এবার কম্পিউটার চালু রেখে নিশ্চিন্তে যেখান খুশী সেখানে চলে যান, যদি মনে চাই গুমিয়ে পড়ুন, কম্পিউটার কে আপনার সময় বলে দিন কম্পিউটার সময় মত বন্ধ হয়ে যাবে।

আসসালামু আলাইকুম

সবাই ক্যামন আছেন ? আশাকরি আল্লাহ আপনাদেরকে ভাল রেখেছেন। আর যদি ভাল না থাকেন তাহলে আমার টিউন পড়বেন কি করে? তাহলে ভাল থাকেন আমি ও ভাল আছি।

এবার এলাম খুবই একটা গুরুত্ব পুর্ন সফটওয়্যার নিয়ে, যেটা দৈনন্দিন আমদের খুবী দরকার হয়, যেমন কোন ফাইল কপি করছেন, আনেক দেরি হবে সম্পূর্ণ হতে, কিন্তু এক্ষণই আপনাকে কোন গুরুত্ব পূর্ণ কাজে বের হয়ে জেতে হবে, তখন দ্যাখা গেল, আপনি বের হয়ে গেলেন, কাজ শেষ হয়ে জাওার পর আপনার পিসি চালু রয়েগেছে। আবার দেখা গেলো কোন একটা কাজ রেখে আপনি ঘুমিয়ে পড়লেন, ব্যাস কাজ শেষ কিন্তু আপনার পিসি চালুর রয়ে গেছে, শুধু শুধু আপনার কারেন্ট বিল বাড়ল।

তাই এই বিভিন্ন দিক চিন্তা করে এই সফটওয়্যার টি আপনাদের কাছে নিয়ে আসা।

জাতে করে আপনি যা কিছু করে চলে জাবেন, আপনার যখন ইচ্ছা তখন সময় দিয়ে যাবেন, ঠিক সেই সময় আপনার পিসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর শুধু আপনার কারেন্ট বিল ও খাবেনা।

সফটওয়্যার টির নাম হলSutdownManger.

তাই আপনার যদি দরকার হয় বা আপনি যদি জরুরী মনে করেন তাহলে নিছের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিঙ্কঃSutdownManger.

আপনাদের বোঝার সুবিধার্থে নিচে ফটো দিয়ে দিলাম দখে নিন।

 তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভাল থাকবেন, আবার ফিরে আসব ইনশাল্লাহ।

আল্লাহ হাফেজ।

যারা উইন্ডোজ ১০ bootable করতে পারছেন না, তারা ২ মিনিট একটু কষ্ট করে এদিকে আসুন। একদম সহজ, কোন ব্যাপার না।

আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে গেলে কি করে তা আবার হালকা করবেন, আসুন একটু সময় নষ্ট করে দেখে যান, আপনার উপকার হবে।
আর USD $ নয়, এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই
এবার আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই কি করে করবেন, কিছু টিপস জেনে নিন (তবে আল্লাহর উপর ভরসা রাখবেন)
বাংলা ধাঁধাঁ.apk
এবার মাথা নষ্ট করা, ক্যামেরায় জুম দিন একটি এন্ডরইড সফটওয়্যার দিয়ে, যদি মাথা নষ্ট না হয় তাহলে গালি দিয়ে যেয়েন।

এবার আপনার সাথে লাইট,রুলার,টাইমার,স্টপ ওয়াচ,কম্পাস,ক্যালকুলেটর,মাগ্নিফ্যিং গ্লাস সব রাখুন একসাথে শুধু একটি সফটওয়্যার এর মাধ্যমে। ডাউনলোড করে দেখুন, না করলে আপনার লস।

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস