উইন্ডোজ ১০: Storage ফিচারের মাধ্যমে জেনে নিন Storage Device Usage সম্পর্কিত যাবতীয় তথ্যাদি

উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা Storage Feature  এর মাধ্যমে কম্পিউটারের Storage Device Usage সম্পর্কে যাবতীয় তথ্যাদি জানতে পারেন। কেননা, এ অপশনে কম্পিউটারে সিস্টেম, আ্যাপস্, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, ভিডিও, মেইল, ক্লাউড স্টোরেজ, ডেস্কটপ এবং অপ্রয়োজনীয় অস্থায়ী ডকুমেন্ট কতটুকু জায়গা দখল করেছে তা পৃথক পৃথকভাবে নির্ধারণ করা আছে। যা এন্ড্রয়েড স্মার্ট ফোনের Storage Device Usage এর বিবরণের মতোই। এ ফিচার ব্যবহার করে উইন্ডোজ ১০ এর কোন কোন অ্যাপস্ আপনার কম্পিউটারে রয়েছে তার বিস্তারিত বর্ণনা জানতে পারবেন পাশাপাশি এখান থেকেই অ্যাপস আনইনস্টলও করতে পারবেন। অপ্রয়োজনীয় অস্থায়ী ডকুমেন্ট মুছে স্টোরেজের স্খান বৃদ্ধি করতে পারবেন।

কিভাবে উইন্ডোজ ১০ এ Storage Feature ব্যবহার করবেন:

স্টার্ট মেনু থেকে ‍Settings অপশনে যান।

Settings থেকে ‍System এ ক্লিক করুন।

‍System থেকে Storage এ ক্লিক করুন।

Storage অধীনে স্টোরেজ ড্রাইভগুলো দেখাবে।

এখন আপনার সিস্টেম ড্রাইভে (This PC) ক্লিক করুন।

এখানে কম্পিউটারে সিস্টেম, আ্যাপস্, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, ভিডিও, মেইল, ক্লাউড স্টোরেজ, ডেস্কটপ এবং অপ্রয়োজনীয় অস্থায়ী ডকুমেন্ট কতটুকু জায়গা দখল করেছে তার বিস্তারিত জানতে পারবেন।

অ্যাপস্ এন্ড ফিচার আইটেমে ক্লিক করে সকল অ্যাপসগুলোর তালিকা দেখার পাশাপাশি অ্যাপস আনইনস্টলও করা যাবে।

Temporary File আইটেমে ক্লিক করে অপ্রয়োজনীয় অস্থায়ী ফাইলগুলো মুছে স্টোরেজের স্থান বাড়াতেও পারবেন।

উইন্ডোজ ১০ এর অনেক গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে স্টোরেজ একটি।

Level 2

আমি মোহাম্মদ আল আমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস