এবার নিজেই ঠিক করুন উইন্ডোজ-এর Bootmgr is missing এরর। আর রেহাই নিন রি-উইন্ডোজ ইনস্টলের ঝামেলা থেকে চিরতরে / বিস্তারিত টিউন।

—————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ———————

প্রিয় টেকটিউনস ভিউয়ার্স- আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এ বুট-ম্যানেজার মিসিং এরর কিভাবে খুব সহজেই ওকে করে পিসি ঠিক করা যায় নতুন উইন্ডোজ ইনস্টল না করেই,সে বিষয়-এর উপর বিস্তারিত আলোচনা ও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।

আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম- ইউজ/ব্যবহার করি তারা  চিরচেনা একটি এরর অপশন-এর সাথে খুবই পরিচিত। আর সেই এরর হচ্ছে নিচের পিকচার অনুযায়ী পিসির স্ক্রীন শো করাঃ

উপরের এই স্ক্রীন আসে মুলত পিসির সি-ড্রাইভ-এর সিস্টেম-এ থাকা পিসি বুট (চালু) করতে সিস্টেম থেকে যেই ফাইল ব্যবহার হয় সেই ফাইল-মিসিং বা ডিলিট হয়ে যাবার কারনে।আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পিসির হার্ড ড্রাইভ/র‍্যাম ইত্যাদি-এর লুজ কানেকশনের জন্য বা ময়লা পড়ার কারনেও এমন এরর আসে,কেননা হার্ডড্রাইভ-এর লুজ কানেক্ট-এর ফলে পিসি বুট করার সময় পাওয়ার হার্ডড্রাইভ থেকে ছেড়ে দেয়। তখন  (পিসি রানিং হবার সময়) পিসি বুট করার জন্য পিসির সি ড্রাইভ-এ থাকা বুট.আই.এন.এফ.আই নামক ফাইলটিতে প্রেসার পড়ে, পিসি ওপেন হতে না হতেই যেহেতু হার্ডড্রাইভ-এ পাওয়ার পেয়ে ছেড়ে দেয় তখন বুট.আই.এন.এফ.আই নামক ফাইলটি পিসিকে বুট করাতে পারেনা। এভাবে বার বার দেখা/অ-দেখার মাঝে একসময় বুট.আই.এন.এফ.আই নামক ফাইলটিতে ব্যাডসেক্টর পড়ে মিসিং বা ডিলিট হয়ে যায়। আর সবশেষে যা থাকে তা হল পিসিতে ভাইরাস ছড়িয়ে পড়ার কারনেও ভাইরাস ডিটেক্ট হয়ে  পিসি বুট করার অপশন ফাইলটি ডিলিট হয়ে যায়।(সহজভাবে বুঝাতে নিজস্ব অভিমত পোষণ করেছি)

এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই এরর ফিক্স (ঠিক) করতে পারি?

এই এরর ঠিক করতে প্রথমেই আপনার হাতের কাছে উইন্ডোজ ইনস্টলেশনের ডিস্ক বা বুটেবল পেন্ড্রাইভ রাখুন।এরপর নিচের ছবির ধাপ অনুযায়ী লিখা ও ফটো দেখে ওকে করুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এর বুট-ম্যানেজার এরর।

১ম ধাপ -এর ছবি ও লিখাঃ

২য় ধাপ-এর ছবি ও লিখাঃ

৩য় ধাপ-এর ছবি ও লিখাঃ

৪র্থ ধাপ-এর ছবি ও লিখাঃ

৫ম ধাপ-এর ছবি ও লিখাঃ

৬ষ্ঠ ধাপ-এর ছবি ও লিখাঃ

৭ম ধাপ-এর ছবি ও লিখাঃ

৮ম ধাপ-এর ছবি ও লিখাঃ

৯ম ধাপ-এর ছবি ও লিখাঃ

১০ম ধাপ-এর ছবি ও লিখাঃ

১১তম ধাপ-এর ছবি ও লিখাঃ

১২তম ধাপ-এর ছবি ও লিখাঃ

১৩তম ধাপ-এর ছবি ও লিখাঃ

১৪তম ধাপ-এর ছবি ও লিখাঃ

১৫তম ধাপ-এর ছবি ও লিখাঃ

সর্বশেষ কাজ করার পরেও একটি বিশেষ কাজ আছে, সেই কাজ কি? জানেন কেউ !!! হ্যা  ইউ এস বি বুটেবল পেন্ড্রাইভ দিয়ে যদি এরর ফিক্স করার কাজে ব্যবহার করেন বা উইন্ডোজ ইনস্টলের কাজই করেন, এক কথায় যেই কাজেই ব্যবহার করেন না কেনো, কাজ শেষে পিসি ১ম বার রিস্টার্ট/স্টার্ট নেবার সময় অবশ্যই পিসি থেকে ইউ এস বি বুটেবল পেন্ড্রাইভটি খুলে ফেলবেন। তা না হলে পিসি বার বার উইন্ডোজ সেটাপ ডিরেক্টরিতে ইন করে ফেলবে এবং আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে বলবে।

এভাবে আপনি খুব সহজেই বুট এরর দূর করতে পারেন উইন্ডোজ থেকে। আমার উপরের লিখা ছবি দেখেও যদি কেউ টিউনবুঝতে সমস্যাবোধ করেন তাহলে আমার তৈরি করা ভিডিও টিওউটোরিয়াল দেখতে পারেন সম্পুর্ণ বাংলায়। উপরের ছবির ফাইলগুলি আমি অফিস পাওয়ার পয়েন্ট-এ ক্রিয়েট করেছি, টেকটিউনস নিতিমালা অনুযায়ী সরাসরি কোনো ডাউনলোড লিংক দেওয়া যাবে না বিধায় টিউন বুঝার সুবিধার কথা মাথায় রেখে আমার ভিডিও ডিস্ক্রিপশনে আমি আমার তৈরি করা পাওয়ার পয়েন্ট এর ফাইলটির ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি ইচ্ছা করলে সবাই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।

বিঃদ্রঃ আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার এই টিউটোরিয়াল বা টিউন-এ যদি কোনো ভুল কথা বলে থাকি বা ভুল কিছু করে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কামনায় আজকের মত বিদায় আল্লাহ্‌-হাফেজ।

উইন্ডোজ বুট ম্যানেজার এরর ওকে করার ভিডিও দেখতে

আমার পুর্বপ্রকাশিত টিউন দেখতে এখানে ক্লিক করুন

এই বিষয়ের উপর পুর্ব প্রকাশিত টিউন দেখতে এখানে ক্লিক করুন

Level 2

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই কাজের একটি পোষ্ট। ধন্যবাদ আপনাকে

উপরের আমিনুল ভাইয়ের কথার সাথে আমিও একমত। অসাধারন একটি টিউন উপহার দেয়ার জন্য আমিরুল ইসলাম ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই টিউনে জেই কথাটি সবচাইতে ভালো হয়েছে তা হচ্ছে— {সর্বশেষ কাজ করার পরেও একটি বিশেষ কাজ আছে, সেই কাজ কি? জানেন কেউ !!! হ্যা ইউ এস বি বুটেবল পেন্ড্রাইভ দিয়ে যদি এরর ফিক্স করার কাজে ব্যবহার করেন বা উইন্ডোজ ইনস্টলের কাজই করেন, এক কথায় যেই কাজেই ব্যবহার করেন না কেনো, কাজ শেষে পিসি ১ম বার রিস্টার্ট/স্টার্ট নেবার সময় অবশ্যই পিসি থেকে ইউ এস বি বুটেবল পেন্ড্রাইভটি খুলে ফেলবেন। তা না হলে পিসি বার বার উইন্ডোজ সেটাপ ডিরেক্টরিতে ইন করে ফেলবে এবং আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে বলবে।} এই কথাটি আমি আগে জানতাম না। এই পোস্ট-এর কারনে তা জানতে পেরে আমি খুবই উপকৃত হলাম।

ধন্যবাদ এমন একটি টিউন করার জন্য । প্রিয় তে রাখলাম 🙂

    অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে আপনার মুল্যবান টিউমেন্টস এর জন্য। আশা করি আমার পরবর্তী টিউনটাও আপনার অনেক ভালো লাগবে।