ওয়ার্ডপ্রেস ডট কমে শুধু ব্লগ সাইট ওপেন করলে হবেনা, সাথে দরকার সঠিক গাইডলাইন! শুধুমাত্র নবীন ওয়ার্ডপ্রেস প্রেমীদের জন্য, যারা ফ্রি ব্লগ সাইট তৈরি করবেন!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। অবশ্য টিউনে তেমন কলেবর বৃদ্ধি করার ইচ্ছা নাই।সংক্ষেপে মূল বিষয় গুলো আলোকপাত করবার চেষ্টা করব।

ইন্টারনেটের কল্যানে আমাদের মধ্য অনেকেরই ব্লগ করার ধূম পড়েছে বিশেষ করে ফ্রি ব্লগ। হ্যা ফ্রি ব্লগ করার অন্যতম উদ্দেশ্য হল নিজেকে কিংবা নিজের প্রতিষ্ঠানকে ব্রান্ড হিসাবে পরিচিত করানো, পপুলারিটি অর্ন করা, ক্লায়েন্ট ফিডব্যাক অর্ন এবং ব্যক্তিগতভাবে কোন বিষয়ে পাঠকদেরকে জানানোর জন্য যেমনঃ কম্পিউটার বিষয়ক টিপস, গান কিংবা মুভি বিষয়ক টিউন, ডাউনলোড কিংবা খেলাধূলা বিষয়ক রিভিউ। বিশেষত ফ্রি ব্লগ করার জন্য বর্মানে বেশ কিছু বিদেশী প্রতিষ্ঠান আপনাকে সুযোগ দিচ্ছে।যেমনঃ গুগল ব্লগস্পট, ওয়েবলি, ওয়াপকা, ওয়াডর্প্রেস ডট কম.

 ওয়ার্প্রেস ডট কম কি?

ওয়ার্ডপ্রেস.কম একটি ফ্রী সাইট। এখানে আপনি আপনার একটি ব্লগ ফ্রীতে বানাতে পারবেন। এখানে ব্লগ বানাতে আপনার তেমন কিছুই জানতে হবে না। আপনার যদি এইচটিএমএল, পিএইচপি ইত্যাদি এর উপর জানা না থাকে তারপরও আপনি একটি ব্লগ বানাতে পারবেন।

এখানে ব্লগ তৈরি করা থাকে। আপনার শুধু একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কোন হোস্টিং বা ডোমেইন কিনতে হবে না। এখানে আপনি রেজিস্ট্রেশান করলে একটি wordpress.com এর একটি সাবডোমেইন পাবেন। অর্থাৎ আপনার ব্লগটি হবে http://www.yoursite.wordpress.com . এখানে yoursite এর জায়গায় আপনার ব্লগের নাম হবে।

 ওয়ার্প্রেস ডট কম এর সুবিধা

সুবিধা

  • ব্লগ টিউন ও স্ট্যাটিক পেইজ সুবিধা
  • একসাথে একাধিক ব্যবহারকারীর ব্লগিং সুবিধাসহ ইত্যাদি আরো অনেক !
  • এটি ব্যবহার করে কোন প্রকার PHP এবং HTML জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবাসইট তৈরী করা সম্ভব।
  • দারুন দারুন সব প্লাগইন ইনস্টল করে ওয়েবসাইটকে আরো সয়ংক্রিয় করে তোলা যায়।
  • এটির রয়েছে বিশাল থিম ভান্ডার। তাই থিম নিয়ে আপনাকে কখনো চিন্তা করতে হবে না।
  • আরো আছে প্লাগিন কিংবা থিম কাষ্টমাইজেশন সুবিধা। যার সাহায্যে আপনি আপনার নিজের মত করে সাইটকে সাজাতে পারবেন।
  • গুগল ব্লগ স্পট সাইটের মত অযথা সাইট ডিলেট হবার ভয় নাই।

ব্লগার আর ওয়ার্ডপ্রেস ব্লগের এর মধ্যে পার্থক্য

  • ব্লগার দিবে ১জিবি জায়গা কিন্তু ওয়ার্ডপ্রেস দিবে ৩জিবি
  • ব্লগার এ এইচটিএমএল, টেম্পলেট ডিজাইন করার জন্য সহজ অপশন আছে কিন্তু ওয়ার্ডপ্রেস এর তা নাই।

 কিভাবে ব্লগে রেজিঃ করবেন এবং ড্যাশবোড নিয়ে কাজ করবেন?

প্রথমে http://www.wordpress.com এ যান। এ যান। এরপর Get Started Here এ ক্লিক করুন
। Blog Addres এ আপনি আপনার ব্লগের যেই নাম দিতে চান অর্থাৎ আপনার ব্লগের যেই অ্যাড্রেস দিতে চান সেই নাম লিখুন। Username এ আপনার নাম দিন।Password এ আপনার পাসওয়ার্ড দিন। Email address এ আপনার ইমেইল অ্যাকাউন্ট দিন।এর পর আপনি আপনার ব্লগিং এর ল্যাঙ্গুয়েজ ঠিক করুন।এবার create blog এ যান। রেজিস্ট্রেশান ঠিক মতো হলে email verification করতে বলবে। ইমেইল অ্যাকাউন্ট এ গিয়ে অ্যাক্টিভ করুন।  এবার আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর এডমিন প্যানেল বা ড্যাশবোর্ড এ পৌঁছে যাবেন। আপনি এখন যদি আপনার সাইট এর নাম লিখেন তাহলে আপনি আপনার ব্লগটি দেখতে পারবেন।

ড্যাশবোড বিষয় নিয়ে নতুন করে আলোচনা করতে চাচ্ছিনা। যদি আলোচনা করি তাহলে এই টিউনকে প্রায় ৭টি পর্ সাজিয়ে পাবলিশ করতে হবে। তথাপি আমার আবার ব্লগ করার তেমন হাত নাই, কি লিখতে বি বলি তাও জানিনা। অবশ্য টিটিতে এই বিষয়ে খুব সুন্দর করে এ টু জেড চিত্র সহ কিস্তারিত বর্নাসহ একটি টিউন আছে। টিউনটি করেছিলেন টিটির অভিজ্ঞ টিউনার সাইফুল ইসলাম ভাই। অবশ্য অামি নিজেও তার একজন ফ্যানার। টিউনটি দেখতে ক্লিক করুন এখানে

 আপনার ব্লগ সাইট সাজাতে যে বিষয়গুলোতে দৃষ্টি রাখা আবশ্যক

শুধু ব্লগ সাইট করলেই হবে না। এর বাহারী দৃষ্টি নন্দন, উইগেট ব্যবহার এবং থীম নির্াচনের বিষয়টি মাথাতে রাখতে হবে। সাথে রয়েছে আরো বেশ কিছু বিষয়াবলীঃ

  • ভাল মানের একটি থীম টেমপ্লেট বাছাই করতে হবে। যেখানে ডান ও বাম পাশে কিংবা শুধুমাত্র এক পাশে সাইড বার থাকলে ভাল হয়।
  • ফেসবুকসহ টিইটার গ্যাজেট থাকতে হবে।
  • ক্যাটাগরী, ক্যালেন্ডার, সাইটম্যাপ, আকাইভ থাকতে হবে।
  • রিসেন্ট টিউন, রিসেন্ট টিউমেন্ট, গ্রাভাইটার প্রোফাইল থাকতে হবে।

আমি অবশ্য একটি ওয়ার্প্রেস ডট কম ব্লগ সাইট ডিজাইন করেছি উপরোক্ত টিপসনুযায়ী। প্রিভিউ দেখলে বুঝতে পারবেন আপনার ব্লগ সাইট কিভাবে সাজাবেন। ডেমো এখানে

সারকথা

ওয়াডর্প্রেস ব্লগ সাইট ডিজাইন ও ক্রিয়েট করা তেমন কোন কঠিন বিষয় নই। টিউটোরিয়াল অনুযায়ী ২/১ দিন ঘাটাঘাটি করলেই পরিষ্কার হতে পারবেন। তবে একটি ওয়াডর্প্রেস সাইট ক্রিয়েট করার মূল বিষয় হল সাইটটিকে পপুলার করা এবং পাঠকগণের দৃষ্টি ফেরাতে বিভিন্ন মৌলিক ও ইউনিক ক্যাটাগরী টিউন করা। প্রথমদিকে একটু পরিশ্রম করতে হবে অতপর ভাল রিভিউ পাইলে ভিজিরেরাই আপনার ভিজিটর সৃষ্টি করবে। সুতরাং যারা ফ্রিভাবে ব্লগ করতে চাচ্ছেন তারা চট জলদি নেমে পড়ুন। আজ এই এখানেই থামতে হচ্ছে, অন্য কোন টিউনে কথা হবে। সবাই সুস্থ থাকুন।

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ওয়ার্ডপ্রেস সাইট সাসপেন্ড করে আর ব্লগার কিছুই করেনা৷

আচ্ছা ভাই ব্লগস্পটে এ১ জিবি জায়গায় কতগুলো পোস্ট করা যাবে ৷

আর একটা ব্লগার অযথা সাইট ডিলিট করে এটা আপনেরে কেডা কইছে ৷আর ডিলিট করলে আপনি কেনো bdtutorialসাইট ব্লগস্পটে বানাইলেন ৷ জবাব চাই

    ধন্যবাদ। ১ জিবি জায়গাতে প্রায় ১০,০০০ পোষ্ট ইনক্লুডেড করা যাবে যদিও ইমেজ আপলোডের উপর নির্ভর করবে। ন্যূড, স্ক্যাম জাতীয় সাইট তৈরি করলে তা ডিলেট হবেই তথাপি কেউ যদি কপি রাইট সম্পর্কে প্রমানাদি সহ গুগলে পেশ করে তাহলেও সাইট ডিলেট হতে বাধ্য। কিন্তু ওয়ার্ড প্রেস সাইটে এই অভিযোগটি ততটা কার্যকর নই। তথাপি bdtutorial ব্লগস্পট সাইটে আমার চালানোর একমাত্র উদ্দেশ্য হল কাষ্টম ডোমেইন ব্যবহার করা, যাহা ফ্রি ওয়ার্ডপ্রেস সুবিধা প্রদান করেন। আশা করি স্পষ্টত বুঝতে পেরেছেন।