ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে “Print this page” বাটন যুক্ত করুন

ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে যদি ভিসিটরদের প্রিন্ট করার সুযোগ দেবার জন্য একটি দৃষ্টি নন্দন “প্রিন্ট” বাটন যুক্ত করে দেবার প্রয়োজন পড়ে, তাহলে কিভাবে করবো? যদিও ctrl+p দিয়ে বা ফাইল মেনু হতে তা করার সুযোগ রয়েছে – তবে ডিজাইনের চাকচিক্য খুব জরুরি বিষয়। একটি প্লাগিন খুব সহজেই তা করতে পারে। “Print this page” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন। যদি কোন কারনে মনে করেন আপনার ওয়েবসাইটের লেখা ভিসিটররা প্রিন্ট নেয়, তাহলে যেমন জরুরি - পাশাপাশি ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধিতে তা প্রিন্ট করানোর প্রয়োজনীয়তা না থাকলেও যুক্ত করতে পারেন।

 

ওয়ার্ডপ্রেস প্লাগিনের বিশেষত্ব

  • আপনার ওয়ার্ডপ্রেস থিম যেরকম-ই হোক তাতে সমস্যা নেই। Print this page বাটনটি স্বয়ংক্রিয়ভাবে থিমের ডিজাইন, রঙ, পারিপার্শ্বিকতার সাথে ম্যাচ করে নিবে। সবাই ভাববে এটা থিমের অংশ। এটা যে আলাদা কোন প্লাগিন দিয়ে করা হয়েছে তা কেউ বুঝতে পারবেন না।
  • পেজের ভিতর, সাইডবার বা ফুটারে যে কোন জায়গায় বসাতে পারবেন। এমনকি পেজ, সাইডবার বা ফুটারের প্রস্থের সাথে অটো এডজাস্ট হবে অর্থাৎ রিস্পন্সিভ।
  • এটা মাত্র কয়েক কিলোবাইটের প্লাগিন – যাদের হোস্টিং স্পেস সীমিত, তাদের জন্য সাশ্রয়ী।

 

ইন্সটলেশন প্রক্রিয়ার বিস্তারিত

আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। শুধুমাত্র Widget সেকশনে যান, ও Print this page প্লাগিন মাউস দিয়ে ড্রাগ করে সাইডবার, বা ফুটারে বসিয়ে দিন। অথবা এমন যেকোনো জায়গায়, যেখানে Widget ব্যবহার সম্ভব। তাহলেই তা ফ্রন্টএন্ডে দৃশ্যমান হবে। যদি আপনি সাইট-অরিজিন বা অন্য কোন পেজ বিল্ডার ব্যবহার করেন তবে তা আপনি পেজের বা টিউনের ভিতরেও বসাতে পারবেন।

 

ভাল থাকুন

প্লাগিনটি আমার তৈরি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমি খুশি হব।

সবাইকে ধন্যবাদ

তাওহীদুর রহমান ডিয়ার

ফেসবুক  |  লিঙ্কডইন  |  গুগল প্লাস

(যদি ওয়ার্ডপ্রেস বিষয়ক ভিন্ন কোন প্রশ্ন থাকে, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে করতে পারেন। যদি কোন প্রজেক্টে বা ভিন্ন কাজে ব্যস্ত না থাকি, আমি উত্তর দেবার চেষ্টা করবো)

 

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস