একটি ওয়েবসাইট’কে ফুল ডেক্সটপ অ্যাপে পরিণত করার অনেক কারণ থাকতে পারে। হতে পারে আপনি কোন ওয়েবসাইট দিনে ১০ বারের বেশি ভিজিট করেন, বারবার ব্রাউজার ওপেন করে বুকমার্ক থেকে সাইটে প্রবেশ করা বা অ্যাড্রেস লিখে লিখে প্রবেশ করা অনেক ঝামেলার কাজ হতে পারে। আবার হতে পারে কোন ওয়েব অ্যাপ, যেমন কোন অনলাইন ফটো এডিটর বা জিমেইল বা হতে পারে কোন ম্যাসেজিং অ্যাপের শুধু ওয়েব অ্যাপ ভার্সন রয়েছে (যেমন- হোয়াটস অ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার) এগুলোকে ডেক্সটপ অ্যাপ বানিয়ে ফেললে সহজেই ডাবল ক্লিক করে ওয়েবসাইট গুলো ডেক্সটপ সফটওয়্যারের মতো করে ইউজ করতে পারবেন। আপনার কাছে আরো নানান কারণ থাকতে পারে, যার ফলে আপনার পছন্দের যেকোনো ওয়েবসাইটকে ডেক্সটপ অ্যাপে পরিণত করার দরকার পড়তে পারে।
আজকের দেখানো পদ্ধতি ইউজ করে আপনি দুনিয়ার যেকোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপকে Win32 Desktop Application ও বানিয়ে ফেলতে পারবেন। এই কাজটি অনেকভাবেই করা যায়, কিন্তু আমি দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরলাম।
যেকোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ কে ডেক্সটপ অ্যাপে পরিণত করার জন্য আমরা একটি ওয়েব টুল ব্যবহার করবো, যেটার নাম web2desk — টুলটি ইউজ করে উইন্ডোজ, ম্যাক, এবং লিনাক্সের জন্য ডেক্সটপ অ্যাপ বানানো যেতে পারে। চলুন, পানির মতো সহজ প্রসেস গুলা দেখে নেওয়া যাক…
প্রথমে উপরের দেওয়া লিংকটি থেকে ওয়েবসাইট ওপেন করুন, তারপরে “Website Url” এ আপনার পছন্দের ওয়েবসাইটটি লিংক প্রবেশ করান। আপনার ইচ্ছা মতো অ্যাপটির একটি নাম সিলেক্ট করুন। ওয়েবসাইটির কোন আইকন থাকলে অটো আইকনটি ফেচ হয়ে যাবে, না হলে আপনি চাইলে ইচ্ছা মতো আইকন যুক্ত ও করতে পারবেন। নেক্সট “We’ll email you the Files” ফাঁকা স্থানে আপনার ইমেইল অ্যাড্রেস প্রবেশ করান, যেখানে সেটআপ ফাইলটি/অ্যাপসটি সেন্ড করে দেওয়া হবে!তারপরে, কোন প্ল্যাটফর্মের জন্য ডেক্সটপ অ্যাপটি বানাতে চান সেটা নির্বাচন করুন, এরপরে জাস্ট “Create Now” বাটনটিতে ক্লিক করুন।
ব্যাস, কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাপটি বিল্ড হয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবেন, তাছাড়া আগের পেজে প্রবেশ করানো মেইল অ্যাড্রেসেও অ্যাপটির ডাউনলোড লিংক সেন্ড করা হবে। অ্যাপটি সম্পূর্ণ পোর্টেবল, তাই ইন্সটল করার দরকার পরবে না, জাস্ট Zip ফাইলটি এক্সট্র্যাক্ট করে নিন এবং অ্যাপস এ ডাবল ক্লিক করলেই আপনার পছন্দের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপটি ডেক্সটপ অ্যাপ হিসেবে রান হবে!
আমার টেক সিরিজ থেকে শুধু নিজে নিজে উপকারিতা গ্রহণ করলে হবে না, বন্ধুর সাথে শেয়ার করে সকলকে উপকৃত করা আপনার একান্ত দায়িত্ব! আর হ্যাঁ, এই একই জিনিষ গুগল ক্রোম থেকেও করা যায়, যদিও সেটাও জানতে ইচ্ছা করে আমাকে নিচে টিউমেন্ট করতে পারেন, আমি টিউমেন্টেই দেখিয়ে দেবো কিভাবে করতে হবে।
আমি মোঃ আশারিয়া আন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।