ফ্রী YOURNAME.TK ডোমেইন দিয়ে এখনি তৈরি করুন আপনার WORDPRESS ওয়েবসাইট [A to Z TUTORIAL]

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি আবরার অন্তর আজ আপনাদের শিখাব কিভাবে ফ্রী তে YOURNAME.TK সাইট বানাতে হয়। শুরু করার আগেই বলে রাখি, ফ্রী জিনিস দিয়ে প্রোফেসনাল কাজ চলে না। কারন, কেনা ডোমেইন, হোস্টিং এ যা থাকবে তা পাগলেও আপনাকে ফ্রী দিবে না। তবে যারা ওয়েব ডিজাইন এর কাজ করেন এটা তাদের জন্য খুব উপকার হবে বলে আশা করছি। আরেকটা কথা অনেকে মনে করতে পারেন কতজনইতো এমন টিউন করেছে কারটা বেশি ভাল?? আমি ভাই কারো টিউন কপি, পেস্ট বা ভাষা রূপান্তর ও করি না। শুরু নিজে যা পারি সেটাই আপনাদের শিখাতে চাই।

যারা এখনও আমার কথা বিশ্বাস করতেছেন না, এই যে ভাই আপনাকেই বলছি, ১০-১৫টা সাইট এ অ্যাকাউন্ট খুলে নিজ অভিজ্ঞতায় এই উপায়টা বার করছি। সুতরাং আপনারা নির্দ্বিধায় এই ফ্রী সাইট বানাতে এবং ব্যবহার করতে পারেন।

আগেই SORRY বলে নেই। 😀 কারন আমি আপনাদের দিয়ে সব কিছুই করাব যাতে আপনারা বুঝতে পারেন এবং শিখতে পারেন।

DEMO: http://abrarantor.tk

তাহলে এখন কাজ শুরু করিঃ

প্রথমেই বলে নেই একটা ওয়েবসাইট বানাতে আমাদের কি কি লাগবেঃ

১। ডোমেইন।

২। হোস্টিং।[ভয় পায়েন না এটাও আমি ফ্রী নেয়া শিখাব]

৩। স্ক্রিপ্ট। [ভাবতেই পারেন এইটা আবার কি?? WORDPRESS ভাই!!]

ডোমেইন ঃ

১। প্রথমে click HERE এ যান।

২। টেক্সট বক্স এ আপনার সাইট এর নাম লিখে "Check Availability" তে ক্লিক করুন।

৩। একটা নতুন পেজ আসবে। যদি আপনার নামে কোন সাইট না থাকে তাহলে দেখবেন কিছু ফ্রী TLDs আসবে। আপনি .tk এর "Get it Now!" ক্লিক করুন।

৪। তারপর "Checkout" এ ক্লিক করুন।

৫। এখন "use DNS" & "12 Month @ FREE" সেট করে "Continue" ক্লিক করুন।

৬। এই পেজ এ আপনাকে অদের সাইট এ সাইন আপ করতে বলবে, আমি তারাতারি করার জন্য "social sign in" use  করেছি।

৭। এখানে ছবির ১, ২ করুন।

৮। তারপর উপরের মেনু থেকে Domains> My Domains এ ক্লিক করুন এবং ছবির মত ফলো করুনঃ

এখন আপনার ব্রাউজার থেকে New tab নিন। কিন্তু ভুলেও এই tab টা কাটবেন না।

হোস্টিং ঃ

১। ছবির মত ফলো করুনঃ Link

২। আপনার E-mail account check করুন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন। তারপর নিচের মত Log in করুনঃ

৩। ছবির মত ফলো করুনঃ

৪। এখন আপনি Nameserver পেয়ে গেলেন। এই Nameserver দুইটা এখন ডোমেইন tab এ দিতে হবে।

৫। নিচের ছবির মত বসিয়ে change Nameserver এ ক্লিক করুন।

বেশ। আপনি পরিপূর্ণ ভাবে ডোমেইন বানাতে পেরেছেন। কিন্তু এখন আপনাকে আপনার ডোমেইন এর সাথে হোস্টিং জোড়া দিতে হবে। তার জন্য নিচের ছবির মত ফলো করুনঃ

এই পেজ এ আপনার ডোমেইন এর নাম দিয়ে "OK" দিলে যদি "congratulations" আসে তাহলে বুজবেন জোড়া হয়ে গিয়েছে।

এখন আপনি আপনার ব্রাউজার এর new tab এ আপনার বানানো সাইটটির এড্রেস লিখে এন্টার দিন যদি কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে নিচের মত একটা পেজ আসবেঃ

স্ক্রিপ্ট ইন্সটল[WORDPRESS]

এখন এই লিঙ্ক এ ক্লিক করে Filezilla client software টা ডাউনলোড করে নিন।

১। হোস্টিং সাইট এর Files>FTP Details ক্লিক করুন এবং নিচের ছবির মত ফলো করুনঃ

[Note: পাসওয়ার্ড অ্যাকাউন্ট খুলার সময় যেটা দিছেন সেটাই]

২। এখন Filezilla install করে ওপেন করুন তারপর নিচের মত সেটিং করুনঃ

৩। সব কিছু ঠিকঠাক হলে ডান সাইডে নিচের মত ফাইল আসবেঃ

৪। public_html ফোল্ডার এ দুকে নিচের মত দুটা ফাইল ডিলিট করুনঃ [Most Important]

৫। তারপর এখান থেকে ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট ডাউনলোড করে নিন।

৬। তারপর ফাইল টা unzip করে filezilla software এ সেই path  এ যান নিচের ছবির মত অল সিলেক্ট[ctrl+A] করে upload করুন।  [মনে রাখবেন, upload করার সময় ডান ্সাইডে যেন নিচের ছবির মতই থাকে] 

৭। upload শেষ হলে নোটিফিকেশান আসবে। তারপর আপনার বানানো সাইটে আবার ঢুকুন। সব কিছু ঠিকঠাক হলে নিচের মত পেজ আসবেঃ

৮। এখন আবার new tab এ হোস্টিং সাইট এ যান এবং নিচের মত ফলো করুনঃ

name, password আপনার ইচ্ছে মত দিতে পারেন শুধু কষ্ট করে কিচ্ছুক্ষন মনে রাখতে হবে।

[Note: MySQL database করার পর আপনি ১-২ ঘন্টা বিশ্রাম করুম (IMPORTANT)]

৯। বিশ্রাম শেষ হলে পুনরায় আপনার বানানো সাইট এ যান নিচের মত সেটিং করুনঃ

যা যা মনে রাখছিলেন এখানে লিখুন দেখি মনে আছে কি না? 😛

অপরের সব কিছু যদি ঠিকঠাক করতে পারেন তাহলে এখন আপনার বানানো সাইট একবার ডুকে দেখেন নিচের মত হইছে কি না?

বেশ।। আমার কাজ শেষ এখন আপনি নিজের মত করে আপনার নিজের ওয়েবসাইট বানান আর নিচে টিউমেন্ট এ লিঙ্ক দিন। ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।

কোন প্রশ্ন থাকে টিউমেন্ট এ বলেন। অথবা আমার সাইট এর "Chat" এ বলেন। 😀 

Level New

আমি আবরার অন্তর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুভ ভালো,

order free hosting ,,,, 2 number link e submit hocche na.
dekhen to bishoy ta ki.
http://www.example.com ei bux e ki debo?

MySQL database তৈরী করার পর Table Prefix এই ঘরের মধ্যে কি দিব?

    Level New

    যা আছে তাই। default: wp_

    Level New

    Ami bolechi toh 1-2hours rest nite …. Then try again.

vai login hocche na aita show korche http://prntscr.com/ajwtj0 akhon ki korbo?

    Level New

    Note: MySQL database করার পর আপনি ১-২ ঘন্টা বিশ্রাম করুম (IMPORTANT)

পরিপূর্ণ টিউটোরিয়াল । ধন্যবাদ ।

আপনার টিউনের শুরুতেই ভুল। i want to host my own domain এ টিক দিলে নিচে আরও একটি ঘর পূরণ করতে হবে যা আপনি ফাকা রেখেছেন। কীভাবে করলেন বুঝলাম না। তারপর, ডোমেইন এর সাথে হোস্টিং জোড়া লাগালেন কীভাবে? ওইটাতো নতুন একাউন্ট খোলার পদ্ধতি।

    Level New

    আসলে পিক নেয়ার সময় ভুল হয়ে গিয়েছে জা আমি খেয়াল করি নি। জাই হক, i want to host my own domain এ টিক দিলে নিচে আরও একটি ঘর পূরণ করতে হবে তা হল যে ডোমেইনটা রেজিস্টার করেছেন সেটাই।

যাই হোক অনেক চেষ্টার পর পারলাম। কিন্তু ডোমেইন এর সাথে হোস্টিং জোড়া লাগাতে পারিনি। সাহায্য চাই।।।।।।।

    Level New

    addon domain দিয়ে ডোমেইন এর সাথে জোরা লাগানো হয়েছে।

অনেক ধন্যবাদ ভাই। শেষমেশ পারলাম।
alquraneralo.tk