Windows 10 এ AVG Internet Security 2015 নিচ্ছে না ? নিয়ে নিন এর সমাধান !

কেমন আছেন সবাই ? নিশ্চই ভালো আছেন আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন।

উইন্ডোজ ৮ অথবা উইন্ডোজ ৮.১ এর থেকে আমার কাছে উইন্ডোজ ১০"অনেক  ভাল লেগেছে  ।

অবশ্য উইন্ডোজ ১০ এ কিছু সমস্যাও আছে তার মধ্যে  AVG Internet Security 2015 না নেয়া, একটা এবং আজ এটা নিয়েই আজ আমার প্রথম টিউন।

আশা করি নতুনদের কিছুইটা হলেও কাজে আসবে।

যাদের পিসিতে AVG Internet Security 2015 নিচ্ছে না তাদের জন্য আমার এই টিউন।

প্রথমে AVG Internet Security 2015  এখান  থেকে  Free Trial ফাইল টা নামিয়ে নিন তার পর ফাইল টা ইন্সটল করুন।

এখন ডিফল্ট এ দেয়া  সিরিয়াল কি মুছে দিন এবার নিচের যে কোন একটা কি ব্যবহার করতে পারেন।

8MEH-RF3MY-BZ7CJ-9LUAR-ST99N-CEMBR-ACED
8MEH-RMXLW-HN44A-BABPA-S9NQF-PEMBR-ACED
8MEH-RGM33-K474L-6FGRR-8RR7K-UEMBR-ACED

অথবা  AVG Internet Security 2015 এখান থেকে সিরিয়াল কি সহ ফাইলটি ডাউনলোড করে নিন।

এর পর নেট থেকে 100mb এর মত আপডেট নিবে তা দিয়ে দিন।

 

জানিনা এই বিষয়ে কেউ আগে টিউন করেছেন কিনা ভুল ত্রটির জন্য দুঃখিত নতুন কিছু পাওয়ার জন্য মন সময়ই ব্যস্ত থাকে। সেই পরিপ্রেক্ষিতেই আগ্রহের সাথেই অপেক্ষা করছিলাম কখন Windows 10 আসবে? অবশেষে রিলিজ হল কিন্তু প্রথম ডাউনলোড করলাম। এবং বেশ ভাল লাগছে  যাই হোক Windows 10  AVG Internet Security 2015 সমস্যা করছিল এবং সেটা নিয়েই টিউন করলাম। আরও কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে পরে টিউন করবো। যদি কারো উপকারে আসে তবেই আমি ধন্য আর বুঝতে সমস্যা হলে আমি তো আছিই।

Level 0

আমি শাহীন আল মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ki bolen amar to kono somossa hoy nai