#সবচেয়ে সহজ উপায়ে বন্ধ করুন উইন্ডোজ-১০ এর অটোমেটিক আপডেট।

#সবচেয়ে সহজ উপায়ে বন্ধ করুন উইন্ডোজ-১০ এর অটোমেটিক আপডেট।

জানলে ভাল,না জানলে এদিকে আসুন।ইতোমধ্যে অনেকেই দেখেছি উইন্ডোজ -১০ সেটাপ দেয়ার পর কিছু সমস্যার সম্মুখীন হয়েছে।উইন্ডোজ -১০ এর অটোমেটিক আপডেট তার মাঝে অন্যতম একটা সমস্যা।আমি নিজেও এ সমস্যার সম্মুখীন হয়েছি।দুইবার উইন্ডোজ সেটাপ দিয়ে আবার উইন্ডোজ ৮ ব্যবহার করেছি।এম্নিতেই স্লো কানেকশন তার ওপর আবার উইন্ডোজ আপডেট। বিরক্তিকর একটা ব্যাপার।আমার মত অনেকেই এমন ভুক্তভোগী আছে যারা আমার মতই এক প্রবলেম এ ভুগেছেন।খুব সহজে নিয়ে নিন আপনার সমস্যার সমাধান।তাই আর দেরী না করে আজ টিউন টি করতে বসলাম।আপডেট দিতে যথেষ্ট পরিমাণ ইন্টারনেট ডাটার প্রয়োজন আর আমাদের দেশের সব খানে ইন্টারনেট ডাটা সহজলভ্য নয়।তাই আপডেট অফ রাখাই শ্রেয়।এতে বেচে যাবে আপনার মূল্যবান ইন্টারনেট ডাটা,আর উইন্ডোজ আপডেটের দরুণ স্লো হবে না আপনার ইন্টারনেট স্পীড।কথা না বাড়িয়ে কাজে আসি।

 

প্রথমে MY COMPUTER বা আপনার ডেস্কটপ আইকনে RIGHT ক্লিক করুন।এর পর MANAGE এ লেফট ক্লিক করলে নতুন একটি উইন্ডো পাবেন।উইন্ডোতে বাম আশে একেবারে নীচের দিকে SERVICES AND APPLICATION নামের একটি অপশন পাবেন। অপশন ডাবল ক্লিক করুন।এরপর SERVICE & WMI CONTROL নামে দুটি অপশন পাবেন। SERVICE এ ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে যেখানে অনেক হিবিজিবি লেখা পাবেন।ভয় পাবার কিছু নেই।স্ক্রল করে নীচের দিকে যেতে থাকুন।সেখানে নীচের দিকে WINDOWS UPDATE নামে একটি অপশন পাবেন।AUTOMATIC থাকলে সেটা ডিজেবল করে STOP করুন। তারপর OK ক্লিক করে কাজ শেষ করুন।

না পারলে ভিডিও টি দেখুন,কাজটি খুব সহজে করতে ভিডিওটি  দেখে নিজেই আপডেট অফ করতে পারবেন।খুব সহজ করে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে।

 

Level 0

আমি Mahfuz Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস