আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ বাংলা ইন্সটল করুন খুব সহজেই

প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করে নিন নিছের লিঙ্ক থেকে

ডাউনলোড লিঙ্ক

  • সেটাকে আনজিপ করুন দেখবেন bn_BD.mo নামে একটি ফাইল পাবেন।
  • এখন আপনার সাইট আর কন্ট্রোল প্যানেল এ ধুকে দেখবেন Wp-content নামে একটা ফোল্ডার আছে। সেখানে languages নামে একটা ফোল্ডার খুলে আপনার ডাউনলোড করা ল্যাঙ্গুয়েজ প্যাক upload করে দিন।
  • এবার wp-config.php ফাইল টি এডিটর মুডে খুলুন বা ওপেন করুণ। এবার define(‘WPLANG’, ”); লাইনটি খুঁজুন দেখবেন পেয়ে যাবেন।
  • WPLANG এর পরের ইনভার্টেড কমার মাঝে bn_BD লিখে দিন। পুরো লাইনটা দেখাবে এরকম: define(‘WPLANG’, ‘bn_BD’);
  • এবার সেভ করে বের হয়ে আসুন। ব্যাস কাজ শেষ। এখন আপনার সাইট এ গিয়ে দেখুন সব কিছু না হলেও কিছু কিছু বাংলায় কনভার্ট হয়ে গেছে।

আসলে এভাবে আপনার সাইট এর সবকিছু বাংলায় কনভার্ট হবে না কিছু কিছু টার্ম বাংলা হবে আর বাকি গুলো আপনাকে নিজ হাতে বা ম্যানুয়ালি করতে হবে। তবে যদি আপনি কোড না জানেন তবে হাত দিয়েন না কারন হিতে বিপরিত হতে পারে তাই কোন এক্সপার্ট দিয়ে এই কাজটি করে নিতে পারেন।

প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা প্রাক্টিকেলি কি কাজে লাগবে পরিষ্কার নয়। ওয়ার্ডপ্রেস সাইট এ বাংলা ইন্সটল করে কি কাজ হবে?

    @writerbuddha: আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে বাংলায় রূপান্তর করার জন্য এটা করা হয়। তবে আর নয় এই হাঙ্গামা। আমি একটি প্লাগিন বানিয়েছি যেটা ইন্সটল করলেই পাবেন ভাল মানের বাংলা।

@অতৃপ্ত কোডার – আমার আপনার কথা খুব একটা বোধগম্য হচ্ছে না কিছুটা ভাসা ভাসা বুঝছি। আমি চাইছি আমি ধরুন আমি কোন বাংলা লেখা সাইট বানিয়েছি সেটা যাতে কোন কিছু কিল্ক করে ওটোমেটিক ইংরাজি সাইটে কনভার্ট হয়ে যায়। ঠিক একই ভাবে ইংরাজি থেকে বাংলা। আমি কিন্তু যেকোন একটা ভাষায়ই সাইটটা বানাব কিন্তু তাকে অন্য ভাষায় কনভার্ট যাবে। কিভাবে? সেটাই জানতে চাইছি।

অামিও পারছি না

আমার wp-config.php ফাইলে define(‘WPLANG’, ”); এই লাইনটা নাই, তবুও wp-content ফোল্ডারে bn_BD.mo ফাইলটা আপলোড করে define(‘WPLANG’, ‘bn_BD’); এই লাইনটা এড করে দিছি। কিন্তু কাজ হলো না। আমি এই নিয়মে এর আগে করছিলাম বাট এখন হচ্ছেনা, কি করতে পারি? ওয়ার্ডপ্রেস ভার্শন 4.0

wp-content এর languages ফোল্ডারে bn_BD.mo ফাইলটা আপলোড করছি

ধন্যবাদ ভাই, অবশেষে সাইট বাংলা করতে পারলাম।