সহয ভাবে ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট বানিয়ে ফেলুন

ওয়ার্ডপ্রেস কিঃ
ওয়ার্ডপ্রেস হলো একটি CMS (Content Management System), সহয ভাষায় বলতে গেল “ওয়েবসাইটের কনটেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম”। কনটেন্ট হলো ওয়েবসাইটের  প্রধান উপাদান। ছবি, লেখা ও যাবতীয় তথ্য আপনি যা একটি ওয়েবসাইটে দেখে থাকেন তাই হলো কনটেন্ট। এইগুলি ম্যানেজ করাই হলো Content Management. আর ওয়ার্ডপ্রেস হলো এমন একটি কনটেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম।
আপনি চাইলে এই লিংক থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো অনেক ওয়েবসাইট দেখে আসতে পারেন।
=> https://wordpress.org/showcase

তাহলে চলুন জেনে নেই শিখতে হলে আপনার কি কি দরকার হবেঃ
আপনাকে সর্বপ্রথম HTML and CSS ভালোমতো শিখতে হবে। আমি আবারো বলছি, আগে HTML and CSS শিখুন। তার পর আপনি ওয়ার্ডপ্রেস শিখতে আসুন। তা না হলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। HTML and CSS শিখতে এখানে ক্লিক করুন। Learn Basic HTML and CSS

মনে রাখবেন যে, ওয়ার্ডপ্রেস হলো ওয়েব ডেভেলাপমেন্টের আওতাধীন আর HTML and CSS হলো ওয়েব ডিজাইনিং এর আওতাধীন। আচ্ছা, তার পর আপনার দরকার হবে বেসিক PHP দক্ষতা। PHP হলো আরো একটা বেশ জনপ্রিয় ও পাওয়ারফুল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। অনেক ক্ষেত্রে হয় যে, অনেক নতুন শিক্ষার্থীরা PHP শিখতে বেশ ঝামেলায় পড়ে যায়। তাই আপনার একদম Core PHP জানার দরকার নেই। আপনার বেসিক Syntex জানলেই চলবে। আর আপনি যখন এডভান্স হবেন, তখন আপনাকে আরো একটি ল্যাংগুয়েজ শিখতে হবে তা হলো Javascript. অত্যান্ত মজাদার একটি ল্যাংগুয়েজ এটি। শেষ কথা হলো যে, আপনাকে HTML, CSS, PHP, শিখতেই হবে। তার মধ্যে PHP বেসিক জানলেও কাজ করা যায়। আপনি যখন এডভান্স হবেন তখন আপনাকে অবশ্যই Javascript, Jquery, Ajax এই ল্যাংগুয়েজগুলি শিখতে হবে। কাজ করতে করতে যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি সকল ল্যাংগুয়েজই ভালোমতো আয়ত্ব করে নিবেন।

আর হ্যা। আপনাকে অবশ্যই ইংরেজীতে মোটামোটি ভালো দক্ষতা লাগবে। কারন সবকিছু আপনাকে ইংরেজীতেই করতে হবে।তবে খুব বেশি ভালো না হলেও প্রাকটিস করলে আস্তে আস্তে ইংরেজীটা আয়ত্বে এসে যায়। ইংরেজী এতো কঠিন কিছুই নয়।

তাহলে চলুন এইবার জেনে নেই কিভাবে শিখবেনঃ
প্রথমে আপনাকে জানতে হবে ওয়ার্ডওপ্রেস এর সাধারন ফাংশন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে থাকে। এক্ষেত্রে কোন কোডিং করার ঝামেলা নেই। নিচে দেওয়া লিংক থেকে আপনি ওয়ার্ডপ্রেস এর বেসিক ব্যবহার জেনে নিতে পারেন।

ভিডিও দেখে দেখে কাজ শিখতে এখানে ক্লিক করুন  >> youtube.com

এটি আমার প্রথম টিউন, তাই ভুল হলে ক্ষমা করবেন।

Level 0

আমি গোপাল কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস