ব্লগ বা ম্যাগাজিন করার জন্য ওয়ার্ডপ্রেসের দারুন একটি প্রিমিয়াম থিম

আমার পছন্দ কেমন জানি না।আমি একটা  প্রিমিয়াম থিম আমার এক বন্ধুকে দিতে গেলাম সে হাজার সমস্যা দেখায় বলে এটা ভালো না ওটা ভালো না।মানুষ ফ্রী পেলে ভালো জিনিস ও খারাপ ভাবে।যাই হোক আমি আপনাদের একটা দারুন ওয়ার্ডপ্রেস থিম দেব এটা আসলেই সুন্দর।এটা যারা ব্লগ সাইট বা ম্যাগাজিন করবেন তারা এটা অনেক ভালো ভাবে কাজে লাগাতে পারবেন।

কি কি আছে থিমটাতেঃ

অ্যাডভারটিজ রেডি করা আছে।
মোবাইল,কম্পিউটার,ট্যাব সব ভার্সন একসাথে ।
ফটো গ্যালারী।
তাপমাত্রা দেখা যাবে।
সাইটম্যাপ তৈরি করা আছে।
কন্ট্রোল প্যানেল।
সর্টকাট ব্যবহার করা যাবে।
এরর পেজ তৈরি করা আছে।এছাড়া আরো অনেক কিছু আছে।

তাহলে ডাউনলোড করে নিন।

Download Link@ Download Here

কেমন লাগলো থিমটি জানাতে ভুলবেন না।আশা করি ভালো লাগবে।

আর আমার সাইটটা থেকে ঘুরে আসলে অনেক খুশি হবো।

Level 2

আমি তারিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম পোস্টটি বেশ ভাল মানের। ওয়ার্ডপ্রেস প্রেমীদের জন্য কাজে আসবে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ব্রাদার আপনার ব্লগ সাইটটি খুব সুন্দর হয়েছে। আপনার কাছে একটি তথ্য জানতে চাচ্ছি আশা করি নিরাশ করবেন না। আপনি ভাইয়া আপনার ডোমেইনটি কোন প্রতিষ্ঠান হতে কিনেছেন? আপনার ডোমেইনের Whois দেখে জানতে পারলাম সঠিন মানের প্রতিষ্ঠান হতে ক্রয় করেছেন। কেননা, আমিও একটি ডোমেইন ক্রয় করতে চাচ্ছি। আপনার ঐ প্রতিষ্ঠান হতে ডোমেইন ক্রয় করতে হলে আমি কিভাবে পেমেন্ট করব??
পরিশেষে ভাল থাকবেন।

    Level 2

    @অচিন পথিক: আমি namesilo.com হতে আমার ডোমেইন টি কিনেছি।এখানে আপনি পেপাল,মাইবুকার্স,কার্ড দিয়ে পে করতে পারেন।আর আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

      @tareqjhe1: ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ। ভাইয়া, আমিও এখান হতে একটি ডোমেইন নিতে চাচ্ছি তাহলো- মানিবুকার্স দ্বারা ক্রয় করব। এখন প্রশ্ন হচ্ছে-
      ১। আমার যদি মানি বুকার্স একাউন্ট থাকে এবং সেখানে ডলার থাকে কিন্তু কোন কার্ড না থাকে তাহলে কি সেখানে (নেমছিলোতে) পেমেন্ট করতে পারব কি? যেহেতু রেজি: নেমছিলোতে মানিবুকার্স হিসাবে একাউন্ট আইডি চাচ্ছে।
      ২। যাদের মানিবুকার্স আছে তাদের হতে কি আমার একাউন্টে ডলার ইনপুট করতে পারব কি?

ভাই ডাউনলোড লিংক কাজ করছেনা প্লিজ একটু চেক করুন . বাট আমি কিন্তু ডাউনলোড করতে পারিনি

    Level 2

    @masternoion@live: ডাউনলোড লিংক ঠিক আছে আপনি প্রথমে ফ্রী ডাউনলোড এ ক্লিক করবেন তারপর সিকিউরিটি কোড দেবার পর ৬০ সেকেন্ড পার হলে ফ্রী ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড হবে আর যদি বেশি সমস্যা হয় তাহলে এক ঘন্টা পর আবার চেষ্টা করেন।ধন্যবাদ।

খুব দরকার ছিল, ধন্যবাদ।

Level 2

আপনাকে ও ধন্যবাদ