WordPress সাইটে সরাসরি বাংলায় লিখুন (No more copy-paste)

সবাই ভালো আছেন আশা করি ।

যাই হোক, সোজা কাজের কথায় চলে যাই।
যারা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করেন, তারা নিশ্চই জানেন ওয়ার্ডপ্রেসে সাধারনত সরাসরি বাংলা পোস্ট করা যায় না। প্রথমে কোনো টেক্সট এডিটরে ইউনিকোড ফন্টে বাংলায় লিখে সেটা কপি-পেস্ট করে ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে হয়।

আপনি কিছুটা অ্যাডভান্স হলে সরাসরিই বাংলায় পোস্ট করতে পারেন।

এজন্য আপনাকে wp-config.php ফাইলটি এডিট করতে হবে।

১. আপনি যে ফোল্ডারে WordPress ইনস্টল করেছেন সেখান থেকে wp-config.php ফাইলটি যেকোনো এডিটরে ওপেন করুন।

২. এবার নিচের লাইন দুটি খুজে বের করুন:-

define('DB_CHARSET','utf8');

define('DB_COLLATE',' ');

৩. এবার লাইন দুটির পূর্বে দুটি স্ল্যাশ (//) যোগ করুন, যেনো লাইন দুটি দেখতে এরকম হয়:-


//define('DB_CHARSET','utf8');

//define('DB_COLLATE',' ');

ব্যাস কাজ শেষ । এবার ফাইলটি Save করে ফেলুন।

বাংলায় নতুন একটি পোস্ট করে সিওর হয়ে নিন কাজ করছে কিনা।

আমাকে সব কাজ মোবাইল (Nokia 112) দিয়ে করতে হয়। তাই কপি পেস্ট করে আমার সাইটে পোস্ট করতে পারছিলাম না। তাই খুজে খুজে এই পদ্ধতিটি বের করেছি। হতে পারে, অনেকেই আগেই জানতেন। এটি তাদের জন্য নয়।

সামনে আমার SSC xam . সবাই দোয়া করবেন।
ভালো থাকুন....

Level 0

আমি Soikot। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফিআমানিল্লাহ।

    Level 0

    @Solayman Rony: Thanx