ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-০৬] :: ওয়েবসাইট লগইন সিকিউরিটি।৮০ডলার প্রতিবছর মুল্যের সিকিউরিটি প্লাগিন নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে

আস সালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। অনেক দিন হলো আপনাদেরকে ধারাবাহিক পর্বগুলো দিতে পারি নি। তাই আন্তরিকভাবে দুঃখিত। আসলে একদিকে নিজের কিছু পারসোনাল সমস্যা,অন্যদিকে প্রোগ্রামিং কন্টেস্ট ছিল। সব মিলিয়ে একটা ব্যস্ত সময় পার করেছি এই কয়েকদিন।আচ্ছা কাজের কথায় যাওয়া যাক।

আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। এইবার যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি তা না থাকলে আপনার ওয়েবসাইট সম্পূর্ণঈ মূল্যহীন। কারণ আপনার ওয়েবসাইটের সিকিউরিটিই যদি না থাকে তাহলে আপনার শখের ওয়েবসাইট যেকোনো সময় হ্যাকার হ্যাক করে নিতে পারে।তাহলে আপনার ওয়েবসাইটে যে সময়  টি ব্যয় করেছে ন তা সম্পুর্নই বৃথা। মূলত  আপনি হ্যাকারের জন্য এতদিন খুব সুন্দর করে একটা ঘর সাজিয়েছিলেন আর কি। যাহোক আমি মনে হয় একটু আজাইরা প্যাচাল বেশি পারি... তাই না??

আচ্ছা এখন একটূ ভদ্র হয়ে যাই, আর মূল কাজের কথায় আসি। আজ আমি আপনাদের দেখাবো মূলত দুইটি জিনিস...

  1. ওয়েবসাইটের লগইন সিকিউরিটি(গুগল রিক্যাপচা)
  2. ওয়েবসাইটের জন্য ৮০ডলার প্রতিবছর মূল্যের সিকিউরিটি প্লাগিন দিবো সম্পূর্ণ ফ্রীতে.প্লাগিনের নামঃ ithemes security pro।(এটা টিউনের নিচের অংশে পাবেন)

১।ওয়েবসাইটের লগইন সিকিউরিটি কেন ইউজ করবেন????

হ্যাকাররা আপনার ওয়েবসাইট কে হ্যাক করার জন্য অবশ্যই লগইন করার চেষ্টা করবে। তাই লগইনেই যদি একটা সিকিউরিউরিটি ইউজ করা যায় তাহলে আপনার ওয়েবসাইট অনেকটা সুরক্ষিত থাকবে। হ্যাকারদের হ্যাক করতে অনেক কষ্ট করতে হবে।

কিভাবে লগইন সিকিউরিটী দিবেন????

আরে ভাই এটা খুব একটা কঠিন কাজ না। খুব সহজেই আপনি চাইলে সে সিকিউরিটী দিতে পারেন। আর সেটা যদি হয় আবার  গুগুলের সিকিউরিটি,তাহলে তো আর কথাই থাকে না।

আচ্ছা চলুন কিভাবে সিকিউরিটি চালু করবেন তা দেখে নিনঃ

আগেই বলে দিচ্ছি, যারা ভয় পাচ্ছেন তারা আমার নিচের  ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন।

  1. প্রথমেই plugin>> add new এ ক্লিক করুন>>>
  2. এরপর সার্চ বক্সে সার্চ করুন google recaptcha লিখে।
  3. এরপর নিচের ছবির মত google recaptcha by bestwebsoft ইন্সটল করে এক্টীভ করুন।security-3

এরপর নিচের ছবির মত সেটিংস এ যান।আর সাইট কি এর জন্য click here লিখায় ক্লিক করে জিমেইল/গুগল একাউন্টে লগিন করুন।
আর আপনার gmail এ লগিন করুন।

আপনার ওয়েবসাইটের নাম আর ডোমেইন নেম দিয়ে রেজিস্টার এ ক্লিক করুন।
আর site key আর secret key সংগ্রহ করুন।
নিচের ছবিগুলোর মত।

ssssssssআরো বিস্তারিত জানতে ভিডিও টিটোরিয়াল দেখুন।

২।এবার আপনাদেরকে দিবো ৮০ডলার মূল্যের সিকিউরিটি প্লাগিন।

  1. প্রথমেইআমার ভিডীও ডিস্ক্রিপশন থেকে প্লাগিনটী ডাউনলোড করে নিন।এরপর plugin>>> add new>> upload plugin  এ ক্লিক করুন।
    এরপর আপলোড করুন।
  2. নিচের ছবিগুলো অনুসরণ করুন।
    ssss
  3. এরপর activate এ ক্লিক করে এক্টিভ করে নিন।
  4. এছাড়া কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত জানতে আমাদের নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে!

    ধন্যবাদ,ভাই। আপনার মূল্যবান কমেন্টের জন্য। চেষ্টা করবো আরো ভাল কিছু শেয়ার করার…

সুন্দর টিউন আগামি টিউনের। জন্য শুভেচ্ছা

    ধন্যবাদ… আজই করার চেষ্টা করবো… আগামী টিউন আরও সুন্দর হবে..ইনশাআল্লাহ. কারণ এমন জিনিস আসছে যেটা টিউন করার পরই বুঝতে পারবেন। surprise

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

    ok.. আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো… ইনশাআল্লাহ…

    ভাই, আমার চেইন টিউনের ৭নম্বর পর্ব প্রকাশ করেছি।অনুগ্রহ করে চেইন টিউনে এড করুন।

    ভাই, আমার চেইন টিউনের ৭নম্বর পর্ব প্রকাশ করেছি।অনুগ্রহ করে চেইন টিউনে এড করুন।24 তারিখে পোস্ট করেছি। এখনো এড করা হয় নি।

google recaptcha problem.. ??? solution comming soon.

Level 0

ভাই আপনার দেওয়া ফ্রি সিকোরেটি প্লাগিন টির ডাউনলোড লিংকে সমস্যা। দেখেন একটু।
https://goo.gl/ucr9Gn

Level 0

File Not Found
The file you were looking for could not be found, sorry for any inconvenience.

Possible causes of this error could be:
The file expired.
The file was deleted by its owner.
The file was deleted by administration because it didn’t comply with our Terms of Use.

Great website.Very nicely done. Your show schedule gave me the info on some shows I was wondering about. I visited your web site today and found it very interesting and well done. I can tell you have put a lot of work into it. imo mod apk Thank you for the listing on your web page. You have a good looking web site Your site is exactly what I have looking for!! Keep up with the good work.