phpmyadmin থেকে ওয়ার্ডপ্রেস ইউজার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন

কেমন আছেন সবাই?  আসা করি ভাল আছেন। এটা আমার প্রথম টিউন তাই কোন ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আসা করি।

আমারা যারা ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি তারা নানান সময়ে নানা সমস্যার সম্মুখীন হই। সব সমস্যার মধ্যে একটা মারাত্মক সমস্যা হচ্ছে পাসওয়ার্ড ভুলে যাওয়া। আপনি চাইলে কিন্তু ডাটাবেজ থেকে খুব সহজেই যে কোন একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন খুবই অল্প সময়ে।

সাধারনত ডাটাবেজে পাসওয়ার্ড গুলো MD5 Hash হিসেবে থাকে। তাই পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আমাদের জানতে হবে MD5 Hash কি এবং আমরা এটা কিভাবে পাব।

> MD5 Hash হচ্ছে আপনার পাসওয়ার্ডের একটা ভার্চুয়াল রুপ; যা সংখ্যা ও ইংরেজী ছোট হাতের অক্ষ্র দিয়ে সাজানো থাকে। এটা পাবার জন্য আপনাকে হ্যাস কনভাটর ব্যবহার করতে হবে। একটা অনলাইন কনভাটর passwordtool.hu

কিভাবে পরিবর্তন করবেন পাসওয়ার্ড
১। আপনার cPanel একাউন্ট থেকে phpmyadmin এ প্রবেশ করুন
২। সেখানের ডাটাবেজের লিস্ট থেকে যে ডাটাবেজের ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই ডাটাবেজে প্রবেশ করুন

৩।structure থেকে আপনি wp_users সিলেক্ট করুন

 

৪। এবার user_pass কলাম থেকে পাসওয়ার্ডের ঘরে ডাবল প্রেস করুন। Ctrl+A এর মাধ্যমে সব সিলেক্ট করে আপনার পাসওয়ার্ডের হ্যাস পেস্ট করে বের হয়ে আসুন

আজ এ পর্যন্ত থাক। আবার পরে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো ত্থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।

 

 

 

 

For any kind of information:
SAYEDUR RAHMAN
Web: creative.radiospondon.com
Email: [email protected]

 

Level 0

আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া।