চলুন উইন্ডোজ এর ডিফল্ট ফন্ট পরিবর্তন করি।

Hi Guys,

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমরা দেখবো কিভাবে কম্পিউটার এর উইন্ডোজ এর ফন্ট পরিবর্তন করা যায়। আমরা সবাই উইন্ডোজ এর ডিফল্ট ফন্ট দেখতে দেখতে এক ঘেয়েমি হয়ে গেছি। তাই এবারের টিউনটি উইন্ডোজ এর ফন্ট পরিবর্তন করা যায় তা দেখবো। অনেক দিন ধরে খুজছিলাম। অবশেষে এমন একটি সফটওয়ার পেলাম যেটির সাহায্যে আমরা আমাদের কম্পিউটার এর উইন্ডোজ এর ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে পারি।

নিচে থেকে ডাউনলোড করে নিন মাত্র ১.৩ এম.বি. সফটওয়্যার টি।

এটি একটি পোর্টেবল সফটওয়্যার। So ইন্সটল দেওয়ার কোন ঝামেলা নেই। ফাইলটি ডাউনলোড করে Extract করুন।

  1. তারপর WinaeroTweaker.exe ফাইলটি Double ক্লিক করে ওপেন করুন। তখন নিচের মত উইন্ডো আসবে।
  2. এবার Advanced Appearace Settings এ Click করুন। তবে নিচের মত উইন্ডো আসবে
  3. এবার উইন্ডোজ এর মেনু গুলোর ফন্ট পরিবর্তন করতে ৩নং চিত্রের ২=Menus এ ক্লিক করুন।এবার নিচের মত উইন্ডো আসবে
  4. এবার change font এ ক্লিক করুন।নিচের মত উইন্ডো আসবে এখান থেকে আপনার পছন্দের ফন্টটি পরিবর্তন করে OK ক্লিক করুন। এবার ৪নং চিত্রের Apply changes এ ক্লিক করুন। দেখবেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে।
  5. আর বাঁকি কাজ গুলো এক ই ভাবে করতে হবে। নিচের Screen Short গুলো দেখলে আরো বুঝতে পারবেন।

সফটওয়্যার টি ডাউনলোড করে কাজ করে দেখুন অবশ্যই ভালো লাগবে। আর এই সফটওয়্যারটির আরও অনেক ফিচার আছে যে গুলো আপনাদের ভালো লাগবে।

আর এই টিউন দেখে বুঝতে না পারলে নিচে ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেনঃ

YOUTUBE.COM

ভালো থাকুন আর আপনার কাছের মানুষকে ভালো রাখুন।

Level 2

আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস