক হোস্ট থেকে অন্য হোস্টে ট্রান্সফার করা যায়। তবে ব্লগারে এগুলো সম্ভব নয়, এজন্য আমি বলব ওয়ার্ডপ্রেস ব্লগারের থেকে ভালো।

Level 3

আমি তানভীর আহমেদ অনন্ত। Managing Director, HostingNibo, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

Wanna be the highest taxpayer!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস