আর সহজ পদ্মতিতে যেকোনো Windows এর Password রিমোভ করুন

আসসালামুয়ালাইকুম

সবাই কেমন আছেন। আশা করি ভালই আছেন, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি যে কোন Windows এর Password রিমুভ করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের টিউন এ চলে যাই,

আগেই বলে নেই কেও অন্নের ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না,  শিখুন নিজের কাজে লাগবে, কিভাবে আমরা শিখবো বা করবো চলুন শুরু করি।

1. যেকোনো Windows এর Password রিমুভ করার জন্য আমাদের লাগবে একটা পেনড্রাইভ কম হলে ও জায়গা লাগবে ২-জিবি, বেশি হলে ও সমস্যা নাই।

2. আমাদের একটা সফটওয়্যার লাগবে, যেটার নাম হবে  i see windows password recovery pro

3. এবার আমরা সফটওয়্যার সেটআপ করবো যে কোন একটা পিসি তে এর পর  সেটআপ করা সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ Bootable করে নিব।

4. হয়ে গেলো আপনার Password Remover

5. এই পুরো প্রসেসটি আমি ভিডিও টিউটোরিয়াল করেছি আপনি চাইলে ভিডিও টি দেখে শিখে নিতে পারেন, আর সফটওয়্যার টি লাগলে নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

সফটওয়্যার ডাউনলোড লিঙ্কঃ https://www.iseepassword.com/windows-password-recovery.html

সফটওয়্যার টি Registration কি পেতে পুরো ভিডিও টি ভাল করে দেখুন পেয়ে যাবেন। ধন্যবাদ

 

 

আপনার যে কোন মন্তব্যর জন্য আমার ফেসবুক পেজ এ যোগাযোগ করুন, কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সফটওয়্যার এর অপব্যবহার করবেন না, আজ এই পর্যন্তই আল্লাহ হাফেয। 

 

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস