ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-১১] :: ওয়ার্ডপ্রেস সাইটে শর্টকোর্ড দিয়ে সুন্দর একটা ডাউনলোড বাটন যুক্ত করবেন যেভাবে।

ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন

কেমন আছেন সবাই?আমি কিন্তু ভাল নেই,কারণ সমস্যা আমার পেছনে লেগেই আছে।কোন কাজে নিয়মিত হতে পারছিনা।

যাহোক,অনেক সময় আমাদের পোষ্টের মধ্যে ডাউনলোড লিংক দেবার প্রয়োজন পড়ে।সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বিভিন্ন রকম ডাউনলোড বাটন (Image) ব্যাবহার করেন এবং যেটা প্রতিবার পোষ্ট করার সময় ডাউনলোড লিংকের সাথে লিংকিং করতে হয়।বিষয় টা অনেকের কাছে বিরক্তিকর।

আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে শর্টকোর্ড এর মাধ্যমে ডাউনলোড বাটন তৈরি এবং ব্যাবহার করতে পারি।

অর্থাত্‍ আমাদের যখনই পোষ্ট বা পেজের মধ্যে ডাউনলোড লিংক দেবার প্রয়োজন পড়বে তখন আমরা লিখব
[download]Your download link here[/download]
তাহলে একটা সুন্দর ডাউনলোড বাটন হাজির হবে এবং আমাদের দেওয়া ডাউনলোড লিংকের সাথে লিংকিং হবে।আশাকরি বুঝতে পেরেছেন!

আমরা যেভাবে কাজটি সম্পূর্ণ করব :-

  • থিমের functions.php ফাইল এডিট করব।
  • কিছু কোড যুক্ত করব।
  • ফাইলটি সেভ করব।

তাহলে চলুন শুরু যাক:-

প্রথমে আপনার পছন্দ মত png ফরমেটের একটা ডাউনলোড বাটন ম্যানেজ করুন এবং download.png নামে রিনেম করুন।এরপর আপনার বর্তমান theme এর images ফোল্ডারে ডাউনলোড বাটন টি কপি করে পেষ্ট করুন।

You can use this image as download button if you want

Download_button.png

এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance>Editor যান এবং বর্তমান থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন।এরপর নিচের কোডটুকু কপি করে ?> এর আগে পেষ্ট করুন এবং Update file বাটনে ক্লিক করে সেভ করুন।

/*-------- Download button shortcode --------*/

   function download_button ($atts, $content=null) {
   return '<a href="'.$content.'" target="blank" title="Click here to download"><img src="'.get_template_directory_uri().'/images/download.png" alt="Download" /></a>';
   }

   add_shortcode('download','download_button');

লক্ষ্য করবেন,উপরের কোডে আমরা download_button নামে একটা function নিয়েছি এবং তার মধ্যে আমাদের কাঙ্খিত শর্টকোর্ড তৈরী করেছি এবং সবশেষে add_shortcode এর মাধ্যামে download নামে একটি শর্টকোর্ড ওয়ার্ডপ্রেসে যুক্ত করেছি।

এখন যেকোন পোষ্ট বা পেজের মধ্য লিখুন
[download]http://skjoybd.com[/download]
এরপর পোষ্ট বা পেজ প্রিভিউ তে গিয়ে দেখুন আমাদের কাঙ্খিত ডাউনলোড বাটন টি দেখা যাচ্ছে,যেটাতে ক্লিক করলে ব্রাউজারে নতুন একটা ট্যাবে Skjoybd.Com ওপেন হবে। http://skjoybd.com এর স্থানে আপনি আপনার কাঙ্খিত লিংক দিবেন।

আজ এ পর্যন্ত।সবাই আমার জন্য আর্শীবাদ করবেন যেন অন্তত বিদ্যুতের সমস্যা টার সমাধান হয়।ভাল থাকবেন সবাই।

পূর্বে এখানে প্রকাশিত।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার পোস্ট গুলো অনেক চমৎকার। ধন্যবাদ। থিম এবং প্লাগিন ডেভেলপমেন্ট দেখাবেন না? ভাই আপনার ফোন নং টা মেসেজ করেন প্লিজ – [email protected]

    @rizvy69: ধন্যবাদ ভাই,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

    ওয়ার্ডপ্রেস থিম & প্লাগিন ডেভেলপমেন্ট নিয়ে লেখার ইচ্ছা আছে।জানিনা এটা কবে শুরু করতে পারব।

    আমি যেখানে থাকি সেখানে বিদ্যুতের খুবই সমস্যা।লো ভোল্টেজ!UPS,STABILIZER দুইটাই আছে,কোনটাই দিয়ে কাজ হয়না।লাইনে লোড অনেক বেশী।

    এমনও দিন যায় যখন 10-15 দিন পিসিতে বসার সুযোগ পায়না।প্রায় সময় ভোল্ট মিটারের দিকে তাকিয়ে থাকতে হয় কখন পিসিতে বসার মত পর্যাপ্ত ভোল্টেজ আসবে সেটা দেখার জন্য।

    সারা দিনে যতটুকু সময় পায় পিসিতে বসার তাতে ঠিকমত প্র্যাকটিসও করতে পারিনা।এমন কি এপর্যন্ত যতগুলো পোষ্ট করেছি তার বেশীর ভাগই মোবাইল দিয়ে করা।

    অনেকগুলো প্রজেক্ট uncomplete অবস্থায় আছে যেগুলো বিদ্যুতের সমস্যার কারণে complete করতে পারছিনা।

    যাহোক,অনেক বড় ভাই থিম ডেভেলপমেন্ট নিয়ে লিখেছেন এবং লিখছেন।আপনি উনাদের টিউন গুলো দেখতে পারেন।আর আমার সাথে যোগযোগ করতে পারেন [email protected] এ।