ওয়ার্ডপ্রেস প্লাগইনস [পর্ব-৩] :: নিয়ে নিন আপনার দরকারি কিছু ওয়ার্ডপ্রেস প্লাগইনস।

আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা কেমন আছ? আমি ভাল আছি আশা করি তোমরা সবাই ভালই আছ। আমাদের যাদের ওয়ার্ডপ্রেস ব্লগ আছে বা ব্লগ নিয়ে কাজ করি তাদের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগিন্স খুব গুরুত্বপূর্ন।

আজকের/এই পর্বের প্লাগইন: W3 Total Cache

প্রতিদিন আমরা অনেকেই আমাদের দরকারি ওয়ার্ডপ্রেস প্লাগিন্স ইন্টারনেটে খুজে বেরাই। প্রতিদিন আমরা ইন্টারনেটে হাজার হাজার ওয়ার্ডপ্রেস প্লাগিন্স পেতে পারি খুব সহজেই। এর মধ্যে কিছু হচ্ছে প্রয়োজনীয় এবং কিছু হচ্ছে অপ্রয়োজনীয়। এটি সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করে যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ কতটুকু শক্তিশালী এবং আকর্ষনীয় করে তুলতে চান বিভিন্ন ধরণের প্লাগিন্স ব্যবহার করে যার মাধ্যমে ভিজিটররা পাবে এক অন্য আনন্দ। এবং আপনি পাবেন অন্যরকম অনুভূতি।

 

আজকের পর্বে আপনাদের জন্য একটি দরকারি ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে এসেছি। নাম: W3 Total Cache আপনার ব্লগের ব্যবহারকারীদের অভিজ্ঞতা (User Experience) বৃদ্ধি করে সার্ভারের পারফরমেন্স বৃদ্ধির মাধ্যমে। পুরো সাইটের সব ধরনের ক্যাশিং (caching), আপনার সাইটের সকল রূপ (Looks), আপনার থিমের ডাউনলোডের সময় কমানো এবং ট্রান্সপারেন্ট কন্টেন্ট ডেলিভঅরি নেটওয়ার্ক (CDN) এর পরিপূর্ণতা প্রদান করে সাইট অপটিমাইজ করে। এই প্লাগিন্স এর সাহায্যে ৮০% পর্যন্ত ব্যান্ডউইথ মিনিমাইজ করা সম্ভব এবং HTML এর কমপ্রেশন, HTTP, CSS, Java Script এবং RSS Feeds এর লোডিং টাইম বাঁচাতে পারেন।

 

ডাউনলোড লিংক:

WordPress link

[অনেকেই এর নাম শুনে থাকতে পারেন। এবং ব্যবহার করে থাকতে পারেন। আমি পর্ব ভিত্তিক টিউন করতেছি তাই প্রথম থেকেই শুরু করছি]

Level 0

আমি হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নাম আমার হাসান ; ওয়েব সাইট ডিজাইন করা আমার পেশা । আমার ব্লগ নাম ওব্লগবিডি.কম http://www.bdTuneS.com ছাএ তেমন ভালো না, পড়া লেখায় মন বসেনা, এই তো আমার জীবন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

TnX

ধন্যবাদ