WordPress আপলোড করতে সমস্যা, একটু হেল্প করুন প্লিজ

আমি জানি এই পোস্টটি সাহায্য বিভাগে করা উচিত ছিল, আমি তা করেছিলামও। কিন্তু কোন সাড়া না পেয়ে বাধ্য হয়ে  ওয়েব ডিজাইন বিভাগে করলাম, যাতে আমার সমস্যার সমাধান তারাতারি হয়। দয়া করে এড়িয়ে যাবেন না। আর অ্যাডমিনের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি মুলত একজন ফ্রিল্যান্সার। ওডেস্কে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের কাজ করি। কিছুদিন যাবত Wordpress নিয়া ঘাটাঘাটি করতেছি। ওয়েব সাইট তৈরিতে এখনো নতুন। যে কারনে 000webhost.com থেকে ফ্রি হোস্টিং নিয়ে আপাতত শিখতেছি। কিন্তু সমস্যা হল আমি যখন Online FTP Manager, Net2FTP ব্যবহার করে WordPress আপলোড  করতে যাই তখন কিছুক্ষন আপলোড হওয়ার পর অবস্থা খারাপ হয়ে যায় মানে পুরাপুরি আপলোড হয়না। উল্লেখ্য যে আমি বাধ্য হয়ে হারামিফোন (গ্রামীনফোন) মডেম ব্যবহার করি। প্লিজ কেউ কি একটু সমাধান বলে দিতে পারবেন। মানে আমি সমস্যাটা বুঝতে পারছিনা। এটা কি আমার কম ইন্টারনেট স্পিডের জন্য হচ্ছে নাকি অন্য কোন সমস্যা থেকে হচ্ছে? আমি ম্যানুয়ালি Wordpress ইন্সটল করতে চাচ্ছি। দয়া করে সমাধান দিলে খুবই উপকৃত হতাম।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি filezilla ব্যবহার করতে পারেন। এখান থেকে http://www.filehippo.com/download_filezilla/download/9b7a3ff5f8e96dccbbb0096464932887/ ডাউনলোড করুন। সেতাপ দিন তারপর ওপেন করে file >> add new site এ গিয়ে আপনার সাইট এর FTP এড্রেস, FTP ইউজার না্‌ FTP password দেন। তারপর connect এ ক্লিক করুন। আপনার FTP সংক্রান্ত তথ্য cpanel অথবা মেইল এ পাবেন। Mediasoft

ধন্যবাদ ভাই উপকার করলেন

আমার মনে হয় সম্যসাটা আপনার না , সম্যসা টা 000webhost এর । ফ্রী ওয়েব হোস্ট্গুলো তে আপলোড করে ইন্স্টল করতে গেলে প্রায় ই সম্যসা হয় । এর মাঝে x10hosting টা একটু ভালো । তবে আপনি যদি বিগিনার হন তাহলে লোকালহোস্টে নিজের পিসিকেই সাভার হিসেবে ইউজ করে ওয়ার্র্ডপ্রেস ইন্স্টল করে চালাতে পারবেন । যেহেতু আপনি হারামীনফোন ইউজ করেন এবং লোকালহোস্টে সাইট চালাতে নেট লাগে না তাই আমি আগে লোকালহোস্টে চালাতে সাজেস্ট করবো । লোকাল্হোস্টে ওয়ার্র্ডপ্রেস ইন্স্টলের টিউটোরিয়াল –

লোকাল্হোস্টে ওয়ার্র্ডপ্রেস ইন্স্টলের টিউটোরিয়াল –

http://helpdeskgeek.com/how-to/installing-wordpress-on-local-windows-using-xampp/

https://www.youtube.com/watch?v=XecsJ1wCv0M

Filezilla ও ইউজ করে করতে পারেন তবে কথা হচ্ছে আমার বাংলাল্যনের ৫১২ কেবিপিএস এর লাইন দিয়ে আপলোড করতে ৪৫ মিনিট লাগে । আপনার হারামীনফোনে কয় ঘন্টা লাগবে আপনি ই ভালো জানেন !

Level 0

ক্রিস্টাল হার্ট তis 100% right. FTP of 000webhost.com is not good at all. So try another free hosting.
U can use dhmart.info for a good for a good free hosting service.

Level 0

Use Softaculas or Fantastico to setup WordPress in 2 minutes from the cPanel.