উইন্ডোজ ১০: কিভাবে কম্পিউটারের ডাটা অক্ষত রেখে উইন্ডোজ ১০ রিইনস্টল দিবেন

আমরা প্রায় সময়েই আমাদের কম্পিউটারে নানান সমস্যার সম্মুখীন হই। অনেক সময় কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য ফ্রেস উইন্ডোজও ইনস্টল দিতে হয়, যা অনেকেই চান না। আপনি যে সমস্যায়ই ভুগতে থাকেন না কেন, আপনি চাইলেই আপনার সকল ডকুমেন্টগুলো অক্ষত রেখে উইন্ডোজ টেন রিইনস্টল করতে পারবেন।অনেক লেপটপ ইউজাররা জানেনই না যে এটা সম্ভব।আপনার কম্পিউটারের সকল ডকুমেন্ট, ছবি, এবং মিডিয়া সংক্রান্ত ফাইলসহ অন্যান্য ডাটা সর্ম্পূণ সুরক্ষিত থাকা অবস্থায় উইন্ডোজ টেন রিইনস্টল বা রিপেয়ার দিতে পারবেন।

উইন্ডোজ টেন  রিইনস্টল করা কেন প্রয়োজন :

আপনার কম্পিউটারের উইন্ডোজ টেন ইনস্টল থাকা অবস্থায় এই পদ্ধতিটি ব্যবহার করে কম্পিউটারের নিম্ন বর্ণিতসহ আরো বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন।

  • ১) উইন্ডোজের র্স্টাট মেনু কাজ করছে না।
  • ২) উইন্ডোজ অ্যাপ্লিকেশন বা অ্যাপ কাজ করছে না।
  • ৩) উইন্ডোজের সিস্টেম ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • ৪) ম্যালওয়্যার দ্বারা অপারেটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত।
  • ৫) উইন্ডোজ টেন আপডেট এবং আপগ্রেড কাজ করছে না।
  • ৬) উইন্ডোজে কোন অ্যাপ্লিকেশন বা অ্যাপ ইনস্টল বা রিমুভ হচ্ছে না।
  • ৭) উইন্ডোজ আপডেট অপারেটিং সিস্টেম নষ্ট করে দিয়েছে।

কিভাবে উইন্ডোজ টেন রিইনস্টল করবেন :

প্রথমে লিংকে ক্লিক করে উইন্ডোজ টেন মিডিয়া ক্রিয়েশন টুলস (Windows Media Creation Tools) ডাউনলোড করে নিন।ডাউনলোড করা টুলসটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে “রান ‍এস অ্যাডমিনিস্ট্রেটর” হিসেবে চালু করুন।উইজার কন্ট্রোল বার্তা আসলে ইয়েস দিন।

Windows Media Creation Tools

ধাপ-১: উইন্ডোজ টেন মিডিয়া ক্রিয়েশন টুলস চালু হলে স্ক্রীনে Getting a few things ready  বার্তাটি দেখতে পাবেন। Applicable notices and license terms বার্তা আসলে Accept ক্লিক করুন।

ধাপ-২: এ ধাপে What do you want to do বার্তাটি আসবে। আপনি Upgrade this PS now রেডিও বাটন সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন।

ধাপ-৩: এখন উইন্ডোজ ডাউনলোডিং শুরু হবে।ডাউনলোডিং সময় আপনার ইন্টারনেট স্পিডের উপর র্নিভর করবে।

ধাপ-৪: এখানে উইন্ডোজ ডাউনলোডিং ভেরিফায়িং হবে।

তারপর আপনার পিসিতে ক্রিয়েটিং উইন্ডোজ টেন মিডিয়া নামে একটি ফোল্ডার  তৈরি করবে আপগ্রেডের কাজ করার জন্য।

ধাপ-৫: পুনরায় Applicable notices and license terms বার্তা আসলে Accept ক্লিক করুন।

ধাপ-৬: এ পর্যায়ে Ready to install বার্তাটি প্রদর্শিত হলে ইনস্টল বাটনে ক্লিক করুন। এখানে আপনি চাইলে Change what to keep মেনু ক্লিক করে আপনার মতো করে সেটিং চেঞ্জ করতে পারবেন।

এখন  Installing Windows 10 শুরু হবে এবং প্রসেসটি শেষে কম্পিউটার রির্স্টাট হবে।

ধাপ-৭: কম্পিউটার রির্স্টাট হয়ার পর Working on updates প্রসেসটি শুরু হবে। এ সময়ে কোন কারণেই কম্পিউটার বন্ধ করা যাবে না।

ধাপ-৮: আপডেট প্রসেসেটি শেষ হলে কম্পিউটার লগইন হবে। কম্পিউটারের স্ক্রীনে  আপডেট সংক্রান্ত বিভিন্ন বার্তা প্রদর্শিত হওয়ার পর ডেস্কটপে নিয়ে যাবে।

উইন্ডোজ টেন রিইনস্টল প্রসেসে শেষ হবার পর লক্ষ্য করুন যে, আপনার কম্পিউটারের সকল ডকুমেন্ট এবং অ্যাপগুলো না মুছে সর্ম্পূণ অক্ষত অবস্থায় রয়েছে।

Level 2

আমি মোহাম্মদ আল আমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai ato kisu na kaj korle apner internet kaj korben ki vabe val pc te tutorial banie dilen ar hoye gelo.. nijer pc te apni jy problem gula likhecen sy gula hole ai system kaj kore kina dekhun then psot din. ar internet sob somoy available nau hote pare so this process are not working .