বিরক্তিকর উইন্ডোজ ইরর রিকোভারি বার্তাটি চিরতরে বন্ধ করে নিন

যখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর আপনার ইউপিএস পাওয়ার ব্যাকআপ দিতে ব্যর্থ হয়, তখন আপনি আপনার কম্পিউটার সঠিকভাবে সার্ট ডাউন করতেও অসফল হন। পুনরায় যখনই আপনি আপনার কম্পিউটার চালু করেন তখনই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি স্বাভাবিক সয়ংক্রিয়ভাবে চালু না হয়ে মনিটেরের পর্দায় “উইন্ডোজ ইরর রিকোভারি” বার্তা প্রদর্শিত হবে। যদি আপনি জানেন যে, বিদুৎতের কারণেই উইন্ডোজের এই ক্রটি সম্পর্কিত বার্তাটি আসছে, তাহলে আপনি চাইলেই বিরক্তিকর এই অপশনটি চিরতরে বন্ধ করে দিতে পারেন।

 

 

 

 

 

 

 

 

 

 

কিভাবে বন্ধ করবেন : প্রথম ধাপ : অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রম্পট চালু করুন। কমান্ড প্রম্পট চালু করতে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে সার্চ বাটনে কমান্ড প্রম্পট লিখুন। কমান্ড প্রম্পট লিখা হলে সার্চের লিস্টে কমান্ড প্রম্পট উপরের দিকে পেয়ে যাবেন। এবার কমান্ড প্রম্পট নির্ধারণ করে মাউসের রাইট বাটনের ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালু  করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দ্বিতীয় ধাপ :কমান্ড প্রম্পট চালু হলে নিচের কমান্ডটি লিখে কী-বোর্ডের এন্টার কী চাপুন।

bcdedit /set bootstatuspolicy ignoreallfailures

 

 

 

 

 

 

 

 

 

 

শেষ কথা: যদি উইন্ডোজের এই অপশনটি আপনি প্রয়োজনে আবার চালু করতে চান তাহলে কমান্ড প্রম্পট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালু করে নিচের কমান্ডটি লিখে কী-বোর্ডের এন্টার কী চাপুন।

bcdedit /set bootstatuspolicy displayallfailures

 

 

 

 

 

 

 

 

 

 

 

টিউনটি থেকে আশা করি আপনারা উপকৃত হবেন।

Level 2

আমি মোহাম্মদ আল আমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি উপকারী ?
অনেক তো সময় সেফ মোড কাজে লাগে!!!