কিভাবে আপনি নিজের মত করে Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটির উইন্ডো প্রাপার্টিজ পরিবর্তন করবেন।

কিভাবে আপনি  নিজের মত করে Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটির উইন্ডো প্রাপার্টিজ পরিবর্তন করবেন।

আসসালামু-আলাইকুম।

সম্মানিত প্রযুক্তি প্রেমি টেকটিউনস ভিজিটর এবং টিউনার। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউনে। আজকে আমি আপনাদের সাথে একটি চমৎকার বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটি সাধারনত একটি ব্যতিক্রম ধর্মী কম্পিউটার অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটি আমরা কম্পিউটার ইউজাররা বিভিন্ন টেকনিক্যাল ট্রামসে ব্যবহার করে থাকি।

মজার বেপার হল, আমি আসলে যখন থেকে এই অ্যাপ্লিকেশনটির সাথে পরিচিত তখন থেকেই এই অ্যাপ্লিকেশনটির উইন্ডো দেখছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট হল প্রন্ট কালার।

তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি  কিভাবে আপনি Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটির উইন্ডো প্রাপার্টিজ পরিবর্তন করবেন আপনার নিজের মনের মত কালার দিয়ে।

চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটির উইন্ডো প্রাপার্টিজ পরিবর্তন করতে পারি।

সাধারনত আমরা Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটি বিভিন্ন ভাবে আমাদের কম্পিউটারে ওপেন করতে পারি। এর মধ্যে আমি আপনাদের আমার ভিডিও টিউটোরিয়ালে কয়েকটি উপায় দেখিয়েছি।

এবং প্রতিটি উপায়ে আপনি Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটির  ভিন্ন ভিন্ন উইন্ডো পাবেন। মজার বেপার হল, আপনি প্রত্যকটি Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনের উইন্ডোটি আপনার পছন্দ মত কালার দিয়ে পরিবর্তন করতে পারবেন।

আমি ভিডিওতে মূলত দুইটি উপায় দেখিয়েছি। যার মধ্যে একটি হল টেম্পোরারি উপায়ে কিভাবে আপনি  Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটির উইন্ডো পরিবর্তন করবেন। এবং অন্যটি হল পারমানেন্ট উপায়ে Command Prompt বা Cmd অ্যাপ্লিকেশনটির উইন্ডোটি পরিবর্তন করবেন।

তো আর দেরি না করে উপভোগ করুন আজকের চমৎকার টিউটোরিয়ালটি

আমার আগের টিউনটি পেতে এইখানে দেখুন।

টিউনটি ভাল লাগলে আমর ব্লগটি একটি বার দেখে আসতে পারেন।

আজ এই পর্যন্ত সামনে অন্য কেন ব্যতিক্রম ধর্মী টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশা-আল্লাহ।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোহাম্মদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস