উইন্ডোজ ১০ ইনস্টল দিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করেছেন তো?

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউন শুরু করছি। নিশ্চয়ই ভালো থাকবেন এমন আশা ই করি। টেকটিউনে সবাই টেকি বিষয়ে নিত্য নতুন খবর নিয়ে আসে। তাই আমিও আজ নতুন একটি খবর নিয়ে আসলাম। যাই হোক শুরু করছি আসল কথা।

 

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ এসেছে নানান পরিবর্তন। তাই কম্পিউটারে উইন্ডোজ সেটআপের পর কিছু কাজ করে নেওয়া ভালো।

হালনাগাদ পরীক্ষা: উইন্ডোজ সেটআপ শেষে সর্বশেষ হালনাগাদ আছে কি না, তা দেখে নিতে নিতে হবে। এ জন্য Start মেনু থেকে Settings অ্যাপ খুলুন। Update and Security-এ ক্লিক করুন। Windows Update-এর Check for updates বোতামে ক্লিক করুন। নতুন অনেক হালনাগাদ থাকতে পারে, বিশেষ করে কিছু যন্ত্রাংশের চালক-সফটওয়্যার (ড্রাইভার)। হালনাগাদ চাইলে তা নামতে দিন। নামা শেষ হলে সেটি ইনস্টল করে দরকার হলে কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) হবে। আবার Windows Update settings চালু করে Advanced settings-এর Automatic Restart-এর Notify to schedule restart করে দিতে হবে।

অতিরিক্ত পদক্ষেপ: খেয়াল করলে দেখবেন টাস্কবারের ঘড়ির পাশে Notifications আইকন আছে। এখানে ক্লিক করলে উইন্ডোজের যেকোনো সমস্যা, নিরাপত্তাঘটিত কাজ বা অপেক্ষমাণ কাজের হালহকিকত বিজ্ঞপ্তি (নোটিফিকেশন) আকারে দেখতে পারবেন। চাইলেই Settings অ্যাপের System থেকে Notifications & actions-এ গিয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে।

অ্যান্টিভাইরাস কি চলছে? যদি তৃতীয় পক্ষের কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার না করে থাকেন তবে উইন্ডোজের সঙ্গে থাকা (বিল্ট-ইন) উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করতে পারেন। পছন্দমতো এটিকে সাজিয়ে নিতে Win+I চেপে আপডেট অ্যান্ড সিকিউরিটি অ্যাপ খুলে Windows Defender-এ ক্লিক করে কাজটি করা যাবে।

♣♣♣♣♣♣♣^^^^♣♣♣♣♣♣♣♣^^^♣♣♣♣♣♣♣

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবকিছু ঠিকঠাক করেছি, শেয়ার এর জন্য ধন্যবাদ।

Bhalo tune hoyeche .

ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি কিছু দিন আগে উইন্ডোজ ১০(৬৪ বিট) SETUP দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হল আমি কোন ড্রাইভার বিশেষ করে ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার + অন্যান্য আরও অনেক প্রয়োজনীয় ড্রাইভার SETUP দিতেই পারি নি (setup যে ২ একটা নিয়েছিল কাজ করে নি), যে ড্রাইভার গুলা উইন্ডোজ SETUP এর পর সাধারণত SETUP দিতে হয়। আপনার কি এর কোন সমাধান জানা আছে? জানলে জানাবেন please! আমি HP Pro-Book 450 G1 ল্যাপটপ ব্যবহার করি। আমার CPU : 4702MQ.

আমাকে ইমেইল করতে পারেন (যদি চান) : [email protected]