Windows 11 কিভাবে Install করব?

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

অনেকেই ভাবছেন Windows-11 install করবেন। কিন্তু কিভাবে install করবেন তা জানেন না। Windows-11 Install করা  ‍খুবই সহজ।

Windows-11 নিয়ে Common কিছু প্রশ্নঃ

*Windows-11 কবে Release হবে? *Windows-11 এর Minimum system requirements? *Windows-11 এখন Install করা কি ঠিক হবে? *Windows-11 এ কি Android apps চালানো যাবে?

উপরের এই প্রশ্নগুলোর উত্তর জানতে নিচের লিংটিতে ক্লিক করুন।

https://www.techtunes.io/windows/tune-id/690685

 

Windows-11 Install করার জন্য আপনার PC/Laptop এ অবশ্যই Windows-10 Install থাকতে হবে। Windows-11 install করার জন্য প্রথমে Windows-10 এর Settings এ যান। তারপর Update & Security এবং তারপর Windows Insider Program. এর পর Get  Started এ click করুন।

আপনার Microsoft account  দিয়ে log in করুন। Microsoft account না থাকলে নতুন করে তৈরি করতে Create a new account এ click করুন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি Microsoft account তৈরি করে ফেলুন।

 

আপনার Microsoft account  এ Log in হয়ে নিচের অপশনগুলো আসতে কিছুটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করুন।

এখান থেকে Dev Channel অপশনটি Select করুন।

এরপর আপনার PC/Laptop টিকে একবার Restart দিন। PC/Laptop টি on হলে আবার Settings এ যান। তারপর Update & Security এবং তারপর Update এ যান এবং Check for update এ Click করে আপনার PC/Laptop টিকে আপডেট করে নিন।

 

 

আপনার  PC/Laptop যদি Windows-11 এর Minimum system requirements পূরণ করে তাহলে আপনার PC/Laptop এ Windows-11 Install হয়ে যাবে।

Level 0

আমি Md. Mostakim Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস