
ওয়ার্ডপ্রেস অসাধান কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরী করা যায় ওয়ার্ডপ্রেস এর সহায়তায়। বর্তমান অনলাইনের প্রায় ২১% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী। সহজ ব্যবহার,পর্যাপ্ত থিম, প্লাগিন ওর্য়ার্ডপ্রেসকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। একটি সাধারণ ভুল ধারনা ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকেরই আছে তা হল এটি ওপেন সোর্স। তাই হয়ত বড় বড় ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা সম্ভব নয়। এই ধারণা ভুল প্রমান করা জন্য কিছূ সেরা ওয়েবসাইটের তালিকা দেওয়া হল যা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী।
. ফেসবুক নিউসরুম : ঠিকানা : http://newsroom.fb.com/
. মাইক্রোওয়ার্কাস ব্লগ : http://www.blog.microworkers.com/
. টেকক্রান্চ: http://www.techcrunch.com/
. নিউইয়র্কার : http://www.newyorker.com/
. বিবিসি আমেরিকা: http://www.bbcamerica.com/
. সনি মিউজিক: http://www.sonymusic.com/
. এম টিভি নিউস: http://www.mtv.com/news/
. ই বে ব্লগ: https://www.ebayinc.com/stories/news?
. প্লে স্টেশন ব্লগ: http://blog.us.playstation.com/
. বেষ্ট বাই: http://stores.bestbuy.com/577/
অন্যান্য জনপ্রিয় সিএমএস যেমন জুমলা, ড্রুপালের তুলানায় ওয়ার্ডপ্রে কতটুকু উন্নত। জুমলা ওয়ার্ডপ্রেস ড্রুপালের তুলানা করে দেখা গেছে সহজ ব্যবহার, সাপোর্ট ফোরাম, থিমের সহজলভ্যতা, কন্ট্রোল প্যানেলের ব্যবহার সবকিছুতে ওয়ার্ডপ্রেস এগিয়ে। এই জন্য ওয়ার্ডপ্রেস হয়ে উঠেছে অসংখ্য সাইটের আস্থার প্রতীক। পড়তে পারেন
ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা গুলো যেমন ওয়ার্ডপ্রেস শুধুই ব্লগিং টুল, ওয়ার্ডপ্রেস অপেস সোর্স বিধায় নিরাপদ নয়, ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের সাইটে তৈরী করা সম্ভব নয়, আবার অনেকেই মনে করেন ওয়ার্ডপ্রেস ফ্রি টুল হঠাত সেটা উধাও হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি ধারনা গুলো ওয়ার্ডপ্রেস বিগত ১২ বছরে ভুল প্রমান করে এসেছে। তাই সিএমএস ব্যবহার করার সময় আমি ওয়ার্ডপ্রেসকে গুরুত্ব দেই সবচেয়ে বেশী।
টিউনটি প্রথমে আমার ফেসবুক পেজে : আইটি শিক্ষা এ প্রকাশিত
আমি আবদুল আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে থাকতে ভাল লাগে ।