ওয়ার্ডপ্রেস ওস্তাদদের সাহায্য চাই। সাথে দেখে নিন কিভাবে সল্পমুল্যে ডোমেইন কিনতে পারবেন। ছোট্ট একটি ট্রিক্স।

আচ্ছালামুআলাইকুম।
অাশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজ একটু সমস্যার কারনে ওস্তাদ ভাইদের কাছে সাহায্য চাইতে আসলাম আশা করি ফিরিয়ে দিবেন না।

ওয়ার্ডপ্রেস ওস্তাদ ভাইয়ারা যারা এত দিন টিটি কে নতুন মাত্রা যোগ করেছেন তাদের কাছে আমি একটু সাহায্য আশা করছি।
ভাইয়ারা আমার আমি একটা ছোটখাট ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করি সাইট টির নাম http://www.bdblog24.wordpress.com
আমি এই সাইটের জন্য নতুন একটা ডোমেইন ও কিনছি thebdblog24.com নামে GoDaddy থেকে। কিন্তু আমি কিভাবে ডোমেইন ওয়ার্ডপ্রেস সাইটে সেটআপ করতে হয় সেটাই জানিনা। আসলে নতুনদের যা হয় আর কি। জানি কতটুকু বলছি। এতটুকু জানি যে ডোমেইন এড এর ওখানে গিয়ে ডোমেইন ম্যাপ করতে হয়।কিন্তু ম্যাপ করতে গেলে দেখি যে নতুন ভাবে ওয়ার্ডপ্রেস সাইট কে ১৩$ দিতে হবে। যার কারনে আর করতে পারছিনা। এখন আমি বলতে চাচ্ছি কিভাবে ওয়ার্ডপ্রেসের ফ্রি হোস্টিং ব্যবহার করে সাইটে ডোমেইন সেট আপ করবো সেটা যদি আমাকে অভিজ্ঞ ভাইরা একটু জানাতেন তবে চির কৃতঙ্গ থাকবো।

এখন আসা যাক ডোমেইন এর ঝড় অফার এর কথায়।

সৌজন্যেঃ

আপনারা যারা ওয়েবসাইট ব্যবহার করে আয় করতে চাচ্ছেন তাদের তো আর ফ্রি সাইট হলে চলবেনা। প্রিমিয়াম ডোমেইন ব্যবহার করতে হবে। কিন্তু আপনারা যারা মাস্টার কার্ডের অভাবে অথবা অন্য কোন কারনে ডোমেইন নিতে পারছেন না তাদের জন্য আমি নিয়ে আসলাম সল্পমুল্যে ডোমেইন নেওয়ার নতুন সিস্টেম।তার জন্য আমাকে ফেসবুকে এড দিয়ে যোগাযোগ করতে পারেন। আমি Mahmudul Hasan Manik

আপনি চাইলে আমার ছোটখাট ইনকামের টিউটোরিয়াল সাইট থেকে ঘুরে আসতে পারেন আমার সাইট http://www.bdblog24.wordpress.com

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাহমুদুল হাসান : ১. ভাই প্রখমে ডোমেইন panel এ আপনার Hosting এর name server add করুন ।
( thebdblog24.com ) ২. file manager এ পাবলিক Html এ wordpress last varson upload করুন ।
Zip file করে এবং ওটা কে Ext: করেন । wordpress folder দেকতে পাবেন ! wordpress folder এ প্রবেশ করে সব ফাইল সিলেট করে move to পাবলিক Html এ নিয়ে যান । ( wordpress এর কাজ শেষ এখন আপনার সাইটে গেলে config: চাইবে । Cpanel — MySQL গিয়ে এ টা ডাটাবেজ ও ইউজার করে ( ইউজার কে ডাটাবেজ এর সাথে এড করেন । ( config: এর সময় আপনার বানানো ( ইউজার — ডাটাবেজ — পাসওয়াড দেন আর local host ওমনি থাকবে wp- এর পরে যে কোন নম্বর দিয়ে দেন ।
ধন্যাবাদ

    ধন্যবাদ ভাইয়া। আরো একটা সাহায্য চাইবো আপনার কাছে। একটা Unresponsive থিম প্রয়োজন আপনার জানা থাকলে যদি একটু জানাতেন খুশি হতাম।