
শুরুতেই বলে রাখি এই টিউন টি নতুন যারা কম্পিউটার বাবহার শুরু করেছেন বা যারা কম্পিউটার সেটাপ এর সম্পর্কে তেমন কিছু জানেন না তাদের জন্যে . আমি Personally Windows সেটাপ দিতে না জানার কারণে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি . তবে আজ সেটাপ নিয়ে কথা বলব না. বলব সেটাপ এর পরবর্তী কি কি করতে হয় .
সহজ কথায় বলতে গেলে সেটাপ (Clean windows installation) এর পর কম্পিটারে প্রয়োজনীয় Driver ইনস্টল করতে হয় . driver ইনস্টল না করলে পিসি এর অনেক কিছুই ঠিক মত কাজ করবে না .
আপনার পিসি যেই Brand এর ই হোক না কেন. driver ইনস্টল দেয়ার প্রক্রিয়া প্রায়ই একই .
আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা তা ভিডিওটির নিচে টিউমেন্ট করে জানাতে পারেন .
ঘুরে আসতে পারেন আমাদের ফেইসবক পেইজ থেকে .
https://www.facebook.com/rahidbd.tutorial/
ধন্যবাদ
আমি তানভীর আহমেদ তালুকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
boss,এটা কোন টিউন হলো,আরো বিস্তারিত জানানো যেত না কি?,আপনি নিজেই পড়ে বলেনতো কি লিখেছেন? যাই হোক,কোন কোন ড্রাইভার ও সফটয়ার খুবই দরকার তা সিরিয়াল করে দিতে পারতেন এবং এগুলোর কি কাজ,না দিলে কি সমস্যা হবে? এইসব কি লেখা যেতোনা?