আপনার সাইটের বাংলা ফন্ট ভেঙে যাওয়ার সমাধান নিন। আজীবন আর ফন্ট ভাঙবে না।

যদিও আমার তৈরি তাও শেয়ার করছি। স্প্যাম মনে হলে রিমুভ করে দিতে পারেন।

অনেকেই হয়তো ওয়ার্ডপ্রেস বাংলায় ইন্সটল করেছেন।আবার অনেকে হয়তো ইংরেজি ইন্সটলে বাংলা ব্লগ বা অন্য কোনও বাংলা সাইট বানিয়েছেন। মনে হয় অধিকাংশ সাইটের মালিক বা ডেভেলপার একটা সমস্যায় পড়েছেন। আর সমস্যাটা হলো বাংলা ফন্ট ভেঙে যাওয়া। প্রথম প্রথম আমিও একই সমস্যাতে পরেছিলাম। তখন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতে অনেক খোঁজা-খুঁজি করছিলাম। এমন কি বেশ অনেকক্ষণ ধরে গুগোল করেছিলাম।  দুঃখের ব্যাপার হলেও সত্য যে কিছুই খুঁজে পাইনি :(।

প্রথম প্রথম না পারলেও পরে আমি এইটার সমাধান জেনে যাই। কিন্তু সেটা ছিল স্টাইলশিট মেথোর্ড। হঠাত একদিন আমার মনে হলো যে, আমি তো সমাধান পেলাম তবে আমার মতো নিশ্চয় আরও অনেকে আছে। তখন ভাবলাম যে একটা প্লাগইন বানাই। তো সেই লক্ষ্যে একটা প্লাগইন বানিয়ে ওয়ার্ডপ্রেসে সাবমিট দেই। গত ১০/০৭/১৫ তারিখে প্লাগইনটি এপ্রুভ হয়ে যায়। তাই আপনাদের মাঝে প্লাগইনটি শেয়ার করছি।

প্লাগইনের নাম: Bangla Font Fixer
প্লাগইনের অথর: তাসনিমুল হাসান তাওহীদ (আমি)
প্লাগইনের কাজ: এই প্লাগইন আপনার সাইটের বাংলা ফন্ট ভেঙে যাওয়ার সমস্যা রোধ করবে।
প্লাগইনটি কিভাবে কাজ করে: প্লাগইনটি আপনার সাইটের সকল ফন্টকে সোলাইমানলিপিতে কনভার্ট করে দেয়। আর সোলাইমানলিপি অধিকাংশ ব্যবহারকারীর কম্পিউটারে থাকে।

প্লাগইনটি ডাউনলোড করার লিংক: https://wordpress.org/plugins/bangla-font-fixer/

একটি বিশেষ কথা: আপনি এই প্লাগইনের দ্বারা উপকৃত হলে রেটিং এ ৫ দিতে ভুলবেন না। আর আপনার বন্ধুদেরকে জানাতে ভুলবেন না।

 

আমি আছি ফেসবুকে

Level 0

আমি তাসনিমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাও আমার সাইটে তো বাংলাই সাপোর্ট করে না।।কি করব??

    সাগর ভাই আপনি কি বাংলা ফন্ট ফিক্সার প্লাগইনটি ট্রাই করেছেন? সম্ভব হলে আপনার সাইটের লিংক টা দেন।

Level New

ok

ধন্যবাদ, প্রিয়তে রাখলাম, পরে প্রয়োজন হতে পারে