Windows 10 এ Bangla font সমস্যা? এখনি সমাধান করে নিন।

নতুন কিছু পাওয়ার জন্য মন সময়ই ব্যস্ত থাকে। সেই পরিপ্রেক্ষিতেই আগ্রহের সাথেই অপেক্ষা করছিলাম কখন Windows 10 আসবে? অবশেষে রিলিজ হল কিন্তু প্রথম ডাউনলোড করতে অনেক সমস্যা হয়েছিল। মডেম দিয়ে ২-৩ বার ব্যর্থ হয়ে পরে সফলভাবে Windows 10 এ আপগ্রেড করতে পেরেছি যদিও আমার প্রায় ১০ জিবি এর ডাটা খরচ হয়েছে তাও আবার মডেম দিয়ে। যাই হোক Windows 10 দেওয়ার পর প্রথমেই টেকটিউনস এ প্রবেশ করি দেখি বাংলা লেখা হযবলর অর্থাৎ এলোমেলো উল্টাপাল্টা দেখা যায়। কিছুক্ষন ঘাটাঘাটি করে সমাধান পেয়ে গেলাম। সেটাই করতে যাচ্ছি প্রথমে

Control panel এ যান Language a Click করুন

Add Language click করুন

তারপর বাংলা তে ক্লিক করুন

বাংলাদেশের জন্য বাংলা নির্বাচন করুন

 

নটিফিকেশন প্যানেলে এরকম দেখতে পাবেন

Language preference a click করুন

বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করুন Option এ ক্লিক করুন

আমার পিসিতে অলরেডি সমাধান করে ফেলেছি তাই আর স্ক্রিনশট দিতে পারলাম না। আমার পিসিতে সমাধান করার সময় ভিডিও করে রেখেছি তা

নিচের ভিডিও থেকে বিস্তারিত দেখে নিন।

 

জানিনা এই বিষয়ে কেউ আগে টিউন করেছেন কিনা ভুল ত্রটির জন্য দুঃখিত

নতুন কিছু পাওয়ার জন্য মন সময়ই ব্যস্ত থাকে। সেই পরিপ্রেক্ষিতেই আগ্রহের সাথেই অপেক্ষা করছিলাম কখন Windows 10 আসবে? অবশেষে রিলিজ হল কিন্তু প্রথম ডাউনলোড করতে অনেক সমস্যা হয়েছিল। মডেম দিয়ে ২-৩ বার ব্যর্থ হয়ে পরে সফলভাবে Windows 10 এ আপগ্রেড করতে পেরেছি যদিও আমার প্রায় ১০ জিবি এর ডাটা খরচ হয়েছে তাও আবার মডেম দিয়ে। যাই হোক Windows 10 দেওয়ার পর প্রথমেই টেকটিউনস এ প্রবেশ করি দেখি বাংলা লেখা হযবলর অর্থাৎ এলোমেলো উল্টাপাল্টা দেখা যায়। কিছুক্ষন ঘাটাঘাটি করে সমাধান পেয়ে গেলাম। সেটাই করতে যাচ্ছি প্রথমে

Level 0

আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 311 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবি প্রয়োজনীয় একটা পোষ্ট, ধন্যবাদ।
আপনার এই তথ্য প্রযুক্তি ঞ্জান শেয়ার করুন আমাদের সাথেও
http://e-mestori.com

ভাইয়া, যে কোন ভিডিও এই পেজে দেখা যাবে এটা কিভাবে এড করবো?? আমি এটা পারছিনা, কোন ভিডিওর লিংক দিলে সেটা youtube এ open হচ্ছে।

    অন্য ভিডিও সম্পর্কে জানিনা তবে ইউটিউব এর ভিডিও লিংক দিলে অটো হয়ে যায়

      ইউটিউব এর ভিডিও লিংক কোন অফশন থেকে কার সাথে এড করবো একটু জানালে ভাল হয়।

bhai windows 10 theme pack e click korle sudhu ekta theme deya jai………….theme change korar kno option paitasi na onnanno windows er moto………..plz help

সুন্দর…. তবে আমি siyam rupali ফন্ট ইনস্টল করে করেছি…..

ধন্যবাদ