টেরা কপির দিন শেষ, নিয়ে নিন দ্রুত গতিতে ফাইল কপি প্রসেস করার এক শক্তিশালী সফটওয়্যার। কথায় নয় কাজে বিশ্বাসী।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ?  আশা করি ভালই আছেন, আল্লাহর কাছে দোয়া করি সবসময় ভাল থাকেন। এবং আপনাদের দোয়াতে আমি ও ভাল আছি।

ফাইল কপি করা আমাদের দৈনন্দিন কাজ, এমন কেউ নেই যারা ফাইল পেন্ড্রাইভ থেকে পিসি তে বা পিসি তে পেন্ড্রাইভে বা অন্য কিছু তে কপি করেন না, এবং এই কপিকে ফাস্ট করার  জন্য আমরা কি না করে থাকি। এবং এর জন্য অনেক কপি সফটওয়্যার ও বের হয়েছে, যেমনঃ সুপার কপিয়ার, ফাস্ট কপিয়ার, টেরা কপি,  এক্সট্রিম কপি ইত্যাদি।

কিন্তু এই সব থেকেও অনেকটা কাজের এবং ভাল বলতে পারেন "আলট্রা কপিয়ার" কে। কারন এটার রয়েছে, দাবন শিফট ইঞ্জিন, যা দ্রুত ফাইল কপি করতে সাহায্য করবে। আর এর বিশেষ গুন হল আপনি অন্যান্য কপিয়ারে যে সুবিধা পাবেন ওই সব সুবিধা সহ আরও অনেক সুবিধা পাবেন এই সফটওয়্যারে।

আমার কথায় না বিশ্বাস করে নিজেরাই ব্যবহার করে দেখুন।

আমি এখানে ৩২বিট এবং ৬৪বিট এর জন্য আলাদা আলাদা লিংক দিলাম যার যেটা ভাল লাগবে সেটা নামিয়ে নিবেনঃ

৩২ বিট এর জন্য এই লিংকঃ Ultra Copier 32 bit

৬৪ বিট এর জন্য এই লিংকঃ Ultra Copier 64 bit

 

এরকম আরও নতুন সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ

 লাইফ ইজ টেকনোলজি

নিচে আমার কিছু গুরুত্ব পূর্ণ টিউনের লিংক দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে।

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good টা আর i লোনা ।

আগে টেকনোলজি সম্পর্কে জানেন। কোনো software আপনার file copy এর স্পিড কখনো বাড়াতে পারেনা। শুধুমাত্র copy হওয়ার জন্য বড়জোর file optimized, error checksum আর algorithm management করতে পারে। স্পিড সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার Hardware গুলোর উপর. যেমন আপনার HDD এর Read/Write Access time, Buffer size, Processor speed, OS, আপনার Flash Drive এর Read/Write speed, I/O Schedular, Buffer ইত্যাদি বিষয়ের উপর. তবে software টি optimized করার ফলে একদম কিছুটা (যেমন ধরুন, আপনি যে ফাইল কপি দিয়েছেন সেটি আগের তুলনায় মাত্র 1 কি 2 সেকেন্ড আগে কপি শেষ হবে। মাত্র 1-2 সেকেন্ড. আর Microsoft কোম্পানি Windows 8 থেকে built in যে Multi Threaded Copier দিয়েছে তার পরে আর কোনো কপিয়ারের দরকার আছে কি?? Windows 10 এ তো এই in built কপিয়ার আরো ভাল কাজ করে।

    নতুন তো তাই একটু বেশী বুঝে ফেলছেন। আর কোন কাজ নেই আজে বাসে কমেন্ট করছেন।
    পোস্ট করার শুরু করেন, কইদিনপর আপনি নিজেই, আমার এই টিউন কপি পোস্ট করবেন।

ভাই নতুন কন কারে? আপনারা তো ডাইরেক্ট Windows 7 চালানো শুরু করছেন তাই আপনারা পুরাতন ইউজার আর আমরা Windows 2000 (Millennium), XP, Vista, 7, 8, 8.1, 8.1.1 & now 10 চালিয়েও আমরা নতুন।

    দেখ কাহিনিঃ কইলাম বাঘারপাড়া বুঝল বাপেরবা@

    ভাই আপনাকে বলেছি টেকটিউনসে নতুন। আপনি কি উইন্ডোজ চালাইসেন তাই লিস্ট তো আমি চাইনি।
    হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

ভাইরে ঝগড়া করিওনা,,, এই সেক্টরে আমরা সবাই হেব্বি স্মার্ট… কি শিখছি না শিখছি নিজেকে বড় বানায় ফেলি