প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস প্লাগিন পরিচিতি। পর্ব- ১

আমরা অনেকে ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিম ব্যবহার করি। অধিকাংশ ফ্রি থিমেই সামাজিক সাইট গুলোর লিঙ্ক প্রকাশের জন্য আইকন থাকে না। আজকে এমন একটা প্লাগিন এর সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনি আপনার সামাজিক সাইটের প্রোফাইল শেয়ার করতে পারবেন।

প্লাগিন নামঃ Social Button

বৈশিষ্ট্য ঃ

  • আপনি টিউন, পেজ ও  এ Widget সব জায়গায় ব্যবহার করতে পারবেন।
  • অনেক সুন্দর ডিজাইন।
  • খুব কম কিলোবাইটের একটি প্লাগিন।
  • খুব সহজে এটি সাইটে ব্যবহার করতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেনঃ

  • ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে এটি সরাসরি ডাউনলোড করে অথবা ড্যাশবোর্ড এর প্লাগিন মেনু থেকে প্লাগিন টি ইন্সটল করবেন।
  • আপনার প্লাগিন টি অ্যাক্টিভ করুন।
  • এবার টিউন এ গিয়ে এডিটরে লিখুন    [social_btn link="http://twitter.com/yourprofile" name="twitter" ]
  • এবার টিউন পাবলিশ করে ভিউ করুন। দেখুন টুইটার এর দারুন একটি আইকন এসেছে। ভিজিটর এই আইকন এ ক্লিক করলে আপনার দেয়া লিঙ্ক এ চলে যাবে।
  • আমি উপরে শুধু টুইটার এর টা দেখিয়েছি। আপনি প্রতিবার একই কোড লিখবেন। শুধু name এ twitter এর পরিবর্তে আপনার প্রয়োজনীয় নাম দিন। যেমন ফেসবুক, গুগল, লিঙ্কডিন, বিহান্স ইত্যাদি।
  • ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি তে প্লাগিন পেজ এ গেলে আর অনেক ইনফর্মেশন পাবেন।

 

নিচের স্ক্রিনশট টি WIDGET থেকে দেখানো হয়েছে।

 

 

আজকে এ পর্যন্তই লিখলাম। আশা করি প্লাগিন টি আপনার কাজে লাগবে। প্লাগিন সম্পরকে কোন ও প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন।  আগামী তে অন্য কোনও প্লাগিন নিয়ে লিখবো।

Download link

পূর্বে প্রকাশিত। এখানে

Level 0

আমি রিপন শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস