UEFI/EFI system এ WIndows 8.1/8 দিতে যাদের সমস্যা তারা এদিকে আসুন …………………………… :)

আমি শাওন । প্রথমেই বলে নেয়া ভাল আমি টিটি তে ২০১০ থেকে আছি কিন্তু tune করিনি কখনো,{একদিন একটা হেল্প চাইছিলাম কিন্তু help কেও করে নি,  🙁  } যাই হোক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে tune করতে বসলাম অনেকই এটা নিয়ে প্রবলেম এ আছে....................................... (ভুল হলে বলবেন)

নতুন ল্যাপটপে windows 8/8.1দিতে প্যাঁচাল এর মাঝে আছেন?? windows দিতে গেলে    Windows cannot be installed on this disk. The selected disk has an MBR partition table. On EFI/UEFI systems, Windows can only installed on GPT disks . 

প্রবলেমটা খেয়াল করুন

এইটা হচ্ছে কারন আপনার হার্ড ডিস্কে mbr partion টেবিল করা আছে ,(এইখানে  mbr/gpt পার্টিশন টেবিল কি? সেটা বর্ণনা করলাম না কারন সেটা নেয়াই একটা tune করা যাবে ).........নতুন windows ডিস্ক কিনে নিয়া আসছেন  but সেট-আপ হচ্ছে না বারবার ডিস্ক Change করে লাভ নেই কারন বেশীরভাগ লোকল ভাবে বানানো windows 8.1/8 ডিস্ক ই GPT partition table এর জন্য বানানো। কি সমস্যা?? , কিন্তু সমাধান টা কি ???

এটাকে ২/3 ভাবে সমাধান করা যায় ...আমি সহজ ২টা বলিঃ

১)এই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ককে জিপিটি তে কনভার্ট করতেই হবে কিন্তু সমস্যা হচ্ছে এটা করতে গেলে আপনার সব data loss হবে   🙄 , উপায়?

AOEMI partition assistant pro  দিয়ে করবেন data loss হবে না  just ডিস্ক এর উপর right ক্লিক করে  convert to  GPT তারপর system থেকে অ্যাপ্লাই দিয়ে রান দেন  ২-৩ minute এর ভিতরে হয়ে যাবে ..

windows explorer ক্রাশ করতে পারে ভয় পাবেন না .. হয়ে গেলে system restart দেন.।{ আর একটা কথা যাদের ল্যাপটপে UEFI/EFI সাপোর্ট মাদারবোর্ড নেই তারা try করবেন না করলে windows দিতে পারবেন না অ্যান্ড দেয়া উইন্ডোজ কাজ করবে না।}

আর যারা অনেক complicated অবস্থাতে আছেন তারা...............(hard disc format hoe jabe)

(risky)সব ডাটা clean করে দিতে চান তাহলে windows installer menu তে থাকা কালীন shift+f10 চাপেন তারপর command prompt আসবে এই command গুলা দেন 

DISKPART > select disk o
DISKPART > clean
DISKPART > convert gpt
DISKPART > exit

এখন  সাধারন প্রচেসসে ইন্সটল দেন, ব্যাস......।

২)এটা না করা ভাল, কিছু ল্যাপটপে ডিস্ক এর স্পীড কিছুটা কমে যায়(১/২mb average) অ্যান্ড উইন্ডোজ ৮/ উইন্ডোজ ৮.১ এ স্লীপ মোডে থেকে জাগাতে সমস্যা করতে পারে (সবার হয় না hp তে হতে পারে তবে ডেস্কটপে কোন সমস্যা হওার কথা না) উপরের way কাজ না করলে করতে পারেন এখন আপনাকে উইন্ডোজ দিতে হলে হার্ড ডিস্ককে জিপিটি তে নিতে হবে না ,MBR এই থাকবে এখন যা করতে হবে আপনার উইন্ডোজ টিকে iso ফাইল করে নিন/ download করে নিন (poweriso use করতে পারেন) এখন rufus ডাউনলোড করে MBR partion এ একটা Bootable পেনড্রাইভ বানান then বুট মেন্যু থেকে সাধারন  process এ setup দেন ।

এর মানে আপনি পুনরায় mbr মোডেই windows দিচ্ছেন ।

৩)এই process এ UEFI Boot বন্ধ করে দিতে হয়,boot menu থেকে যেহেতু UEFI নিউ অ্যান্ড updated তাই সেটা use করাই ভাল আমার মতে কারন আপনার pc manufacture এরা আপনার সিস্টেম কে ওইভাবে configure করে তৈরি করছে সেই জন্য প্রচেসস টা বললাম না...।

কোন সমস্যা হলে আমাকে FB তে knock করতে পারেন     জ্যোতির্ময় শাওন অথবা কমেন্ট করতে পারেন যত দূর সম্ভব সাহায্য করব ।

Level 0

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shawan , AIUB তে EEE তে আছি, #টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি । #কোন কিছু নষ্ট করতে সেরা । #সমস্যা কে খুব ভাল লাগে , তাই সমসসার মধ্যেই থাকি..........................................আর কিছু বলার নাই ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks

Welcome

হুম ভাল লিখসেন ল্যাপটপ বেবহার কারিদের কাজে লাগবে আরে আপনি তো আমার মিতা

ল্যাপটপে UEFI/EFI সাপোর্ট মাদারবোর্ড আছে কিনা কিভাবে বুঝব ?

thankyou Shawon vai. :p

@BEDI RUN e GEA MSInfo32 likhen sekhane Bios mode e dekhabe apnar ta UEFI/BIOS kina……or apnar boot menu tew dekhabe…

MSInfo32 রান করে কোন লাভ হল না ।

keno? oikhaney to dekhay … or boot menu te to dekhaye………….