ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-১৪] :: ওয়ার্ডপ্রেস সাইটে ক্যাটাগরি লিষ্টে Font Awesome আইকন যুক্ত করবেন যেভাবে।

কেমন আছেন সবাই?আশাকরি ভাল আছেন।আমিও মোটামুটি ভাল আছি।ব্যাস্ততা কাটিয়ে বেশকিছু দিন পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ওয়ার্ডপ্রস কাষ্টমাইজেশন সিরিজের টিউটোরিয়াল নিয়ে!

যাহোক,ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশনের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব,কিভাবে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি উইজেডের প্রতিটা ক্যাটাগরি নামের শেষে Font Awesome এর আইকোন যুক্ত করতে পারি।নিচের ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কি করতে চাচ্ছি।

আমি ধরে নিচ্ছি Font Awesome কি,সেটা আপনি জানেন এবং কিভাবে যেকোন ওয়ার্ডপ্রেস থিমে Font Awesome ইন্সটল করে ব্যাবহার করতে হয়,সেটাও জানেন।

আজকের কোড গুলো ব্যাবহার করার জন্য আপনার থিমে অবশ্যই Font Awesome ইন্সটল থাকতে হবে।

ওয়ার্ডপ্রেসের এই কাষ্টমাইজেশন টি আমরা যেভাবে সম্পূর্ণ করবঃ

  • থিমের functions.php ফাইল এডিট করব এবং
  • কিছু কোড যুক্ত করব।

তাহলে চলুন জেনে নিই কিভাবে ক্যাটাগরি লিষ্টে Font Awesome আইকন যুক্ত করবেনঃ

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance>Editor যান এবং বর্তমান থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন।এরপর নিচের কোডটুকু কপি করে ?> এর আগে পেষ্ট করুন এবং Update file বাটনে ক্লিক করে সেভ করুন।

 function font_awesome_icon_in_category_list( $output )
 {  
     remove_filter( current_filter(), __FUNCTION__ );
     return preg_replace( '/\s*/i', ' <i class="fa fa-angle-right"></i>', $output );
 }

 add_action( 'widgets_init', function() {
     add_filter( 'wp_list_categories', 'font_awesome_icon_in_category_list' );
 });

এবার দেখুন নিচের মত আপনার সাইটেও ক্যাটাগরি লিষ্টে প্রতিটা ক্যাটাগরি নামের শেষে Font Awesome এর আইকন যুক্ত হয়েছে।লক্ষ্য করুন, আপনি যদি আইকন পরিবর্তন করতে চান তাহলে উপরের কোডের মধ্য থেকে fa-angle-right লেখাটি মুছে আপনার পছন্দের আইকনের ক্লাস টি বসিয়ে দিন।

পূর্বে আমার ব্লগে প্রকাশিত!

আজ এই অব্দি!ভাল থাকবেন সবাই।দেখা হবে আগামী পোষ্টে।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনুমতি পাইলে আপনার লেখা আমার ওয়েবসাইটে পোস্ট করতাম??

    Level 2

    @আকরাম হোসেন: ভাই,অনুমতি ছাড়াই অনেকে প্রকাশ করছে,তাও আবার নিজের নামে।অদ্ভুত মানুষ সব।

    যাহোক,আপনি চাইলে প্রকাশ করতে পারেন,পোষ্টের শেষে সোর্স হিসাবে আমার ব্লগের (http://skjoy.info) লিংক শেয়ার করবেন।ধন্যবাদ।