[WordPress Learning পর্ব-৩] ওয়ার্ডপ্রেস এর সূচনা, একদম শুরু থেকে জানুন।

কেমন আছেন আপনারা? আশা করি ভাল। আজ আবারও হাজির হলাম ওয়ার্ডপ্রেস এর ধারাবাহিক পর্বে।

 

What-Is-WordPress by tipstune24
ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ড প্রেস হচ্ছে একটি ওপেন সোর্স content managment system সফটওয়্যার (project) যা দিয়ে যে কোন ধরনের ব্লগ এবং ওয়েব সাইট তৈরি করা সম্ভব।

 

wordpress site by tipstune24

 

উপরের ওয়েব সাইট (ব্লগ) ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।

benifit of wordpress by tipstune24

 

ওয়ার্ডপ্রেস এর সুবিধাঃ

– ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েব সাইট তৈরি করা এবং রান করানো অনেক সহজ।
– ফ্রিলাঞ্ছিং সাইটগুলোতে ওয়ার্ডপ্রেস এর অনেক কাজ পাওয়া যায়।
– ওয়ার্ডপ্রেস best award প্রাপ্ত [2007-2009….]
– পৃথিবীর ২০২ মিলিয়ন এর বেশি ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কৃত ।
– ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা উপার্জন অনেক সহজ।
– ব্লগ তৈরির জন্য ওয়ার্ডপ্রেস সব থেকে ভাল।
– কোন technical skill এর প্রয়োজন নেই।
– কোন প্রোগ্রামিং নলেজের প্রয়োজন নেই।

 

 

A-History-of-WordPress-tipstune24

 

ওয়ার্ডপ্রেস এর ইতিহাসঃ

ওয়ার্ডপ্রেস প্রথম ২০০৩ সালে শুরু হয়। matt mullenweg & milce little তারা দুজন প্রথম ওয়ার্ডপ্রেস তৈরি করেন। ওয়ার্ডপ্রেস নামটি দিয়েছিলেন matt mullenweg এর বন্ধু Christine selleck । এটি একটি online powerful application powered by php & mysql.

 

What-is-CMS by tipstune24

 

CMS কি?

Content Managment System হচ্ছে একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি খুব সহজে অল্প সময়ে প্রত্যেকটি কন্টেন্টকে আপনার ওয়েব সাইট এ রাখতে পারেন এবং দেখাতে পারবেন। content হতে পারে Simple text, photos, music, video document or just about anything you can think. আর ওয়ার্ডপ্রেস সেই রকম একটি Powerful CMS.

 

learn-wordpress by tipstune24

 

আপনি কেন ওয়ার্ডপ্রেস শিখবেন?

এরই মধ্যে আপনি জেনেছেন ওয়ার্ডপ্রেস কি এবং ওয়েব সাইট বা ব্লগ তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব কতটুকু। তার পরও যদি আপনার মনের মধ্যে এই প্রশ্ন আসে যে আমি কেন ওয়ার্ডপ্রেস শিখব? তাহলে আপনার জন্যই বলছি, job market এ web development এর প্রচুর Demand রয়েছে। বর্তমানে প্রচুর Software Firm WordPress দিয়েই কাজ করছে। সুতরাং সেই সকল Software Firm এর যেকোন একটি Software Firm হতে পারে আপনার কর্মস্থল । যদি আপনি ওয়ার্ডপ্রেস জানেন ( এক্ষেত্রে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন HTML, Java Script, CSS, Php, DIV, and Mysql ইত্যাদি না জানলেও কোন সমস্যা নেই) এছারাও আপনি ইন্টারনেটে ফ্রিলাঞ্ছার এর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে যেকোনো ধরনের হেল্প আপনি সবসময় ফোরাম এ পাবেন। যারা খুব দ্রুত আপনার সমস্যা সমাধান দেয়।

 

wordpresslargenail-1

 

ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা কিছু Real World এর উধারনঃ

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যে কোন ধরনের Powerful ওয়েব সাইট বানান যায়। যেমনঃ

a. Corporate Website, Blog or Portals
b. Corporate Internals & Extents
c. Online Magazine, Newspaper & Publication
d. Goverment application
e. Small Business website
f. Non Profitable & Organizational Website

উপরের এ ওয়েব সাইটিতে গেলেই আপনার কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে।

 

freeanching

 

ফ্রিলাঞ্ছিং কি?

ফ্রিলাঞ্ছিং এমন একটি চাকরি যেটা আপনি স্বাধীনভাবে পৃথিবীর যেকোন স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে পারবেন। আপনি যত খুশি কাজ করতে পারবেন এবং অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন।

WordPress Specialty:

– ওয়ার্ডপ্রেস একটি সহজ CMS (Content Managment System)
– Install করা খুব সহজ।
– অল্প সময়ে ওয়েব সাইট তৈরি করা যায়।
– IT Gradute হওয়ার প্রয়োজন নেই।

ওয়ার্ডপ্রেস এর সুবিধাঃ

– Consistent website design
– Active open source community (for support)
– Empowers staff and potentailly customers
– Encourages communication and customars
– Content Can easily be repurposed.
– Content is organized and searchable

আজকের মত এখানেই শেষ। ভাল থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। অপেক্ষা করুন Next part এর জন্য।

 

ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসবেন।

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple But Not Simple


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

matt mullenweg & milce little এই নামগুলোর বাংলা উচ্চারণটা কেমন হবে।

Level 0

vay php na sikhe wordpress sikle ki problem hobe?

হুম টিউটোরিয়াল গুলো ভাল হচ্ছে, চালিয়ে যান।

ভাল লাগছে @ চালিয়ে চান