সংগ্রহে রাখতে পারেন একটি সময়োপযোগী সাশ্রয়ী Tool-Windows PC User দের জন্য (Updated)

অনেক দিন পর টেকটিউনস এর সব্বাইকে আন্তরিক ধন্যবাদ, আপনাদের আশীর্বাদের কারনেই আমার মা এখন অনেকটা সুস্থ, তিনি এখন একটু হাঁটতেও পারছেন। ১৮ তম টিউন এ সবার নিকট থেকে সাহায্য চেয়েছিলাম, পেয়েছিলামও। সবাইকেই আবার তা ফেরতও দিয়েছি- কারন একটা Loan করে তখনকার মত উপায় বের হয়েছিল।

যাইহোক কাজের কথায় আসি। কয়েকদিন আগে আপনাদেরকে "Office Tab Enterprise" দিয়েছিলাম, আজ Share করব "Windows Tab Manager" বার বার Windows এর Task bar এ গিয়ে Selectকরার ঝামেলা আর করতে হবেনা? যারা জানেন না -শুধু তাদের জন্য।

Internet ব্যাবহারকারী মাত্রই Mozilla Firefox, Google Chrome, Internet Explorer এর বর্তমান Tab যুক্ত User Interface সম্বন্ধে সম্যক ধারণা আছে। তাই এর সুবিধা নিয়ে বিস্তারিত বা বাড়িয়ে বলার কোনও দরকার নেই। সোজাসুজি কাজের কথায় চলে যাই।নিচে আমি এর Screenshot দিলাম, দেখে নিন।

 

কেমন লাগছে, নিশ্চয় খারাপ না,

এর সুবিধা নিতে Download করুন এখান থেকে আর Install করে উপভোগ করতে থাকেন। মাত্র 1.49 মেগাবাইট। For 32 Bit & 64 Bit.

 ভালো লাগলে টিউমেন্টস করবেন। ধন্যবাদ।

Level 0

আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks, collection a rakhlam, r USE kore dekhi, amar windows explorer khali hang mare. aita kaje debe…

ধন্যবাদ আপনাকে; অনেক দিন পরে দেখলাম। বাচ্চাদের নিয়ে টিউন করেন না কেন?

    @Md. Nur Hossain: “মা” কে নিয়ে খানিকটা দৌড়াদৌড়ির ভেতর ছিলাম, আবার ফিরে আসলাম। বাচ্চাদের টিউন নিয়ে আবার দেখা হবে। আপনি ভালো আছেন তো?

একাজের জন্য বর্তমানে Clover ব্যবহার করছি।
এটাতে সমস্যা হলে ব্যাকআপ হিসাবে এই সফটওয়্যার টিও রেখে দিলাম।
ধন্যবাদ।

এইটা কি করলেন ভাই। পোষ্টে নাম দিলেন windows tab manager আর ডাউনলোড করতে গিয়া দেখি সেই clover.

Clover is a windows tab manager

আচ্ছা Mozilla Firefox এ যে রকম একটা ট্যাব ভুলে ক্লোজ করলে Shift+Ctrl+T দিলে তা আবার আসে, সেরকম এটাতে আমাকে ক্লোজ করা ট্যাব ফেরত আনতে হলে কী করতে হবে?