Windows সেটাপ এর পর কি কি করনীয় ?

শুরুতেই বলে রাখি এই টিউন টি নতুন যারা কম্পিউটার বাবহার শুরু করেছেন বা যারা কম্পিউটার সেটাপ এর সম্পর্কে তেমন কিছু জানেন না তাদের জন্যে . আমি Personally Windows সেটাপ দিতে না জানার কারণে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি . তবে আজ সেটাপ নিয়ে কথা বলব না. বলব সেটাপ এর পরবর্তী কি কি করতে হয় .

সহজ কথায় বলতে গেলে সেটাপ (Clean windows installation) এর পর কম্পিটারে প্রয়োজনীয় Driver ইনস্টল করতে হয়  . driver ইনস্টল না করলে পিসি এর অনেক কিছুই ঠিক মত কাজ করবে না .

আপনার পিসি যেই Brand এর ই হোক না কেন. driver ইনস্টল দেয়ার প্রক্রিয়া প্রায়ই একই .

  • ১) প্রথমে brand অনুযায়ী তাদের Support page এ যাবেন
  • ২) সব ড্রাইভার ডাউনলোড করে তা ইনস্টল দিবেন
  • ৩) এরপর nvidia এর driver ইনস্টল দিবেন . ব্যাস আপনার কাজ এতটুকুই .
  • এই সব কিছুই আমি একটি ছোট্ট ভিডিও এর মাধ্যমে বুঝানোর চেস্টা করেছি . আপনাদের যাদের বুঝতে অসুবিধা হয় তারা নিচের ভিডিও টি দেখতে পারেন
  • আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা তা ভিডিওটির নিচে টিউমেন্ট করে জানাতে পারেন .

    ঘুরে আসতে পারেন আমাদের ফেইসবক পেইজ থেকে .

    https://www.facebook.com/rahidbd.tutorial/

    ধন্যবাদ

Level 0

আমি তানভীর আহমেদ তালুকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

boss,এটা কোন টিউন হলো,আরো বিস্তারিত জানানো যেত না কি?,আপনি নিজেই পড়ে বলেনতো কি লিখেছেন? যাই হোক,কোন কোন ড্রাইভার ও সফটয়ার খুবই দরকার তা সিরিয়াল করে দিতে পারতেন এবং এগুলোর কি কাজ,না দিলে কি সমস্যা হবে? এইসব কি লেখা যেতোনা?

আমি যতটা সম্ভব Short ভিডিও বানানোর চেস্টা করেছি,, Just idea টাই তুলে ধরেছি .আপনি প্রশ্ন করেছেন , এটাকে আমি স্বাগত জানায়,, কোন কোন driver লাগবে এটা না দেয়ার কারণ হলো , এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর যদি খেয়াল করেন hp আর dell ওদের নিজোস্ব software provide করে প্রয়োজনীয় driver ডাউনলোড এর জন্যে . আর asus এর ক্ষেত্রে বলতে গেলে অপ্রয়োজনীয় কিছুই নেই,, প্রত্যেক driver এর আলাদা কাজ রয়েছে . আপনি সব গুলি install করে ফেলতে পারেন . যেগুলো ছাড়া চলতে পারবেন না,যেমন keyboard,sound এসব এর driver laptop/pc কিন্তু নিজ থেকেই ইনস্টল করে নেয় . আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন,, আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন .. আর আরেকটা কথা হলো,, আমি কোনো IT expert নই, তাই অনেক কিছুই আমার অজানা,, তবে যদ্দুর আমি জানি আমি তা শেয়ার করার চেস্টা করব. ধন্যবাদ

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

বস,thanks for reply,আমি অনেককেই উইন্ডোজ এর সমস্যায় পরতে দেখেছি,কিন্তু সহজভাবে এবং শেখের জন্যে কোন বাংলা টিউন পাইনি,তাই এগুলো নিয়ে বিস্তারিত লিখলে আমাদের জ্ঞ্যান একটুখানি বাড়ত।

ধন্যবাদ শেয়ার করার জন্য।