কম্পিউটারের কিবোর্ড এর সকল শটকার্ট কী সমুহ একসাথে। কাজ করুন আরও দ্রুত।

কম্পিউটারের কিবোর্ড এর সকল শটকার্ট কী সমুহ একসাথে। কাজ করুন আরও দ্রুত।

আসসালামু আলাইকুম। আসুন জেনে নেই কম্পিউটারের কিবোর্ড এর কিছু শটকার্ট মেনু যেগুলো আমাদের কম্পিউটার ব্যবহারকে আরও সহজ করে তুলবে।

শটকার্ট কী সমূহডিসক্রিপশন
Alt + Fকারেন্ট প্রোগ্রামে ফাইল মেনু অপশন।
Alt + Eকারেন্ট প্রোগ্রামে ইডিট অপশন।
Alt + Tabঅন্য চলমান প্রোগ্রাম এ সুইচ করা।
F1উইন্ডোজ এর প্রায় সকল প্রোগ্রাম এর ইউনিভার্সাল হেল্প মেনু।
F2সিলেক্টেড ফাইল রিনেম করা।
F5কারেন্ট প্রোগ্রাম রিফ্রেশ করা।
Ctrl + Nনুতুন ফাইল/ডকুমেন্ট তৈরী করা কোন প্রোগ্রামে।
Ctrl + Oচলমান প্রোগ্রামে কোন ফাইল ওপেন করা।
Ctrl + Aসকল ফাইল সিলেক্ট করা।
Ctrl + Bসিলেক্টেড টেক্সট বোল্ড করা।
Ctrl + Iসিলেক্টেড টেক্সট ইটালিক করা।
Ctrl + Uসিলেক্টেড টেক্সট এর নিচে আন্ডারলাইন দেওয়া।
Ctrl + Fচলমান প্রোগ্রামে সার্চ বক্স ওপেন করা।
Ctrl + Sচলমান প্রোগ্রাম সেভ করা।
Ctrl + Xসিলেক্টেড আইটেম কাট করা।
Shift + Delপার্মানেন্টলি কোন কিছু ডিলেট করা।
Ctrl + Cসিলেক্টেড আইটেম কপি করা।
Ctrl + Vকপি করা আইটেম পেষ্ট করা।
Ctrl + Kসিলেক্টেড টেক্সট এ হাইপারলিংক এড করা।
Ctrl + Pচলমান পেজ অথবা ডকুমেন্ট প্রিন্ট করা।
Homeকারেন্ট লাইন এর প্রথমে যাওয়া।
Ctrl + Homeডকুমেন্ট এর প্রথমে যাওয়া।
Endকারেন্ট লাইন এর শেষে যাওয়া।
Ctrl + Endডকুমেন্ট এর শেষে যাওয়া।
Ctrl + Escস্টার্ট মেনু ওপেন করা।
Ctrl + Shift + Escউইন্ডো টাস্ক ম্যানেজার ওপেন করা।
Alt + F4চলমান প্রোগ্রাম বন্ধ করা।

 

এরকম আরও টিউন পেতে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।

 

Level 2

আমি নাজমুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "নাজমুল আমিন"। আমি 1 বছর 6 মাস আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি । আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন http://www.learninbangla.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস