
যারা ওয়েব ডিজাইন ও ডেভেলপিং নিয়ে ভাবেন বা কাজ করেন তাদের মধ্যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে না এমন লোক কমই আছে। আজ পরিচয় করিয়ে দিচ্ছি এমন ৬ টি ওয়ার্ডপ্রেস থিমের সাথে যেগুলো প্রিমিয়াম মানের ও ফুল রিস্পন্সিভ। আশা করি আপনাদের এই থিমগুলো ভাল লাগবে।
এই থিম টি তে ৮ প্রকার স্কিন রয়েছে। এতে থিম অপশন, বিভিন্ন লেআউট, ৯ প্রকার টিউন ফরমেট আছে। এই থিমে কাস্টম সিএসএস ও অ্যাড করা যায়। থিম অপশন এ অনেক সেটিংস্ আছে। একবার ডাউনলোড করে দেখে নিন যে আপনার ব্লগের সাথে যায় কি না।

আপনার নিউজ সাইট এর জন্য দারুন একটি থিম। এই থিমের কালার কম্বিনেশন দারুণ। আমার দেখা ফ্রি তে সবচেয়ে ভাল ম্যাগাজিন থিম। এতে বিভিন্ন রকম স্টাইল, সামাজিক আইকন, বিভিন্ন ওয়িজেট আছে।

আপনি আপনার যে কোনও ম্যাগাজিন, ব্লগ, স্কুল, কলেজ এর সাইট এর ক্ষেত্রে এই থিম টি ব্যবহার করতে পারেন। শক্তিশালী থিম অপশন ও অসংখ্য কালার সাপোর্ট করে। এই থিমে রিলেটেড টিউন ওয়িজেট আছে যা আরও কন্টেন্ট পড়ার জন্য ভিজিটর কে উৎসাহিত করবে।

খুব ছোট একটি থিম। থিমটি অনেক সিম্পল কিন্তু আপনার পারসনাল ব্লগিং এর জন্য পারফেক্ট। এই থিমের গ্রিড সিস্টেম টা দারুণ। আপনি গুগল ফন্ট ব্যবহার করে সুন্দর একটি ফন্ট পছন্দ করে আপনার থিম কে আরও সুন্দর করতে পারবেন।

ব্লগিং এর জন্য দারুণ একটি থিম। এই থিমে ৩ টি মেনু সেট করতে পারবেন। হেডারে ২ টি ও একটি ফুটারে। এই থিমের ডিজাইন অনেক সুন্দর। হেডারে দারুণ একটি স্লাইডার আছে। স্লাইডার এর নিচে সুন্দর তিনটি বক্স রয়েছে যাতে আপনি আপনার কিছু ইম্পরট্যান্ট ইনফর্মেশন স্টিক করে রাখতে পারেন।

বুটস্টাপ দিয়ে করা এই থিমটির ডিজাইন অসম্ভব সুন্দর। এই থিমটির মেনু টি ড্রপডাওন ও রিস্পন্সিভ। মেনু টি দেখতে অসম্ভব সুন্দর। ফুটার তিন অংশে বিভক্ত। প্রথম অংশটি ওয়িজেট পার্ট যেখানে আপনি ৪ টি ওয়িজেট দিতে পারবেন। তার পরের টি সামাজিক আইকন, আপনার ইচ্ছে মত সেট করতে পারবেন। শেষের অংশটি ক্রেডিট পার্ট। এই থিমে রাইট সাইড বার আছে, আপনি এখানেও ওয়িজেট রাখতে পারবেন। কন্টেন্ট অংশ টি ২ কলামে বিভক্ত। থিম টি পুরো প্রিমিয়াম কোয়ালিটির।

পূর্বে প্রকাশিতঃ এখানে।
আমি রিপন শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nyc bro..