কম্পিউটার মাউসের চমৎকার ছয়টি ব্যবহার শিখুন

আসালামুআলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে কম্পিউটার মাউসের ব্যবহার সম্পর্কে চমৎকার ছয়টি পরামর্শ দিব যা আপনাদের দৈনন্দিন কম্পিউটারের কাজগুলোকে কিছুটা হলেও সহজ গতিশীল করে তুলবে। তো চলুন শুরু করা যাক।

মাউসের প্রথম ট্রিক্সঃ একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বক্সে কিছু লিখে সার্চ করুন। এখন যেকোনো একটি লিংক নতুন ট্যাবে ওপেন করার জন্য সেটির উপর মাউসের কার্সর নিয়ে স্ক্রল বাটনে ক্লিক করুন। নতুন ট্যাবে লিংকটি ওপেন হয়ে গেল।

মাউসের দ্বিতীয় ট্রিক্সঃ আমরা সাধারণত কোন ট্যাব ক্লোজ করার জন্য ক্রস চিহ্নতে ক্লিক করি। তবে মাউস এর সাহায্যে আরও দ্রুত কাজটি করা যায়। এক্ষেত্রে তার উপর মাউসের কার্সর নিয়ে স্ক্রল বাটনে ক্লিক করুন। ব্যাস ট্যাবটি বন্ধ হয়ে গেল।

মাউসের তৃতীয় ট্রিক্সঃ এবার বলবো মাউস ক্লিক করে  কিভাবে দ্রুত টেক্সট সিলেক্ট করা যায়। পরপর দুটি ক্লিক করলে  শুধু একটি ওয়ার্ড সিলেক্ট হয়। তবে পরপর তিনটি ক্লিক করলে সম্পূর্ণ বাক্য অথবা প্যারা সিলেক্ট হয়ে যাবে।

মাউসের চতুর্থ ট্রিক্সঃ ধরুন আপনি অনেকগুলো সফটওয়্যার চালু করে একটিতে কাজ করছেন। এখন আপনি অন্যান্য সফটওয়্যার উইন্ডো গুলো বন্ধ করতে চান। এক্ষেত্রে একটি একটি করে বন্ধ করার প্রয়োজন নেই বরং আপনি যে উইন্ডোতে কাজ করছেন সেটির একদম ওপরে মাউসের লেফট বাটন চেপে ধরে নাড়া দিন। অন্যান্য উইন্ডোগুলো বন্ধ হয়ে গেল।

মাউসের পঞ্চম ট্রিক্সঃ ওয়েব ব্রাউজারে অথবা  কম্পিউটার স্ক্রিনে তথ্যগুলো অনেক সময় জুম করে দেখার প্রয়োজন হয় হয়। এক্ষেত্রে জুম অপশনে যাওয়ার প্রয়োজন নেই। শুধু কন্ট্রোল চেপে ধরে মাউস স্ক্রল করুন। উপরের দিকে স্ক্রল করলে পেজটি জুম ইন হবে অর্থাৎ বড় হবে এবং নিচের দিকে স্ক্রল করলে জুম আউট অর্থাৎ ছোট হবে।

মাউসের ষষ্ঠ ট্রিক্সঃ আমরা সাধারণত কোন উইন্ডোকে ছোট অথবা বড় করার জন্য restore down অথবা maximize অপশনে ক্লিক করি। কিন্তু এই কাজটি আরও সহজে করা যায় টাইটেল বারে ডাবল ক্লিক করে।

Level 0

আমি শেখ মোঃ সাইফুল্লাহ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুলনা থেকে শেখ মোঃ সাইফুল্লাহ বলছি । বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি নতুন। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস