আপনার ছবির সাইজ কমিয়ে নিন শুধু মাত্র উইন্ডোজের মাধ্যমে খুব সহজেই

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। জানতে ও জানাতে আমি খুব পছন্দ করি। টেকটিউনস পরিবারে এটা আমার প্রথম টিউন।
আশা করি ভুল ত্রূটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমাদের বিভিন্ন কাজে কোন না কোন সময় ছবির সাইজ বা রেজুলেশন কমানোর প্রয়োজন হয়ে থাকে। কিন্ত হয়ত কারও কারও কোন পদ্ধতি-ই জানা থাকে না কিভাবে খুব সহজে ও দ্রুত ছবির সাইজ কমাতে পারি বাড়তি কোন সফটওয়্যার ছাড়া। এজন্য হয়ত  আমরা বাড়তি কোন সফটওয়্যার ইন্সটল করে থাকি।

আজেকে আমি আপনাদের সাথে  ছোট্র একটা টিপস শেয়ার করব। কিভাবে বাড়তি কোন সফটওয়্যার ছাড়াই শুধু মাএ উইন্ডোজের মাধ্যমে  আপনি আপনার  ছবিকে খুব দ্রুত ও সহজে নির্দিষ্ট অনুপাতে সাইজ কমাতে পারেন।

 

প্রথমে যে ছবিটার সাইজ কমাতে চান ওটা সিলেক্ট করুন এবং নিচের ছবির মত কাজ করুন।

 

স্টেপ-১   প্রথমে ছবিটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Edit এ ক্লিক করুন।

ছিবি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Edit এ ক্লিক করুন

স্টেপ-২   তারপর Risize  অপশনে ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।

স্টেপ-৩     maintain aspect ratio তে ক্লিক করে টিক উঠিয়ে দিন। যদি pixele এ করতে চান তাহলে pixele  এ ক্লিক করুন।

স্টেপ--৪   আপনার ইচ্ছামত মান ‍দিন Horizontal ও vertical বক্স এ। এবং Ok ক্লিক করুন।

 

স্টেপ--৫    এবার সেভ বা সেভ এস  করুন এবং আপনার ফরমেট চেন্জ করতে পারবেন।

এছাড়াও এই পদ্ধতিতে আরও অনেক কাজ করতে পারবেন। ছবি Crop করা, এঙ্গেল করা, কালার  পেইন্ট করা, কোন ড্রয়িং এর লে-আউট করা,  ইত্যাদি ইত্যাদি কাজে এই টুলসটি ব্যবহার করতে পারবেন।

আশা করি একটু হলেও উপকৃত হবেন।

Level New

আমি আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ *আশিকুর রহমান ভাই

nyc tune. thnks..

Walton RM ফোন এর জন্য সাহায্য চাই……….ভাই আমি ওয়ালটন RM ফোন সম্পর্কে জানতে চাই। প্লিজ আমাকে হেল্প করেন। এই ফোনের ক্যামেরা কেমন? ওটিজী সাপোর্ট করে কিনা? গোরিলা গ্লাস ২ এর সুবিধা কি? ফোনটা কি গরম হয়? আরও বিস্তারিত সুবিধা ও অসুবিধা জানাবেন প্লিজ। এই ফোনের সাম্নের ক্যামেরা নাকি ভাল না?